ETV Bharat / state

NRC আতঙ্কে হেনস্থা স্বাস্থ্য কর্মীদের

author img

By

Published : Jan 3, 2020, 9:01 PM IST

Updated : Jan 3, 2020, 10:58 PM IST

মুর্শিদাবেদে NRC হচ্ছে এই সন্দেহে হেনস্থার অভিযোগ স্বাস্থ্যকর্মীদের ৷ এক মহিলাকে মারধরও করা বলে অভিযোগ ৷

photo
ছবি

হরিহরপাড়া (মুর্শিদাবাদ), 3 জানুয়ারি : NRC নিয়ে চাপানউতোর চলছে দেশজুড়ে ৷ আতঙ্ক ছড়িয়েছে দেশ থেকে শুরু করে রাজ্য ৷ এরই মধ্যে NRC করা হচ্ছে এই সন্দেহে আশা কর্মী সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীদেরকে হেনস্থার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি হরিহরপাড়ার মামুদপুরের ৷

আজ দুপুরে মিশন ইন্দ্রধনু প্রকল্পের জন্য আধার কার্ড ও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে যান আশা কর্মী-সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা । অভিযোগ গ্রামে যাওয়ার পরই NRC করা হচ্ছে সেই সন্দেহে নিগৃহ করা হয় স্বাস্থ্য কর্মীদের ৷ শুধু তাই নয়, প্রতিমা মণ্ডল নামে এক মহিলা আশা কর্মীকে মারধরও করা হয় ৷ আটকেও রাখা হয় তাঁদের গ্রামের এক বাড়িতে ।

দেখুন ভিডিয়ো

পরে হরিহরপাড়া থানার পুলিশ ও হরিহরপাড়া ব্লকের BDO গ্রামে যান । অভিযোগ, তাঁদের গাড়ি ঘিরেও চলে তান্ডব । পুলিশের গাড়িতে চড়াও হন গ্রামবাসীরা । অবরোধ করেন হরিহরপাড়া আমতলা রাজ্য সড়ক । বিকেলের দিকে গ্রামবাসীদের বুঝিয়ে শান্ত করে উদ্ধার করে আনা হয় আটক স্বাস্থ্যকর্মীদের । অবরোধ মুক্ত হয় রাস্তা ।

হরিহরপাড়া (মুর্শিদাবাদ), 3 জানুয়ারি : NRC নিয়ে চাপানউতোর চলছে দেশজুড়ে ৷ আতঙ্ক ছড়িয়েছে দেশ থেকে শুরু করে রাজ্য ৷ এরই মধ্যে NRC করা হচ্ছে এই সন্দেহে আশা কর্মী সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীদেরকে হেনস্থার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি হরিহরপাড়ার মামুদপুরের ৷

আজ দুপুরে মিশন ইন্দ্রধনু প্রকল্পের জন্য আধার কার্ড ও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে যান আশা কর্মী-সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা । অভিযোগ গ্রামে যাওয়ার পরই NRC করা হচ্ছে সেই সন্দেহে নিগৃহ করা হয় স্বাস্থ্য কর্মীদের ৷ শুধু তাই নয়, প্রতিমা মণ্ডল নামে এক মহিলা আশা কর্মীকে মারধরও করা হয় ৷ আটকেও রাখা হয় তাঁদের গ্রামের এক বাড়িতে ।

দেখুন ভিডিয়ো

পরে হরিহরপাড়া থানার পুলিশ ও হরিহরপাড়া ব্লকের BDO গ্রামে যান । অভিযোগ, তাঁদের গাড়ি ঘিরেও চলে তান্ডব । পুলিশের গাড়িতে চড়াও হন গ্রামবাসীরা । অবরোধ করেন হরিহরপাড়া আমতলা রাজ্য সড়ক । বিকেলের দিকে গ্রামবাসীদের বুঝিয়ে শান্ত করে উদ্ধার করে আনা হয় আটক স্বাস্থ্যকর্মীদের । অবরোধ মুক্ত হয় রাস্তা ।

Intro:এন.আর.সি. করা হচ্ছে এই সন্দেহে স্বাস্থ্যকর্মীদের হেনস্তা করে পথ অবরোধ করে বিক্ষোভBody:এন.আর.সি. করা হচ্ছে এই সন্দেহে স্বাস্থ্যকর্মীদের হেনস্তা করে পথ অবরোধ করে বিক্ষোভ

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মিশন ইন্দ্রধণুষ প্রকল্পের জন্য আধার কার্ড ও তথ্য সংগ্রহ করতে গিয়ে এন আর সি করা হচ্ছে সন্দেহে নিগৃহীত হলেন আশা কর্মী সহ স্বাস্থ্য দফতরের কর্মীরা। শুক্রবার দুপুরে হরিহরপাড়ার মামুদপুরে এন আর সি র জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে সন্দেহে মারধোরও করা হয় প্রতিমা মন্ডল নামের এক মহিলা আশাকর্মীকে। এমনকি আটকেও রাখা হয় গ্রামের এক বাড়িতে। পরে হরিহরপাড়া থানার পুলিশ ও হরিহরপাড়া ব্লকের বিডিও গ্রামে যান। তাদের গাড়ী ঘিরেও চলে তান্ডব। পুলিশের গাড়িতে চড়াও হন গ্রামবাসীরা।অবরোধ করেন হরিহরপাড়া আমতলা রাজ্য সড়ক।পরে বিকেলের দিকে গ্রামবাসীদের বুঝিয়ে শান্ত করে উদ্ধার করে আনা হয় আটক স্বাস্থ্যকর্মীদের। অবরোধ মুক্ত হয় রাস্তা।Conclusion:পরে বিকেলের দিকে গ্রামবাসীদের বুঝিয়ে শান্ত করে উদ্ধার করে আনা হয় আটক স্বাস্থ্যকর্মীদের। অবরোধ মুক্ত হয় রাস্তা।
Last Updated : Jan 3, 2020, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.