ETV Bharat / state

গঙ্গায় তলিয়ে গেল কিশোর, দেখতে ভিড় ফরাক্কায় ! - মুর্শিদাবাদ

গঙ্গায় তলিয়ে গেল এক কিশোর । তা দেখতে এসে সামাজিক দূরত্ব মানলেন না স্থানীয়রা ।

Drowning a boy into the Ganges
গঙ্গায় তলিয়ে গেল এক কিশোর
author img

By

Published : Apr 21, 2020, 7:44 PM IST

ফরাক্কা, 21 এপ্রিল : গঙ্গায় তলিয়ে যাওয়া কিশোরকে দেখতে সামাজিক দূরত্বকে তোয়াক্কা না করে পাড়ে ভিড় জমালেন স্থানীয়রা । এমন দৃশ্য ধরা পড়ল ছবিতে । ঘটনাটি ফরাক্কা থানার অন্তর্গত মহেশপুর পঞ্চায়েতের মুসকিনগরের । নিখোঁজ কিশোরের নাম খাবির শেখ(15) । মুসকিনগরের বাসিন্দা । মঙ্গলবার দুপুরে 3 বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমেছিল খাবির । হঠাৎ সে তলিয়ে যায় । বন্ধুকে উদ্ধার করতে আরও এক কিশোর ঝাঁপ দেয় নদীতে । ওই সময় নৌকার এক মাঝি বন্ধুকে উদ্ধার করলেও খাবিরকে উদ্ধার করা সম্ভব হয়নি ।

বন্ধুরা জানায়, আজ দুপুরে ছোটো টিনের নৌকায় চেপে চরের কাছাকাছি স্নান করতে গিয়েছিল খাবিরসহ চার বন্ধু । খাবির সাবান মেখে চর থেকে একটু দূরে চলে যায় । তাকে ফিরে আসতে না দেখে বাকি বন্ধুরা ছোটো নৌকায় করে তার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে । ওই সময় খাবিরের এক বন্ধু তাকে তলিয়ে যেতে দেখে ঝাঁপ দেয় । সেই বন্ধুও ডুবে যেতে থাকে । তা দেখে এক মাঝি তার নৌকা নিয়ে ওই কিশোরকে উদ্ধার করে । ততক্ষণে তলিয়ে গিয়েছে খাবির ।

তারপর থেকে তল্লাশি শুরু করে স্থানীয়রা । হদিশ না মেলায় ফরাক্কা থানায় খবর দেয় । ডুবুরি নামানো হয় । কিন্তু সন্ধে পর্যন্ত তলিয়ে যাওয়া ওই কিশোরের কোনও খোঁজ মেলেনি ।

ফরাক্কা, 21 এপ্রিল : গঙ্গায় তলিয়ে যাওয়া কিশোরকে দেখতে সামাজিক দূরত্বকে তোয়াক্কা না করে পাড়ে ভিড় জমালেন স্থানীয়রা । এমন দৃশ্য ধরা পড়ল ছবিতে । ঘটনাটি ফরাক্কা থানার অন্তর্গত মহেশপুর পঞ্চায়েতের মুসকিনগরের । নিখোঁজ কিশোরের নাম খাবির শেখ(15) । মুসকিনগরের বাসিন্দা । মঙ্গলবার দুপুরে 3 বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমেছিল খাবির । হঠাৎ সে তলিয়ে যায় । বন্ধুকে উদ্ধার করতে আরও এক কিশোর ঝাঁপ দেয় নদীতে । ওই সময় নৌকার এক মাঝি বন্ধুকে উদ্ধার করলেও খাবিরকে উদ্ধার করা সম্ভব হয়নি ।

বন্ধুরা জানায়, আজ দুপুরে ছোটো টিনের নৌকায় চেপে চরের কাছাকাছি স্নান করতে গিয়েছিল খাবিরসহ চার বন্ধু । খাবির সাবান মেখে চর থেকে একটু দূরে চলে যায় । তাকে ফিরে আসতে না দেখে বাকি বন্ধুরা ছোটো নৌকায় করে তার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে । ওই সময় খাবিরের এক বন্ধু তাকে তলিয়ে যেতে দেখে ঝাঁপ দেয় । সেই বন্ধুও ডুবে যেতে থাকে । তা দেখে এক মাঝি তার নৌকা নিয়ে ওই কিশোরকে উদ্ধার করে । ততক্ষণে তলিয়ে গিয়েছে খাবির ।

তারপর থেকে তল্লাশি শুরু করে স্থানীয়রা । হদিশ না মেলায় ফরাক্কা থানায় খবর দেয় । ডুবুরি নামানো হয় । কিন্তু সন্ধে পর্যন্ত তলিয়ে যাওয়া ওই কিশোরের কোনও খোঁজ মেলেনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.