নিমতিতা, 19 ফেব্রুয়ারি : নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের উপর বোমাবাজির তদন্ত শুরু করল ফরেন্সিক দল । এদিন পাঁচ সদস্যের ফরেন্সিক টিম সকাল দশটা নাগাদ স্টেশনে এসে পোঁছয় । প্লাটফর্ম ও রেল লাইন থেকে নমূনা সংগ্রহ করেন তদন্তকারী দলের অফিসাররা ।
বুধবার রাতে নিমতিতা স্টেশনের 2 নম্বর প্লাটফর্মে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন যাওয়ার সময় বিস্ফোরণ হয় ৷ জাকির হোসেন সহ 27 জন জখম হন । তখনই অনুমান করা হয়েছিল রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে । তবে প্রাথমিক তদন্তে টাইমার ডিভাইস থেকেও বিস্ফোরণ ঘটানো হতে পারে বলেও অনুমান করছেন তদন্তকারী অফিসাররা ৷
গতকাল সিআইডির একটি প্রতিনিধি দল একদফা তদন্ত করে গিয়েছে । আজ সেন্ট্রাল ফরেন্সিক টিম তদন্ত শুরু করে । কী বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল ? তার পরিমাণ কত ছিল ? রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে না টাইমার ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা । বিস্ফোরণ স্থল এখনও ঘিরে রাখা হয়েছে । রক্তের দাগ এখনও স্পষ্ট ।