ETV Bharat / state

কীভাবে বাইচ করে নিরঞ্জনের অনুমতি মিলল ? বেলডাঙায় নৌকাডুবির ঘটনায় কাঠগড়ায় প্রশাসন - নৌকাডুবি

পুলিশের তরফে জানানো হয়েছে , ঐতিহ্যবজায় রাখতেই হাজরা পরিবারকে বাইচ করে নিরঞ্জনের মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল । কিন্তু আদালতের রায় অমান্য করে নিরঞ্জনের অনুমতি দেওয়ায় প্রশাসককেই কাঠগড়ায় তোলা হয়েছে ।

Beldanga
বেলডাঙায় নৌকাডুবি , প্রশাসনের গাফিলতির দিকে উঠছে আঙুল
author img

By

Published : Oct 27, 2020, 1:53 PM IST

Updated : Oct 27, 2020, 2:22 PM IST

বেলডাঙা , 27 অক্টোবর : বেলডাঙায় নৌকাডুবির ঘটনায় আঙুল উঠছে প্রশাসনের গাফিলতির দিকে । হাইকোর্টের নির্দেশ থাকার পরও হাজরা পরিবার কীভাবে বাইচ করে নিরঞ্জনের অনুমতি পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে । পাশাপাশি স্থানীয়দের দাবি, নিরঞ্জনে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনও ব্যবস্থাই রাখা হয়নি । একইসঙ্গে দেহ উদ্ধারকাজে প্রশাসনের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ উঠেছে ।

দশমীর দিন বেলডাঙার হাজরা পরিবারের প্রতিমা নিরঞ্জনের নৌকা উলটে মৃত্যু হয় পাঁচজনের । দু'টি নৌকার বাইচ করে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছিল । দু'টি নৌকায় কমপক্ষে 70 থেকে 80 জন উঠেছিলেন । নৌকায় অতিরিক্ত লোক ওঠার কারণে দুর্ঘটনা ঘটে বলে দাবি অনেকের । তাছাড়া , ঘাটে পুলিশি ব্যবস্থারও খামতি ছিল । এমনকী, নৌকায় লাইফ জ্যাকেটও ছিল না । অন্যদিকে, পরিবারের অনেকে মদ্যপ অবস্থায় নৌকায় উঠেছিল বলে অভিযোগ উঠেছে ।

বেলডাঙায় নৌকাডুবির ঘটনায় কাঠগড়ায় প্রশাসন

পুলিশের তরফে জানানো হয়েছে, ঐতিহ্য বজায় রাখতেই হাজরা পরিবারকে বাইচ করে নিরঞ্জনের মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল । কিন্তু আদালতের রায় অমান্য করে নিরঞ্জনের অনুমতি দেওয়ায় প্রশাসককেই কাঠগড়ায় তোলা হয়েছে ।

বেলডাঙা , 27 অক্টোবর : বেলডাঙায় নৌকাডুবির ঘটনায় আঙুল উঠছে প্রশাসনের গাফিলতির দিকে । হাইকোর্টের নির্দেশ থাকার পরও হাজরা পরিবার কীভাবে বাইচ করে নিরঞ্জনের অনুমতি পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে । পাশাপাশি স্থানীয়দের দাবি, নিরঞ্জনে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনও ব্যবস্থাই রাখা হয়নি । একইসঙ্গে দেহ উদ্ধারকাজে প্রশাসনের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ উঠেছে ।

দশমীর দিন বেলডাঙার হাজরা পরিবারের প্রতিমা নিরঞ্জনের নৌকা উলটে মৃত্যু হয় পাঁচজনের । দু'টি নৌকার বাইচ করে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছিল । দু'টি নৌকায় কমপক্ষে 70 থেকে 80 জন উঠেছিলেন । নৌকায় অতিরিক্ত লোক ওঠার কারণে দুর্ঘটনা ঘটে বলে দাবি অনেকের । তাছাড়া , ঘাটে পুলিশি ব্যবস্থারও খামতি ছিল । এমনকী, নৌকায় লাইফ জ্যাকেটও ছিল না । অন্যদিকে, পরিবারের অনেকে মদ্যপ অবস্থায় নৌকায় উঠেছিল বলে অভিযোগ উঠেছে ।

বেলডাঙায় নৌকাডুবির ঘটনায় কাঠগড়ায় প্রশাসন

পুলিশের তরফে জানানো হয়েছে, ঐতিহ্য বজায় রাখতেই হাজরা পরিবারকে বাইচ করে নিরঞ্জনের মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল । কিন্তু আদালতের রায় অমান্য করে নিরঞ্জনের অনুমতি দেওয়ায় প্রশাসককেই কাঠগড়ায় তোলা হয়েছে ।

Last Updated : Oct 27, 2020, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.