ETV Bharat / state

Blast in TMC Leader House: ছেলের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত বাবা

author img

By

Published : Apr 10, 2023, 3:37 PM IST

পুলিশ বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত নেমে গ্রেফতার করল মূল অভিযুক্তকে । রবিবার রানিনগরে মহিলা পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ৷ তাতেই অভিযোগ ওঠে শ্বশুরের বিরুদ্ধে ৷

Murshidabad bomb blast case
গ্রেফতার মূল অভিযুক্ত

বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত বাবা

রানিনগর, 10 এপ্রিল: তৃণমূলের পঞ্চায়েত প্রধান বউমার বাড়িতে বোমাবাজির অভিযোগে গ্রেফতার হলেন কংগ্রেস সমর্থক শ্বশুর । সোমবার অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । ঘটনায় জড়িত আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । অভিযোগ বাবার ছোড়া বোমায় রবিবার রাতে বিস্ফোরণে উড়ে যায় ছেলের বাড়ির টিনের চাল বলে । দু'রাউন্ড গুলি চালানোরও অভিযোগ উঠেছে । ঘটনাকে কেন্দ্র করে ওইদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রানিনগরে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিনগর থানার পুলিশ । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে এক ব্যাগ বোমা । এদিন সেগুলিকে নিস্ক্রিয় করা হয়েছে ।

বিস্ফোরণের ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত শেখ মহম্মদ জহিরুদ্দিন । সোমবার সকালে তাঁকে গ্রেফতার করে রানিনগর থানার পুলিশ । ছেলে আনিসুর রহমানের অভিযোগ, বাবাই বোমা মেরেছে তাঁর বাড়িতে । বাবা আগে তৃণমূল করতেন । এখন কংগ্রেস করেন । আর তাঁর স্ত্রী শেফালি বিবি তৃণমূলের পঞ্চায়েত প্রধান ৷ বউমাকে প্রধান হিসাবে মানতে না পেরেই এই ঘটনা ঘটিয়েছেন বাবা । জানা গিয়েছে, শেফালি বিবি রানিনগর-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান । গত রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে পঞ্চায়েত প্রধানের বাড়ি-সহ এলাকা । বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় একটি টিনের চালও । তবে ঘটনায় কেউ হতাহত হয়নি । আনিসুর রহমান বলেন, "আওয়াজ শুনে আমি বেড়িতে এসে দেখি চারিদিক ধোঁয়ার ভরতি । দু'জনকে ছুটে পালাতে দেখি । এই ঘটনা আমার বাবা ছাড়া আর কেউ ঘটায়নি ।"

স্থানীয় সূত্রে আরও জানতে পারা গিয়েছে, বাবা ও ছেলের মধ্যে রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে সম্পর্কের তিক্ততা রয়েছে । শেখ মহম্মদ জহিরুদ্দিন পঞ্চায়েত নির্বাচনে বউমা যাতে নমিনেশন না পায় তারও চক্রান্ত করছেন বলে অভিযোগ উঠেছে । পঞ্চায়েত প্রধান শেফালি বিবির অভিযোগ, "আমি যাতে ফের পঞ্চায়েত ভোটে দাঁড়াতে না পারি তার জন্য আমার বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করছে শ্বশুর ।" রানিনগর-2 ব্লক কংগ্রেস সভাপতি শাহ আলম সরকার জানান, রাতে শেফালি বিবি কাঁদতে কাঁদতে ফোনে জানান, তাঁর বাড়িতে বোমা ফেলা হয়েছে । তিনি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠান । দু'রাউন্ড গুলিও চালিয়েছে দুষ্কৃতীরা বলে তিনি দাবি করেন । তিনি বলেন, "আমি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে অভিযুক্তের গ্রেফতারের দাবি জানিয়েছি ।"

আরও পড়ুন: তৃণমূল প্রধানের বাড়িতে বিস্ফোরণ, বাবার বিরুদ্ধে অভিযোগ প্রধানের স্বামীর

বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত বাবা

রানিনগর, 10 এপ্রিল: তৃণমূলের পঞ্চায়েত প্রধান বউমার বাড়িতে বোমাবাজির অভিযোগে গ্রেফতার হলেন কংগ্রেস সমর্থক শ্বশুর । সোমবার অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । ঘটনায় জড়িত আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । অভিযোগ বাবার ছোড়া বোমায় রবিবার রাতে বিস্ফোরণে উড়ে যায় ছেলের বাড়ির টিনের চাল বলে । দু'রাউন্ড গুলি চালানোরও অভিযোগ উঠেছে । ঘটনাকে কেন্দ্র করে ওইদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রানিনগরে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিনগর থানার পুলিশ । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে এক ব্যাগ বোমা । এদিন সেগুলিকে নিস্ক্রিয় করা হয়েছে ।

বিস্ফোরণের ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত শেখ মহম্মদ জহিরুদ্দিন । সোমবার সকালে তাঁকে গ্রেফতার করে রানিনগর থানার পুলিশ । ছেলে আনিসুর রহমানের অভিযোগ, বাবাই বোমা মেরেছে তাঁর বাড়িতে । বাবা আগে তৃণমূল করতেন । এখন কংগ্রেস করেন । আর তাঁর স্ত্রী শেফালি বিবি তৃণমূলের পঞ্চায়েত প্রধান ৷ বউমাকে প্রধান হিসাবে মানতে না পেরেই এই ঘটনা ঘটিয়েছেন বাবা । জানা গিয়েছে, শেফালি বিবি রানিনগর-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান । গত রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে পঞ্চায়েত প্রধানের বাড়ি-সহ এলাকা । বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় একটি টিনের চালও । তবে ঘটনায় কেউ হতাহত হয়নি । আনিসুর রহমান বলেন, "আওয়াজ শুনে আমি বেড়িতে এসে দেখি চারিদিক ধোঁয়ার ভরতি । দু'জনকে ছুটে পালাতে দেখি । এই ঘটনা আমার বাবা ছাড়া আর কেউ ঘটায়নি ।"

স্থানীয় সূত্রে আরও জানতে পারা গিয়েছে, বাবা ও ছেলের মধ্যে রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে সম্পর্কের তিক্ততা রয়েছে । শেখ মহম্মদ জহিরুদ্দিন পঞ্চায়েত নির্বাচনে বউমা যাতে নমিনেশন না পায় তারও চক্রান্ত করছেন বলে অভিযোগ উঠেছে । পঞ্চায়েত প্রধান শেফালি বিবির অভিযোগ, "আমি যাতে ফের পঞ্চায়েত ভোটে দাঁড়াতে না পারি তার জন্য আমার বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করছে শ্বশুর ।" রানিনগর-2 ব্লক কংগ্রেস সভাপতি শাহ আলম সরকার জানান, রাতে শেফালি বিবি কাঁদতে কাঁদতে ফোনে জানান, তাঁর বাড়িতে বোমা ফেলা হয়েছে । তিনি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠান । দু'রাউন্ড গুলিও চালিয়েছে দুষ্কৃতীরা বলে তিনি দাবি করেন । তিনি বলেন, "আমি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে অভিযুক্তের গ্রেফতারের দাবি জানিয়েছি ।"

আরও পড়ুন: তৃণমূল প্রধানের বাড়িতে বিস্ফোরণ, বাবার বিরুদ্ধে অভিযোগ প্রধানের স্বামীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.