সামশেরগঞ্জ, 9 নভেম্বর : জলস্তর কমে যাওয়ায় ফের ভাঙনের আতঙ্কে কাঁপছে সামশেরগঞ্জ । সোমবার রাত থেকে এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে ।
আরও পড়ুন : Medical Chance: ডাক্তারি পড়ার সুযোগ মুর্শিদাবাদের অভাবী পড়ুয়ার
নদীবাঁধের উপর দেখা দিয়েছে বড় বড় ফাটল । প্রায় দেড়শো মিটার নদীবাঁধ ইতিমধ্যে গঙ্গাগর্ভে চলে গিয়েছে বলে স্থানীয়দের থেকে জানা গিয়েছে ।
গ্রামবাসীদের আশঙ্কা, এক-দু’দিনের মধ্যে গঙ্গার জল গ্রামে ঢুকতে শুরু করবে ৷ ভাঙনের গ্রাসে বাড়িঘর হারানোর আশঙ্কায় ঘুম উড়েছে এলাকাবাসীর । ভাঙনের কবলে বিপজ্জনকভাবে ঝুলছে একটি এমএসকে ও একটি এসএসকে ৷
আরও পড়ুন : Kali Pujo 2021 : সোনা-রুপোর সমস্ত অলঙ্কার-সহ বিসর্জন দেওয়া হয় ঋষিপুরের ডাকাত কালীকে
ভাঙন আতঙ্কে মঙ্গলবার সকাল থেকেই গঙ্গার ধারে সাধারণ মানুষের ভিড় লক্ষ করা যায় । যদিও ফাটলের জেরে বাঁধের উপর দিয়ে চলাচলের রাস্তা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সকলেরই দাবি, ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ করুক প্রশাসন । কিন্তু প্রশাসন এখনও পর্যন্ত কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ ৷ এতে ক্ষুব্ধ এলাকার মানুষ ৷
আরও পড়ুন : Girl Child: কন্যাসন্তানের জন্মের খুশিতে ভূরিভোজ বহরমপুরে