ETV Bharat / state

কন্যাসন্তান হওয়ায় যুবতিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ - গৃহবধূ খুন

কন্যাসন্তান হওয়ায় খুন হতে হল এক যুবতিকে ৷ এমনই অভিযোগ উঠেছে সুতি থানার ধরমপুর গ্রামে। ঘটনায় অভিযুক্তরা পলাতক ৷

Housewife murder for girl child,accused husband and in laws
কন্যা সন্তান হওয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুন
author img

By

Published : Mar 9, 2020, 4:02 PM IST

সুতি, 9 মার্চ : কন্যাসন্তান হওয়ায় এক যুবতিকে বছর তিনেকের মেয়ের সামনে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে । মৃতার নাম রাণু প্রামাণিক(২১) । সুতি থানার ধরমপুর গ্রামের ঘটনা । ঘটনায় স্বামী সুভাষ প্রামাণিক সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে । অভিযুক্তরা পলাতক ।

বছর পাঁচেক আগে সুভাষের সঙ্গে বিয়ে হয় রাণুর । বিয়ের ২ বছর পর জন্ম হয় এক কন্যাসন্তানের ৷ অভিযোগ, তারপর থেকেই শুরু হয়ে যায় শারীরিক ও মানসিক নির্যাতন। মৃতের পরিবারের দাবি, শুধুমাত্র কন্যাসন্তানের জন্ম দেওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করত । তার জেরেই গলায় ওড়নার ফাঁস দিয়ে তাঁকে খুন করা হয়েছে।

কন্যা সন্তান হওয়ায় গৃহবধূকে মেয়ের সামনে শ্বাসরোধ করে খুন

মা-কে শ্বাসরোধ করে মারার সময় ঘটনার সাক্ষী ছিল বছর তিনেকের মেয়ে । সুতি থানার লিখিত অভিযোগ জানানো হয়েছে মৃতার পরিবারের তরফে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে ।

সুতি, 9 মার্চ : কন্যাসন্তান হওয়ায় এক যুবতিকে বছর তিনেকের মেয়ের সামনে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে । মৃতার নাম রাণু প্রামাণিক(২১) । সুতি থানার ধরমপুর গ্রামের ঘটনা । ঘটনায় স্বামী সুভাষ প্রামাণিক সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে । অভিযুক্তরা পলাতক ।

বছর পাঁচেক আগে সুভাষের সঙ্গে বিয়ে হয় রাণুর । বিয়ের ২ বছর পর জন্ম হয় এক কন্যাসন্তানের ৷ অভিযোগ, তারপর থেকেই শুরু হয়ে যায় শারীরিক ও মানসিক নির্যাতন। মৃতের পরিবারের দাবি, শুধুমাত্র কন্যাসন্তানের জন্ম দেওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করত । তার জেরেই গলায় ওড়নার ফাঁস দিয়ে তাঁকে খুন করা হয়েছে।

কন্যা সন্তান হওয়ায় গৃহবধূকে মেয়ের সামনে শ্বাসরোধ করে খুন

মা-কে শ্বাসরোধ করে মারার সময় ঘটনার সাক্ষী ছিল বছর তিনেকের মেয়ে । সুতি থানার লিখিত অভিযোগ জানানো হয়েছে মৃতার পরিবারের তরফে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.