ETV Bharat / state

সুতিতে মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার 7 - trap

সুতি থানার বাগশিরাপাড়া এলাকার মধুচক্রের আসর থেকে পাঁচ মহিলাসহ সাতজনকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ।

ধৃত মহিলারা
author img

By

Published : Apr 17, 2019, 10:42 PM IST

সুতি, 17 এপ্রিল : বাড়িতে অবাধে বসত মধুচক্রের আসর। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। ঘটনাটি সুতি থানার বাগশিরাপাড়া এলাকার। গোপন ডেরায় হানা দিয়ে পাঁচ মহিলা সহ সাত জনকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। ধৃতদের নাম রিনা বিবি, ফুলেরা বিবি, নুরজাহান বিবি, রেহেনা বিবি, রাখি বেরা, নন্দ দুলাল ঘোষ ও ওয়াসিম আক্রম। ধৃতদের আজ জঙ্গিপুর মহুকুমা আদালতে তোলা হয়। কিন্তু বাড়ির মালিক সাহেব শেখ পলাতক।

পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন থেকেই সুতির বাগশিরাপাড়া এলাকায় সাহেব শেখের বাড়িতে মধুচক্রের আসর বসত। বিভিন্ন এলাকার মহিলা ও পুরুষরা হোটেলের মতো সেই বাড়িটিকে ব্যবহার করত। গোপনে সেই খবর জানতে পারে সুতি থানার পুলিশ। খবর পেয়েই আচমকা বাড়িটিতে হানা দিতেই সামনে আসে মধুচক্রের আসর। ঘটনায় পলাতক বাড়িমালিক সাহেব শেখের সন্ধানে নেমেছে সুতি থানার পুলিশ।

গ্রামের ভিতরে প্রকাশ্যে একটি বাড়িতে এইভাবে মধুচক্রের ঘটনাকে বিশ্বাসই করতে পারছিলেন না প্রশাসনিক কর্তা সহ স্থানীয় মানুষজন।

সুতি, 17 এপ্রিল : বাড়িতে অবাধে বসত মধুচক্রের আসর। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। ঘটনাটি সুতি থানার বাগশিরাপাড়া এলাকার। গোপন ডেরায় হানা দিয়ে পাঁচ মহিলা সহ সাত জনকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। ধৃতদের নাম রিনা বিবি, ফুলেরা বিবি, নুরজাহান বিবি, রেহেনা বিবি, রাখি বেরা, নন্দ দুলাল ঘোষ ও ওয়াসিম আক্রম। ধৃতদের আজ জঙ্গিপুর মহুকুমা আদালতে তোলা হয়। কিন্তু বাড়ির মালিক সাহেব শেখ পলাতক।

পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন থেকেই সুতির বাগশিরাপাড়া এলাকায় সাহেব শেখের বাড়িতে মধুচক্রের আসর বসত। বিভিন্ন এলাকার মহিলা ও পুরুষরা হোটেলের মতো সেই বাড়িটিকে ব্যবহার করত। গোপনে সেই খবর জানতে পারে সুতি থানার পুলিশ। খবর পেয়েই আচমকা বাড়িটিতে হানা দিতেই সামনে আসে মধুচক্রের আসর। ঘটনায় পলাতক বাড়িমালিক সাহেব শেখের সন্ধানে নেমেছে সুতি থানার পুলিশ।

গ্রামের ভিতরে প্রকাশ্যে একটি বাড়িতে এইভাবে মধুচক্রের ঘটনাকে বিশ্বাসই করতে পারছিলেন না প্রশাসনিক কর্তা সহ স্থানীয় মানুষজন।

Intro:কান্দি- ফের কান্দিতে অধীর চৌধুরীর ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কান্দির মোহনবাগান মাঠে অধীরকে বিজেপি দোসর বলে আখ্যা দেন । তিনি বলেন , যে নিজের পরিবারকে দেখে না সে করবে দেশের সেবা, মুর্শিদাবাদের সেবা, জনগণের সেবা । অপূর্ব কান্দিতে অসুর বধ করবে। একইসঙ্গে এদিন আর একবার বহরমপুর ও জঙ্গিপুর লোকসভায় আরএসএসের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী ।


Body:বুধবার দুপুরে কাদির মোহনবাগান মাঠে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার সভা ছিল । কান্দি অপূর্ব সরকারের খাস তালুক । আর সেখান থেকেই এদিন তিনি অধীরের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। আক্রমণ করেন অধীর চৌধুরীর ব্যক্তিগত জীবন নিয়ে ।মুখ্যমন্ত্রী বলেন, এত বছর আছেন কি করেছেন আপনাদের এমপি । সারাদিন টিএমসির বিরুদ্ধে নালিশ করে বালিশ পায়। বিজেপিকে টিএমসিপির বিরুদ্ধে নালিশ করে পালিশ পায়। জিজ্ঞেস করুন কমরেডকে কংগ্রেস সিপিএম বিজেপি একসঙ্গে চলে কিনা । আরএসএস উনার হয়ে কাজ করে । জঙ্গিপুরে কাজ করছে । এই আর এস এস কে আমি সমর্থন করি না । এক সময় খাঁকি জামা হাফপ্যান্ট পড়তো আরএসএস এখন তারা ভোগের ইজারদার হয়ে গিয়েছে। ক্ষমতার মাধুর্যে বড় ভোগীতে পরিণত হয়েছে । আপনাদের এমপি সারদা নারদা করে চিৎকার করে বেড়ায় । সারদা হয়েছিল 1980 সালে তখন ক্ষমতায় সিপিএম । বিজেপির সঙ্গে ভাব ছিল তাই সিপিএম কংগ্রেসের কেউ অ্যারেস্ট হয়নি । আরো বলেন, মিথ্যা কথা অপপ্রচার করে বেড়ায় । মুর্শিদাবাদের মানুষ তোমাকে এত ভয় পাই খুন হলেও মুখে কিছু বলতে পারে না । বউ ভয়ে কথা বলতে পেরেছিল ?এফিডেভিট ও নাম দেয়নি । এটা তথ্য গোপন ও হতে পারে । যারা পরিবারকে দেখে না তারা করবে দেশের সেবা । এখন উনি দিল্লি আর বৈদিক ভিলেজ এ থাকেন । টি এম সি সাচ্চা ভাবে রাজনীতি করে । ওদের কাছে সার্টিফিকেট নিতে হবে না


Conclusion:বেলা দুটো দশে কাদির সভা শেষ করে তিনি জঙ্গিপুর অপর একটি সভার উদ্দেশ্য উড়ে যান ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.