কলকাতা, 31 জুলাই : এবার আর কলকাতা নয় । জালনোট পাচারকারীরা ধরেছে অন্য পথ । মালদা থেকে জালনোট সহজেই ফরাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঝাড়খণ্ড । তারপর তা চলে যাচ্ছে দেশের অন্যত্র । নোট পাচারকারীদের এই মোডাস অপারেন্ডি সম্প্রতি কানে আসে CID-র । তারপর নজর রাখা হচ্ছিল ফরাক্কা এবং ঝাড়খণ্ড সীমান্তে । আর তাতেই এল সাফল্য । চার লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার করা হল দুই যুবককে ।
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় একের পর এক জালনোট কারবারি ধরা পড়েছে । উদ্ধার হয়েছে জালনোট । এই তৎপরতার জেরে জালনোট কারবারিরা পালটে ফেলেছে নোট পাচারের রুট । পুলিশ সূত্রে জানা গেছে, আগে মালদা থেকে সরাসরি জালনোট আনা হত কলকাতায় । তারপর এই শহরেই হত হাতবদল । দক্ষিণের তামিলনাড়ু থেকে উত্তরপ্রদেশের অপরাধীরা এই শহরে এসে নিয়ে যেত ওই জালনোট । কিন্তু, অতি সম্প্রতি কলকাতায় জালনোট হাতবদলের খবর নেই । আসলে পাচারকারীরা ধরেছে অন্যপথ । ফরাক্কা দিয়ে ঝাড়খণ্ডে দিয়ে পাচার করা হচ্ছে জালনোট ।
গতকাল নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফরাক্কা থেকে আনারুল শেখ এবং নওয়াজ শরিফ নামে দু'জনকে গ্রেপ্তার করে CID । আনারুলের বাড়ি মালদার মনডাই গ্রামে । আর নওয়াজ মালদারই কৃষ্ণপুরের বাসিন্দা । CID সূত্রে খবর, ওই দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয় চার লাখ টাকার জালনোট । ধৃতরা একটি বাইক নিয়ে ফরাক্কা এসেছিল । বাজেয়াপ্ত করা হয়েছে সেই বাইকটিও । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে ।