ETV Bharat / state

Panchayat Elections 2023: বাম-তৃণমূল মিছিলে চলল গুলি, আহত 6 শাসকদলের কর্মী

রাত পোহালেই ডোমকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে ৷ তার আগেই বাম ও তৃণমূলের মিছিল চলাকালীন চলল গুলি ৷ যার জেরে আহত 6 তৃণমূল কর্মী ৷

Etv Bharat
আহত তৃণমূল কর্মী
author img

By

Published : Jun 26, 2023, 10:01 PM IST

আহত তৃণমূল কর্মীর বক্তব্য

ডোমকল, 26 জুন: সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ডোমকল । দু'পক্ষের মধ্যেই চলল বোমা গুলির লড়াই । গুলিবিদ্ধ 6 তৃণমূল কর্মী । সোমবার সন্ধ্যেয় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল জোতকানাই এলাকার তুলসীপুর এলাকায় ।

জানা গিয়েছে, জোতকানা এলাকায় চলছিল সিপিআইএমের নির্বাচনী প্রচার । তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, বামেদের মিছিল চলাকালীন তারা এক মহিলা তৃণমূল কর্মীকে ধাক্কা মারে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে । তার জেরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ । শুরু হয় মারামারি ৷ চলে গুলি ।

মিলটন সেখ নামক এক তৃণমূল কর্মী বলেন, "বামফ্রন্টের মিছিল চলছিল । সেই সময় হঠাৎ করে তারা তৃণমূল সমর্থকদের উপর চড়াও হয় । চালাতে শুরু করে গুলি ৷ অনেকে আমরা ছুটে পালালেও তারা ঘরের দিকে তাক করে গুলি চালায়, ইট ছোড়ে । ঘরের জানালা ভেঙে দেওয়া হয় অভিযোগ । তাদের চালানো গুলিতে আহত হয় তৃণমূলের প্রায় ছয়জন । অন্যান্য তৃণমূল কর্মীরা আহতদের ডোমকল হাসপাতালে নিয়ে যায় । সকলেই এই মুহূর্তে চিকিৎসাধীন । তৃণমূলের 6 জনের গুলি লাগে বলে জানা যায় ।

আরও পড়ুন : রানিনগরে তৃণমূল কর্মীদের উপর হামলায় জখম পাঁচ, কাঠগড়ায় কংগ্রেস ও সিপিএম

মঙ্গলবার ডোমকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে । এমনিতেই ডোমকল মহকুমা উত্তপ্ত হয়ে রয়েছে মনোনয়ন জমা দেওয়ার সময় থেকেই । কোনওভাবেই সেখানে অশান্তি থামছে না । এদিকে ডোমকলে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে । শুরু হয়ে গিয়েছে রুটমার্চও । এত কঠোর নিরাপত্তার পরও অশান্তময় ডোমকল ।

প্রসঙ্গত, এর আগে শনিবার রাতে ডোমকলের রানিনগরে রাত সাড়ে 10টা নাগাদ তৃণমূলের নির্বাচনী সভা ও প্রচার চলাকালীন সিপিএমের এক নেতার নেতৃত্বে গুণ্ডাবাহিনীরা তাঁদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ ৷ সেখানেও বোমাবাজিতে আহত হন 5 তৃণমূল কর্মী ৷ রক্তাক্ত অবস্থায় তাদের ডোমকল হাসপাতালে ভর্তি করা হয় ৷

আহত তৃণমূল কর্মীর বক্তব্য

ডোমকল, 26 জুন: সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ডোমকল । দু'পক্ষের মধ্যেই চলল বোমা গুলির লড়াই । গুলিবিদ্ধ 6 তৃণমূল কর্মী । সোমবার সন্ধ্যেয় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল জোতকানাই এলাকার তুলসীপুর এলাকায় ।

জানা গিয়েছে, জোতকানা এলাকায় চলছিল সিপিআইএমের নির্বাচনী প্রচার । তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, বামেদের মিছিল চলাকালীন তারা এক মহিলা তৃণমূল কর্মীকে ধাক্কা মারে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে । তার জেরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ । শুরু হয় মারামারি ৷ চলে গুলি ।

মিলটন সেখ নামক এক তৃণমূল কর্মী বলেন, "বামফ্রন্টের মিছিল চলছিল । সেই সময় হঠাৎ করে তারা তৃণমূল সমর্থকদের উপর চড়াও হয় । চালাতে শুরু করে গুলি ৷ অনেকে আমরা ছুটে পালালেও তারা ঘরের দিকে তাক করে গুলি চালায়, ইট ছোড়ে । ঘরের জানালা ভেঙে দেওয়া হয় অভিযোগ । তাদের চালানো গুলিতে আহত হয় তৃণমূলের প্রায় ছয়জন । অন্যান্য তৃণমূল কর্মীরা আহতদের ডোমকল হাসপাতালে নিয়ে যায় । সকলেই এই মুহূর্তে চিকিৎসাধীন । তৃণমূলের 6 জনের গুলি লাগে বলে জানা যায় ।

আরও পড়ুন : রানিনগরে তৃণমূল কর্মীদের উপর হামলায় জখম পাঁচ, কাঠগড়ায় কংগ্রেস ও সিপিএম

মঙ্গলবার ডোমকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে । এমনিতেই ডোমকল মহকুমা উত্তপ্ত হয়ে রয়েছে মনোনয়ন জমা দেওয়ার সময় থেকেই । কোনওভাবেই সেখানে অশান্তি থামছে না । এদিকে ডোমকলে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে । শুরু হয়ে গিয়েছে রুটমার্চও । এত কঠোর নিরাপত্তার পরও অশান্তময় ডোমকল ।

প্রসঙ্গত, এর আগে শনিবার রাতে ডোমকলের রানিনগরে রাত সাড়ে 10টা নাগাদ তৃণমূলের নির্বাচনী সভা ও প্রচার চলাকালীন সিপিএমের এক নেতার নেতৃত্বে গুণ্ডাবাহিনীরা তাঁদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ ৷ সেখানেও বোমাবাজিতে আহত হন 5 তৃণমূল কর্মী ৷ রক্তাক্ত অবস্থায় তাদের ডোমকল হাসপাতালে ভর্তি করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.