লালগোলা, 11 অগস্ট : ফের মধ্যযুগীয় বর্বরতার শিকার হলেন মুর্শিদাবাদের এক গৃহবধূ ৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগে গৃহবধূর মাথা মুড়িয়ে গ্রাম ঘোরানো হয় । সালিশি সভায় মাতব্বরদের নিদান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মধ্যযুগীয় বর্বরতা । লালগোলা থানার বাখরপুরের ঘটনা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই গৃহবধূ স্থানীয় এক বিড়ি ব্যবসায়ীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে । এই নিয়ে ঝামেলার সূত্রপাত । পরিবারের অভিযোগ, সে স্বামীর বাড়ি ছেড়ে আচমকা চলে যায় । পরবর্তীতে সালিশি সভা ডেকে তাকে ফিরিয়ে আনা হয় । এই পর্যন্ত সব ঠিক থাকলেও আচমকা সোমবার তাদের বাড়িতে কয়েকজন অচেনা লোক আসে । তারা চলে যাওয়ার পরই বাড়ির মধ্যে থেকে মাসাদুরের মৃতদেহ উদ্ধার হয় । সেইসময় ওই মহিলা ঘরে ছিল না বলে অভিযোগ ৷ তারপর থেকেই পরিবারের লোকজনের সন্দেহ সে তার স্বামীকে খুন করেছে ৷
আরও পড়ুন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গৃহবধূকে
গ্রামে সালিশি সভা ডাকা হয় । সালিশি সভায় স্বামীর রহস্যজনক মৃত্যুর দায় চাপানো হয় মৃতের স্ত্রীর উপর । সেই সভায় মাতব্বরদের নিদানে তার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গ্রামে ঘোরানো হয় । পরে পুলিশ গিয়ে গৃহবধূকে উদ্ধার করে ৷