ETV Bharat / state

বাংলাদেশ থেকে পাচার, মুর্শিদাবাদে বাজেয়াপ্ত দেড় লাখ টাকার ইলিশ

author img

By

Published : Aug 31, 2020, 10:30 PM IST

বাজেয়াপ্ত ইলিশগুলির সবগুলিই প্রায় এক কেজি থেকে দেড় কেজি ওজনের । বাজারমূল্য দেড় লাখ টাকা ।

Hilsa
ইলিশ

মুর্শিদাবাদ, 31 অগাস্ট : ফের বাংলাদেশ থেকে পাচারের আগে দেড় কুইন্টাল ইলিশ বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । আজ বহরমপুর সেক্টরের 117 নম্বর ব্যাটালিয়ন বামনাবাদ BOP (বর্ডার আউট পোস্ট) এলাকা থেকে ইলিশগুলি বাজেয়াপ্ত করা হয় । এদিকে, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ধরে ফেলতে পারে এমন আন্দাজ করে তড়িঘড়ি নদীতে ঝাঁপ দিয়ে পালায় পাচারকারীরা ।

সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের কথা অনুযায়ী, কাটা পাটের বান্ডিলের ভিতরে লুকিয়ে পদ্মায় ভাসিয়ে ইলিশগুলি পাচার করা হচ্ছিল । পদ্মায় পাটের বান্ডিল ভাসতে দেখে সন্দেহ হয় জওয়ানদের । স্পিড বোট নিয়ে ধাওয়া করেন তাঁরা । জওয়ানদের গতিবিধি নজের আসতে আগেই নদীতে সাঁতরে পালায় পাচারকারীরা । পাটের বান্ডিলগুলি উদ্ধার করা হয় । যা থেকে 140 কেজি পদ্মার ইলিশ মিলেছে । বাজেয়াপ্ত ইলিশগুলির সবগুলিই প্রায় এক কেজি থেকে দেড় কেজি ওজনের । বাজারমূল্য দেড় লাখ টাকা ।

এক সপ্তাহ আগে 23 অগাস্ট জলঙ্গি থানা এলাকা থেকেও 6 কুইন্টাল ইলিশ বাজেয়াপ্ত করেছিল এই 117 নম্বর ব্যাটেলিয়নের সদস্যরা ।

মুর্শিদাবাদ, 31 অগাস্ট : ফের বাংলাদেশ থেকে পাচারের আগে দেড় কুইন্টাল ইলিশ বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । আজ বহরমপুর সেক্টরের 117 নম্বর ব্যাটালিয়ন বামনাবাদ BOP (বর্ডার আউট পোস্ট) এলাকা থেকে ইলিশগুলি বাজেয়াপ্ত করা হয় । এদিকে, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ধরে ফেলতে পারে এমন আন্দাজ করে তড়িঘড়ি নদীতে ঝাঁপ দিয়ে পালায় পাচারকারীরা ।

সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের কথা অনুযায়ী, কাটা পাটের বান্ডিলের ভিতরে লুকিয়ে পদ্মায় ভাসিয়ে ইলিশগুলি পাচার করা হচ্ছিল । পদ্মায় পাটের বান্ডিল ভাসতে দেখে সন্দেহ হয় জওয়ানদের । স্পিড বোট নিয়ে ধাওয়া করেন তাঁরা । জওয়ানদের গতিবিধি নজের আসতে আগেই নদীতে সাঁতরে পালায় পাচারকারীরা । পাটের বান্ডিলগুলি উদ্ধার করা হয় । যা থেকে 140 কেজি পদ্মার ইলিশ মিলেছে । বাজেয়াপ্ত ইলিশগুলির সবগুলিই প্রায় এক কেজি থেকে দেড় কেজি ওজনের । বাজারমূল্য দেড় লাখ টাকা ।

এক সপ্তাহ আগে 23 অগাস্ট জলঙ্গি থানা এলাকা থেকেও 6 কুইন্টাল ইলিশ বাজেয়াপ্ত করেছিল এই 117 নম্বর ব্যাটেলিয়নের সদস্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.