ETV Bharat / state

লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর - berhampur

কংগ্রেসের লোকসভার নেতা হলেন অধীররঞ্জন চৌধুরি ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 18, 2019, 2:47 PM IST

Updated : Jun 18, 2019, 3:51 PM IST


দিল্লি, 18 জুন : কংগ্রেসের লোকসভার নেতা হলেন অধীররঞ্জন চৌধুরি । বহরমপুরের এই সাংসদকে লোকসভার নেতা হিসেবে সবুজ সংকেত দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি । বহরমপুরকে নজরে রেখেছিল তৃণমূল । কিন্তু সেই অবস্থাতেও বহরমপুরের সিটটি নিজের দখলেই রেখেছেন অধীর ।

যদিও, অধীর চৌধুরি পাচ্ছেন না বিরোধী দলনেতার মর্যাদা । কংগ্রেসেরই বিরোধী দলের মর্যাদা নেই । কারণ লোকসভায় ন্যূনতম 10 শতাংশ আসন না পেলে বিরোধী দলের মর্যাদা পাওয়া যায় না । এবারের ভোটে কংগ্রেস এই 10 শতাংশ আসনও পায়নি ।


দিল্লি, 18 জুন : কংগ্রেসের লোকসভার নেতা হলেন অধীররঞ্জন চৌধুরি । বহরমপুরের এই সাংসদকে লোকসভার নেতা হিসেবে সবুজ সংকেত দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি । বহরমপুরকে নজরে রেখেছিল তৃণমূল । কিন্তু সেই অবস্থাতেও বহরমপুরের সিটটি নিজের দখলেই রেখেছেন অধীর ।

যদিও, অধীর চৌধুরি পাচ্ছেন না বিরোধী দলনেতার মর্যাদা । কংগ্রেসেরই বিরোধী দলের মর্যাদা নেই । কারণ লোকসভায় ন্যূনতম 10 শতাংশ আসন না পেলে বিরোধী দলের মর্যাদা পাওয়া যায় না । এবারের ভোটে কংগ্রেস এই 10 শতাংশ আসনও পায়নি ।


New Delhi, Jun 18 (ANI): Bharatiya Janata Party (BJP) MP from Mathura, Hema Malini and MP from Gurdaspur Sunny Deol arrived at the Parliament on Tuesday. Meanwhile, BJP MPs Hans Raj Hans and Ravi Kishan arrived at the Parliament too. Also, BJP National Working President JP Nadda reached at Parliament. Lok Sabha will elect its Speaker on Day 2 of Budget Session today
Last Updated : Jun 18, 2019, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.