ETV Bharat / state

রোগীর আত্মীয়দের হেনস্থা, স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন চিকিৎসক - Doctor

ফের হেনস্থার শিকার চিকিৎসক । এবার কান্দিতে রেগে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে চলে যান তিনি ।

স্বাস্থ্যকেন্দ্র
author img

By

Published : Jun 29, 2019, 11:41 PM IST

কান্দি, 29 জুন : রোগীর আত্মীয়দের হাতে ফের হেনস্থার শিকার চিকিৎসক । রেগে গিয়ে কর্তব্যরত অবস্থায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে চলে যান তিনি । নাম সন্দীপ পাল । কান্দি থানার গোকর্ণ ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা । গোকর্ণ পুলিশ ফাঁড়িতে তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন সন্দীপবাবু । তাঁর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করে পুলিশ ।

বৃহস্পতিবার জ্বর নিয়ে ভরতি হন এক ব্যক্তি । আজ তাঁকে ছুটি দিয়ে দেন চিকিৎসক সন্দীপ পাল । কিন্তু ওই রোগীর পরিবার বাধা দেয় । চিকিৎসককে তারা জানায়, এখনও রোগীর বারবার জ্বর আসছে আর যাচ্ছে । তখন রোগীর পরিবারের সন্তুষ্টির জন্য একটি রক্ত পরীক্ষা করাতে বলেন সন্দীপবাবু । তখন ফের চিকিৎসকের উপর চড়াও হন রোগীর আত্মীয়রা । তাঁরা সন্দীপবাবুর কাছে জানতে চান, একটু আগে যাকে ছুটি দিয়ে দেওয়া হয়ছিল তাঁর কীসের আবার রক্ত পরীক্ষা ? এরপর সন্দীপবাবু ও রোগীর পরিজনদের মধ্যে বচসা শুরু হয় । সেখান থেকে চলে যান সন্দীপবাবু । গোকর্ণ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন । এরপর স্বাস্থ্যকেন্দ্রে ফিরে আসেন । কিন্তু কিছুক্ষণ পর বহরমপুরের উদ্দেশে রওনা দেন । সেখানে CMOH-এর সঙ্গে বৈঠক করেন । তারপর থেকেই খোঁজ নেই সন্দীপবাবুর ।

কিছুদিন আগেই চিকিৎসক হেনস্থাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল NRS । প্রতিবাদে রাজ্যজুড়ে OPD বয়কটের ডাক দেয় ডাক্তারদের সংগঠন । দাবি ছিল, চিকিৎসকদের নিরাপত্তা । ব্যাহত হয় পরিষেবা । 8 দিনের মাথায় মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বয়কট তোলেন চিকিৎসকরা । কিন্তু তারপরেও হেনস্থার ঘটনায় ফের একবার চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

কান্দি, 29 জুন : রোগীর আত্মীয়দের হাতে ফের হেনস্থার শিকার চিকিৎসক । রেগে গিয়ে কর্তব্যরত অবস্থায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে চলে যান তিনি । নাম সন্দীপ পাল । কান্দি থানার গোকর্ণ ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা । গোকর্ণ পুলিশ ফাঁড়িতে তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন সন্দীপবাবু । তাঁর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করে পুলিশ ।

বৃহস্পতিবার জ্বর নিয়ে ভরতি হন এক ব্যক্তি । আজ তাঁকে ছুটি দিয়ে দেন চিকিৎসক সন্দীপ পাল । কিন্তু ওই রোগীর পরিবার বাধা দেয় । চিকিৎসককে তারা জানায়, এখনও রোগীর বারবার জ্বর আসছে আর যাচ্ছে । তখন রোগীর পরিবারের সন্তুষ্টির জন্য একটি রক্ত পরীক্ষা করাতে বলেন সন্দীপবাবু । তখন ফের চিকিৎসকের উপর চড়াও হন রোগীর আত্মীয়রা । তাঁরা সন্দীপবাবুর কাছে জানতে চান, একটু আগে যাকে ছুটি দিয়ে দেওয়া হয়ছিল তাঁর কীসের আবার রক্ত পরীক্ষা ? এরপর সন্দীপবাবু ও রোগীর পরিজনদের মধ্যে বচসা শুরু হয় । সেখান থেকে চলে যান সন্দীপবাবু । গোকর্ণ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন । এরপর স্বাস্থ্যকেন্দ্রে ফিরে আসেন । কিন্তু কিছুক্ষণ পর বহরমপুরের উদ্দেশে রওনা দেন । সেখানে CMOH-এর সঙ্গে বৈঠক করেন । তারপর থেকেই খোঁজ নেই সন্দীপবাবুর ।

কিছুদিন আগেই চিকিৎসক হেনস্থাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল NRS । প্রতিবাদে রাজ্যজুড়ে OPD বয়কটের ডাক দেয় ডাক্তারদের সংগঠন । দাবি ছিল, চিকিৎসকদের নিরাপত্তা । ব্যাহত হয় পরিষেবা । 8 দিনের মাথায় মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বয়কট তোলেন চিকিৎসকরা । কিন্তু তারপরেও হেনস্থার ঘটনায় ফের একবার চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

Intro:কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে অভিযোগ


Body:কিন্তু বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি


Conclusion:কেন্দ্র বাহিনী

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.