ETV Bharat / state

স্কুলে ঢুকে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ মত্ত পুরকর্মীর বিরুদ্ধে - Jangipur

স্কুলে ঢুকে এক ছাত্রীদের কুুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক পুরকর্মীর বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষ রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

drunk municipal worker try to harrss school students
স্কুলে ঢুকে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ মদ্যপ পুরকর্মীর বিরুদ্ধে
author img

By

Published : Jan 9, 2021, 6:39 PM IST

রঘুনাথগঞ্জ, 9 জানুয়ারি : স্কুলে ঢুকে এক ছাত্রীদের কুুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক পুরকর্মীর বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয়ে। সেখানে আজ দশম শ্রেণির ছাত্রীদের ভরতি প্রক্রিয়া চলছিল। তখনই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। অভিযুক্তের নাম বিনোদ পণ্ডিত। সে ঘটনার সময় মত্ত ছিল বলে জানা গিয়েছে।

স্কুল ও ছাত্রীদের পরিবারের তরফে জানা গিয়েছে, এদিন আচমকাই স্কুলে ঢুকে পড়ে জঙ্গিপুর পুরসভার অস্থায়ী কর্মী বিনোদ পণ্ডিত। তার পর সে ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল ইশারা করতে শুরু করে। কয়েকজন ছাত্রীকে কুপ্রস্তাবও দেয়। বিষয়টি প্রথমে ছাত্রীরা অভিভাবকদের জানায়। তার পর স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু ততক্ষণে বিনোদ পণ্ডিত সেখান থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: পুত্রবধূূকে মারধর, কাঠগড়ায় বিধায়ক

ঘটনার খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায়। স্কুলে পুলিশ আসে। পরে স্কুল কর্তৃপক্ষ রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করেছে। কেন সে এমন ঘটনা ঘটাল তা খতিয়ে দেখছে। তবে অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রঘুনাথগঞ্জ, 9 জানুয়ারি : স্কুলে ঢুকে এক ছাত্রীদের কুুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক পুরকর্মীর বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয়ে। সেখানে আজ দশম শ্রেণির ছাত্রীদের ভরতি প্রক্রিয়া চলছিল। তখনই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। অভিযুক্তের নাম বিনোদ পণ্ডিত। সে ঘটনার সময় মত্ত ছিল বলে জানা গিয়েছে।

স্কুল ও ছাত্রীদের পরিবারের তরফে জানা গিয়েছে, এদিন আচমকাই স্কুলে ঢুকে পড়ে জঙ্গিপুর পুরসভার অস্থায়ী কর্মী বিনোদ পণ্ডিত। তার পর সে ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল ইশারা করতে শুরু করে। কয়েকজন ছাত্রীকে কুপ্রস্তাবও দেয়। বিষয়টি প্রথমে ছাত্রীরা অভিভাবকদের জানায়। তার পর স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু ততক্ষণে বিনোদ পণ্ডিত সেখান থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: পুত্রবধূূকে মারধর, কাঠগড়ায় বিধায়ক

ঘটনার খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায়। স্কুলে পুলিশ আসে। পরে স্কুল কর্তৃপক্ষ রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করেছে। কেন সে এমন ঘটনা ঘটাল তা খতিয়ে দেখছে। তবে অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.