বহরমপুর, 1 জুন : বহরমপুরের রানিবাগান এলাকার বহুতলে আগুন ৷ দোতলায় প্রথমে আগুন লাগে ৷ তারপর সেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে ৷ প্রায় দুই ঘণ্টা ধরে দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ শটসার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান দমকল কর্মীদের ৷
আজ বেলা 12 টা 30 নাগাদ ওই বহুতলের প্রথমে দোতলার একটি ঘরে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা ৷ তারপর আসতে আসতে সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে ৷ কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকায় ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ প্রায় 15 মিনিট পর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় ৷ তারপর আরও তিনটি ইঞ্জিন আসে ৷ সব মিলে দমকলের মোট পাঁচটি ইঞ্জিনের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷
দমকল কর্মীদের অনুমান শটসার্কিট থেকে আগুন লাগে ৷ এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে দমকল ৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি ৷