ETV Bharat / state

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার প্রচুর কাফ সিরাপ - Jalangi

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার 590 বোতল কাফ সিরাপ । পাচারকারীরা পলাতক ।

fencidil-recover
ভারত-বাংলাদেশ সীমান্ত
author img

By

Published : Mar 15, 2020, 2:09 PM IST

Updated : Mar 15, 2020, 7:00 PM IST

জলঙ্গি, 15 মার্চ : পাচারের আগেই উদ্ধার দু'বস্তা কাফ সিরাপের বোতল । শনিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের বামনাবাদ BOP থেকে বাজেয়াপ্ত করা হয় নিষিদ্ধ কাফ সিরাপ । পাচারকারীরা পলাতক ।

গতকাল রাতে ভারত থেকে বাংলাদেশে প্রচুর কাফ সিরাপ পাচার করছিল । দু'জন ওই বোতলগুলি নিয়ে যাচ্ছিল । BSF-র 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের চোখে পড়ে । তাদের তাড়া করলে বোতলগুলি ফেলে চম্পট দেয় ।

মোট 590 টি বোতল উদ্ধার হয় । তা জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে । গোপন সূত্রে খবর পেয়ে জওয়ানরা সীমান্ত এলাকায় নজর রাখছিলেন ।

দু'দিন আগেই, বামনাবাদ থেকে উদ্ধার হয়েছিল 111 বোতল কাফ সিরাপ সহ আড়াই কেজি গাঁজা । বাবন দাস নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছিল ।

জলঙ্গি, 15 মার্চ : পাচারের আগেই উদ্ধার দু'বস্তা কাফ সিরাপের বোতল । শনিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের বামনাবাদ BOP থেকে বাজেয়াপ্ত করা হয় নিষিদ্ধ কাফ সিরাপ । পাচারকারীরা পলাতক ।

গতকাল রাতে ভারত থেকে বাংলাদেশে প্রচুর কাফ সিরাপ পাচার করছিল । দু'জন ওই বোতলগুলি নিয়ে যাচ্ছিল । BSF-র 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের চোখে পড়ে । তাদের তাড়া করলে বোতলগুলি ফেলে চম্পট দেয় ।

মোট 590 টি বোতল উদ্ধার হয় । তা জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে । গোপন সূত্রে খবর পেয়ে জওয়ানরা সীমান্ত এলাকায় নজর রাখছিলেন ।

দু'দিন আগেই, বামনাবাদ থেকে উদ্ধার হয়েছিল 111 বোতল কাফ সিরাপ সহ আড়াই কেজি গাঁজা । বাবন দাস নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছিল ।

Last Updated : Mar 15, 2020, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.