ETV Bharat / state

4 লাখ টাকার জালনোটসহ CID-র জালে 2 - Kolkata police

ফরাক্কা থেকে 4 লাখ টাকার জালনোটসহ দুই যুবককে গ্রেপ্তার করল CID । বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাইক ।

ধৃত দুই যুবক
author img

By

Published : Jul 31, 2019, 4:31 AM IST

কলকাতা, 31 জুলাই : এবার আর কলকাতা নয় । জালনোট পাচারকারীরা ধরেছে অন্য পথ । মালদা থেকে জালনোট সহজেই ফরাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঝাড়খণ্ড । তারপর তা চলে যাচ্ছে দেশের অন্যত্র । নোট পাচারকারীদের এই মোডাস অপারেন্ডি সম্প্রতি কানে আসে CID-র । তারপর নজর রাখা হচ্ছিল ফরাক্কা এবং ঝাড়খণ্ড সীমান্তে । আর তাতেই এল সাফল্য । চার লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার করা হল দুই যুবককে ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় একের পর এক জালনোট কারবারি ধরা পড়েছে । উদ্ধার হয়েছে জালনোট । এই তৎপরতার জেরে জালনোট কারবারিরা পালটে ফেলেছে নোট পাচারের রুট । পুলিশ সূত্রে জানা গেছে, আগে মালদা থেকে সরাসরি জালনোট আনা হত কলকাতায় । তারপর এই শহরেই হত হাতবদল । দক্ষিণের তামিলনাড়ু থেকে উত্তরপ্রদেশের অপরাধীরা এই শহরে এসে নিয়ে যেত ওই জালনোট । কিন্তু, অতি সম্প্রতি কলকাতায় জালনোট হাতবদলের খবর নেই । আসলে পাচারকারীরা ধরেছে অন্যপথ । ফরাক্কা দিয়ে ঝাড়খণ্ডে দিয়ে পাচার করা হচ্ছে জালনোট ।

গতকাল নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফরাক্কা থেকে আনারুল শেখ এবং নওয়াজ শরিফ নামে দু'জনকে গ্রেপ্তার করে CID । আনারুলের বাড়ি মালদার মনডাই গ্রামে । আর নওয়াজ মালদারই কৃষ্ণপুরের বাসিন্দা । CID সূত্রে খবর, ওই দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয় চার লাখ টাকার জালনোট । ধৃতরা একটি বাইক নিয়ে ফরাক্কা এসেছিল । বাজেয়াপ্ত করা হয়েছে সেই বাইকটিও । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে ।

কলকাতা, 31 জুলাই : এবার আর কলকাতা নয় । জালনোট পাচারকারীরা ধরেছে অন্য পথ । মালদা থেকে জালনোট সহজেই ফরাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঝাড়খণ্ড । তারপর তা চলে যাচ্ছে দেশের অন্যত্র । নোট পাচারকারীদের এই মোডাস অপারেন্ডি সম্প্রতি কানে আসে CID-র । তারপর নজর রাখা হচ্ছিল ফরাক্কা এবং ঝাড়খণ্ড সীমান্তে । আর তাতেই এল সাফল্য । চার লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার করা হল দুই যুবককে ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় একের পর এক জালনোট কারবারি ধরা পড়েছে । উদ্ধার হয়েছে জালনোট । এই তৎপরতার জেরে জালনোট কারবারিরা পালটে ফেলেছে নোট পাচারের রুট । পুলিশ সূত্রে জানা গেছে, আগে মালদা থেকে সরাসরি জালনোট আনা হত কলকাতায় । তারপর এই শহরেই হত হাতবদল । দক্ষিণের তামিলনাড়ু থেকে উত্তরপ্রদেশের অপরাধীরা এই শহরে এসে নিয়ে যেত ওই জালনোট । কিন্তু, অতি সম্প্রতি কলকাতায় জালনোট হাতবদলের খবর নেই । আসলে পাচারকারীরা ধরেছে অন্যপথ । ফরাক্কা দিয়ে ঝাড়খণ্ডে দিয়ে পাচার করা হচ্ছে জালনোট ।

গতকাল নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফরাক্কা থেকে আনারুল শেখ এবং নওয়াজ শরিফ নামে দু'জনকে গ্রেপ্তার করে CID । আনারুলের বাড়ি মালদার মনডাই গ্রামে । আর নওয়াজ মালদারই কৃষ্ণপুরের বাসিন্দা । CID সূত্রে খবর, ওই দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয় চার লাখ টাকার জালনোট । ধৃতরা একটি বাইক নিয়ে ফরাক্কা এসেছিল । বাজেয়াপ্ত করা হয়েছে সেই বাইকটিও । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে ।

Intro:কলকাতা, ৩০ জুলাই: এবার আর কলকাতা নয়। জাল নোট পাচারকারীরা ধরেছে অন্য পথ। মালদা থেকে জাল নোট সহজেই ফরাক্কা দিয়ে পাঠিয়ে দেয়া হচ্ছে ঝাড়খন্ড। তারপর তা চলে যাচ্ছে দেশের অন্যত্র। নোট পাচারকারীদের এই মোডাস অপারেন্ডি সম্প্রতি কানে আসে CID র। তারপর নজর রাখা হচ্ছিল ফরাক্কা এবং ঝাড়খন্ড সীমান্তে। আর তাতেই এল সাফল্য। চার লাখের নোট জাল নোটসহ গ্রেপ্তার করা হল দুই ব্যক্তিকে।Body:কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স সজাগ দৃষ্টি। তার জেরে একের পর এক জাল নোট কারবারিকে পাকরাও করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর জাল নোট। এই তৎপরতার জেরে জাল নোট কারবারিরা পাল্টে ফেলেছে নোট পাচারের রুট। আগের মালদা থেকে সরাসরি জালোটা না হত কলকাতায়। তারপর এই শহরেই হত হাত বদল। দক্ষিণের তামিলনাড়ু থেকে উত্তরপ্রদেশের অপরাধীরা এই শহরে এসে নিয়ে যেত ওই জাল নোট। কিন্তু অতি সম্প্রতি কলকাতায় জাল নোট হাতবদলের খবর নেই। আসলে পাচারকারীরা ধরেছে অন্যপথ। সম্প্রতি দিয়ে পাচার করা হচ্ছে জাল নোট। আজ সিআইডি নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে ফরাক্কা থেকে আনারুল শেখ এবং নওয়াজ শরিফকে গ্রেপ্তার করে। আনারুলের বাড়ি মালদার মনডাই গ্রামে। আর নাওয়াজ মালদারই কৃষ্ণপুরের বাসিন্দা। Conclusion:সিআইডি সূত্রে খবর, ওই দুই ব্যক্তির কাছে উদ্ধার হয় চার লাখ টাকার জাল নোট। ধৃতরা একটি বাইক নিয়ে ফরাক্কা এসেছিল। সিজ করা হয়েছে সেই বাইকটিও। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.