হরিহরপাড়া, 1 জুলাই: পঞ্চায়েত ভোটে সম্মুখ সমরে বাবা ও ছেলে । তৃণমূলের প্রতীকে লড়ছেন বাবা । আর নির্দল প্রতীকে বাবার বিরুদ্ধে লড়ছেন একমাত্র ছেলে । পাশাপাশি পরিবারের আরেক নিকট আত্মীয় সিপিএম প্রতীকে দাঁড়িয়েছেন । ফলে ভোটের লড়াই জমে উঠেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া পঞ্চায়েতের দস্তুরপাড়া 17 নম্বর সংসদে ৷ ফলে সেখানে কে টেক্কা দেবেন, সেই আলোচনায় মশগুল স্থানীয় মানুষ ৷
হরিহরপাড়া পঞ্চায়েতের 17 নম্বর সংসদ 99 ও 100 দু’টি পার্টে ভাঙা হয়েছে । 2018 সালে 17 নম্বর সংসদ থেকে তৃণমূলের প্রতীকে জিতেছিলেন সেন্টু শেখ । এবারও দলের প্রতীকে 99 পার্টে টিকিট পেয়েছেন তিনি ৷ তাঁর ছেলে সুমন শেখও ওই আসনে প্রার্থী হয়েছে ৷ বাবার বিরুদ্ধে নির্দল প্রতীকে মনোনয়ন দাখিল করেছেন তিনি । আর একই সংসদ থেকে বাম-কংগ্রেসের জোট প্রার্থী সেন্টু শেখের শ্যালক ইয়াসিন মোল্লা ।
দস্তুরপাড়া 17 নম্বর সংসদের 99 নম্বর বুথে 708 জন ভোটার তিন ঘনিষ্ঠের ভাগ্য নির্ধারণ করবেন । সেন্টু শেখের দাবি, জয় তাঁর হাতের মুঠোয় । প্রতিদ্বন্দ্বী বলে কাউকেই ভাবছেন না । শ্যালক হলেও পরিবার ও আত্মীয়দের ভোট ইয়াসিন মোল্লার ঝুলিতে যাবে না বলেই জোরালো দাবি তুলেছেন এই বিদায়ী পঞ্চায়েত সদস্য ।
নির্দল প্রার্থী ছেলে কি ফ্যাক্টর হবেন ? সেন্টু শেখ বলেন, ‘‘ছেলে আমার সুবিধার জন্যই দাঁড়িয়েছে । ছেলের দু’জন এজেন্ট আর আমার দু’জন এজেন্ট থাকলে বুথে কারচুপি, বিরোধীরা দাদাগিরি করার সাহস পাবে না ।’’ নির্দল প্রার্থী সুমন শেখ বলেন, ‘‘আমি এই নিয়ে সাংবাদিকদের সামনে কিছু বলব না ।’’
সুমন শেখ উত্তর এড়িয়ে গেলেও এলাকার মানুষ এই বুথেই নজর রেখেছেন । স্থানীয় চায়ের দোকানে বসে এক প্রৌঢ় বলেন, ‘‘লড়াই জ্ঞাতি-গুষ্ঠি পরিবারের মধ্যে । আমারা মুখিয়ে রয়েছি ভোটের ময়দানে বাবা ও ছেলের লড়াইয়ের ফলাফলের দিকে ।’’ বাবার ভোট কেটে ছেলে প্রতিপক্ষ বাম প্রার্থীর সুবিধা করবেন কি না, সে আলোচনাও দফায় দফায় উঠছে ।
আরও পড়ুন: বুধাখালিতে বিদায়ী উপ-প্রধান তৃণমূল ছেড়ে সিপিএমের প্রার্থী