ETV Bharat / state

দৌলতাবাদে গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ীসহ 2 - Gold merchant shot

দুস্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে জখম এক স্বর্ণ ব্যবসায়ী সহ দুই । ছিনতায়ের উদ্দেশে ওই ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা ৷ দৌলতাবাদ থানার বালিরঘাট এলাকার ঘটনা । মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে জখম ব্যবসায়ীকে ৷

p
ছবি
author img

By

Published : Jan 20, 2020, 2:06 PM IST

দৌলতাবাদ, 20 জানুয়ারি : দুষ্কৃতীদের গুলিতে জখম এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ভাইপো । ছিনতায়ের উদ্দেশে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ৷ ঘটনাটি দৌলতাবাদ থানার বালিরঘাট এলাকার । তাঁদেরকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছেন ৷

বহরমপুরের খাগড়ার বাসিন্দা উৎপল সেন (44) ৷ তাঁর সোনার দোকান রয়েছে দৌলতাবাদে । রবিবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভাইপো সৌরভ সেনকে (32) নিয়ে মোটরবাইকে বহরমপুর ফিরছিলেন তাঁরা । ফেরার পথে বালিরঘাট পালপাড়ায় তিনজন দুষ্কৃতী পিস্তল দেখিয়ে তাঁদের থামতে বলে । বিপদের আশঙ্কা অনুভব করে উৎপলবাবু গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন । তখনই মুখঢাকা তিনজন দুষ্কৃতীর মধ্যে একজন গুলি চালায় । দুষ্কৃতীরদের ছোড়া গুলি গিয়ে লাগে বাইকের পিছনে বসে থাকা সৌরভ সেনের পেটে । তিনি বাইক থেকে পড়ে গেলে চালকও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ।

গুলির শব্দ শুনে স্থানীয়রা আসতেই দুষ্কৃতীরা চম্পট দেয় । স্থানীয়রা জখম দু'জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যায় । সেখানেই চিকিৎসা চলছে সৌরভ সেনের । প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে উৎপলবাবুকে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দৌলতাবাদ, 20 জানুয়ারি : দুষ্কৃতীদের গুলিতে জখম এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ভাইপো । ছিনতায়ের উদ্দেশে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ৷ ঘটনাটি দৌলতাবাদ থানার বালিরঘাট এলাকার । তাঁদেরকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছেন ৷

বহরমপুরের খাগড়ার বাসিন্দা উৎপল সেন (44) ৷ তাঁর সোনার দোকান রয়েছে দৌলতাবাদে । রবিবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভাইপো সৌরভ সেনকে (32) নিয়ে মোটরবাইকে বহরমপুর ফিরছিলেন তাঁরা । ফেরার পথে বালিরঘাট পালপাড়ায় তিনজন দুষ্কৃতী পিস্তল দেখিয়ে তাঁদের থামতে বলে । বিপদের আশঙ্কা অনুভব করে উৎপলবাবু গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন । তখনই মুখঢাকা তিনজন দুষ্কৃতীর মধ্যে একজন গুলি চালায় । দুষ্কৃতীরদের ছোড়া গুলি গিয়ে লাগে বাইকের পিছনে বসে থাকা সৌরভ সেনের পেটে । তিনি বাইক থেকে পড়ে গেলে চালকও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ।

গুলির শব্দ শুনে স্থানীয়রা আসতেই দুষ্কৃতীরা চম্পট দেয় । স্থানীয়রা জখম দু'জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যায় । সেখানেই চিকিৎসা চলছে সৌরভ সেনের । প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে উৎপলবাবুকে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Intro:দৈলতাবাদে গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী। এলাকায় ব্যাপিক চাঞ্চল্য। Body:বহরমপুর - দুস্কৃতীদের গুলিতে গুরুতর জখম এক স্বর্ণ ব্যবসায়ী। ঘটনায় জখম আরও এক। ছিনতায়ের উদ্দেশ্যে সোনা ব্যবসায়ীকে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দৌলতাবাদ থানার বালিরঘাট এলাকায়। জখম স্বর্ণ ব্যবসায়ী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বালিরঘাট পালপাড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বহরমপুরের খাগড়ার বাসিন্দা উৎপল সেনের একটি সোনার দোকান রয়েছে দৌলতাবাদ। রবিবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভাইপো সৌরভ সেনকে নিয়ে মটর বাইকে বহরমপুর ফিরছিলেন। ফেরার পথে বালিরঘাট পালপাড়ায় তিনজন দুস্কৃতী পিস্তল দেখিয়ে থামতে বলে। বিপদের আশঙ্কা করে গাড়ির চালক উৎপল সেন গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন। তখনই মুখঢাকা তিনজন দুষ্কৃতীর একজন গুলি চালায়। দুষ্কৃতীরা ছোঁড়া গুলি গিয়ে লাগে বাইকের পিছনে বসে থাকা সৌরভ সেনের পেটে। তিনি বাইক থেকে পড়ে গেলে চালক নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যান। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসতেই দুস্কৃতীরা মটর বাইকে চেপে চম্পট দেয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলছে সৌরভ সেনের। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে উৎপলবাবুকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।Conclusion:ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.