ETV Bharat / state

বিলগ্নিকরণ সমাধান নয়, ডাকা হোক সর্বদলীয় বৈঠক : মমতা - mamata on disinvestment

"আমরা বিলগ্নিকরণের বিরুদ্ধে । সবার মতামত নিলে বিকল্প সমাধান বেড়িয়ে আসতে পারে । সরকারি সংস্থাগুলির বিলগ্নিকরণ করে সেই টাকায় আপাতত সমস্যা মেটানো যায় । কিন্তু সেটা পারমানেন্ট সলিউশন নয় । এয়ার ইন্ডিয়া, ভারত পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে । বেঙ্গল কেমিক্যাল তুলে দেওয়া হচ্ছে । আমরা এসবের বিরুদ্ধে । অর্ডন্যান্স ফ্যাক্টরি বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে আমাদের ট্রেড ইউনিয়ন ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে ।" আজ বহরমপুরে সার্কিট হাউজ়ে সাংবাদিকদের এমনই বললেন মমতা ৷

বিলগ্নিকরণ সমাধান নয়, ডাকা হোক সর্বদলীয় বৈঠক : মমতা
author img

By

Published : Nov 21, 2019, 5:30 PM IST

Updated : Nov 21, 2019, 7:57 PM IST

বহরমপুর, 21 নভেম্বর : পাঁচটি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর মন্তব্য, বিলগ্নিকরণ কোনও চিরস্থায়ী সমাধান নয় । পাশাপাশি এই ইশুতে প্রধানমন্ত্রীর বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া ও সর্বদলীয় বৈঠক ডাকা উচিত বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর । উল্লেখ্য, গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে BPCL (ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড), SCI (শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া) সহ মোট পাঁচটি রাষ্ট্রায়ত্ত কম্পানির সিংহভাগ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার । সরকারি সংস্থাগুলির বিলগ্নিকরণের ক্ষেত্রে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত । সেই সিদ্ধান্তের বিরোধিতা করে মমতা আজ একথা বলেন ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী

আজ বহরমপুরে সার্কিট হাউজ়ে সাংবাদিকদের মমতা বলেন, "আমরা বিলগ্নিকরণের বিরুদ্ধে । সবার মতামত নিলে বিকল্প সমাধান বেড়িয়ে আসতে পারে । সরকারি সংস্থাগুলির বিলগ্নিকরণ করে সেই টাকায় আপাতত সমস্যা মেটানো যায় । কিন্তু সেটা পারমানেন্ট সলিউশন নয় । এয়ার ইন্ডিয়া, ভারত পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে । বেঙ্গল কেমিক্যাল তুলে দেওয়া হচ্ছে । আমরা এসবের বিরুদ্ধে । অর্ডন্যান্স ফ্যাক্টরি বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে আমাদের ট্রেড ইউনিয়ন ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে ।"

মুখ্যমন্ত্রী আজ ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন । ক্ষোভ প্রকাশ করে বলেন, "পশ্চিমবঙ্গ থেকে লিড ব্যাঙ্কের সদর দপ্তর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । এর জেরে বাংলার বহু প্রকল্প সমস্যায় পড়বে বলে আমার আশঙ্কা ।"

বহরমপুর, 21 নভেম্বর : পাঁচটি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর মন্তব্য, বিলগ্নিকরণ কোনও চিরস্থায়ী সমাধান নয় । পাশাপাশি এই ইশুতে প্রধানমন্ত্রীর বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া ও সর্বদলীয় বৈঠক ডাকা উচিত বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর । উল্লেখ্য, গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে BPCL (ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড), SCI (শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া) সহ মোট পাঁচটি রাষ্ট্রায়ত্ত কম্পানির সিংহভাগ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার । সরকারি সংস্থাগুলির বিলগ্নিকরণের ক্ষেত্রে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত । সেই সিদ্ধান্তের বিরোধিতা করে মমতা আজ একথা বলেন ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী

আজ বহরমপুরে সার্কিট হাউজ়ে সাংবাদিকদের মমতা বলেন, "আমরা বিলগ্নিকরণের বিরুদ্ধে । সবার মতামত নিলে বিকল্প সমাধান বেড়িয়ে আসতে পারে । সরকারি সংস্থাগুলির বিলগ্নিকরণ করে সেই টাকায় আপাতত সমস্যা মেটানো যায় । কিন্তু সেটা পারমানেন্ট সলিউশন নয় । এয়ার ইন্ডিয়া, ভারত পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে । বেঙ্গল কেমিক্যাল তুলে দেওয়া হচ্ছে । আমরা এসবের বিরুদ্ধে । অর্ডন্যান্স ফ্যাক্টরি বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে আমাদের ট্রেড ইউনিয়ন ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে ।"

মুখ্যমন্ত্রী আজ ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন । ক্ষোভ প্রকাশ করে বলেন, "পশ্চিমবঙ্গ থেকে লিড ব্যাঙ্কের সদর দপ্তর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । এর জেরে বাংলার বহু প্রকল্প সমস্যায় পড়বে বলে আমার আশঙ্কা ।"

Intro:বিলগ্নিকরনের প্রশ্নে প্রধানমন্ত্রীকে এক্সপার্ট ও সর্বদলীয় বৈঠকের পরামর্শ মুখ্যমন্ত্রীর। Body:বহরমপুর - বিলগ্নিওকরন নিয়ে প্রধানমন্ত্রীকে এক্সপার্টদের সঙ্গে পরামর্শ ও সর্বদলীয় বীঠক করে তাঁদের মতামত গ্রহনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সবার মতামত নিলে হইত একটা সমাধান বেড়িয়ে আসতে পারে। একই সঙ্গে রাজ্য সরকার বিলগ্নি করনের বিরুদ্ধে বলে জানিয়ে দেন। বৃহস্পতিবার বহরমপুর ছাড়ার আগে সার্কিট হাউসে প্রেস মিট করে তিনি জানিয়ে দেন। আজ সন্ধ্যায় তাজবেঙ্গল হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সৈজন্য সাক্ষাতকার আছে বলেও জানিয়েছেন।
বিলগ্নিকরনের প্রশ্নে মুখ্যমন্ত্রী সাংিবাদিক বৈঠকে বলেন, আমরা নিলগ্নিকরনের বিরুদ্ধে। সব প্রাইভেট সেক্টককে বিলগ্নিকরণ করে সেই টাকাতে আপাতত সমস্যা মেটানো যায়। কিন্তু এটাই পারমানেন্ট সলিউশন নয়। পশ্চিমবঙ্গ থেকে লিড ব্যাঙ্কের সদর দপ্তর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাতে বাংলার বহু প্রকল্প সমস্যায় পড়বে বলেই আমার আশঙ্কা। ইন্ডিয়ান এয়ার, ভারত পেটড়োলিয়ামের মতো সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেঈয়স হচ্ছে। বেঙ্গল কেমিক্যাল তুলে দেওয়া হচ্ছে। অর্ডিন্যাস ফ্যাক্টরি বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে আমদের ট্রেড ইউওনিয়ান আন্দোলন শুরু করেছে।
আজ কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনে। সেই প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আগামীকাল ইডেনে দুপুর ও সন্ধ্যায় দুটি অনুষ্টানে আমার দেখা হবে। এছাড়া আজ সন্ধ্যা ছটায় কলকাতার তাজবেঙ্গল হোটেলে আমাদের সৈজন্য সাক্ষাতকার হচ্ছে। সৈজন্য সাক্ষাতকার হলেও সেখানে এন আরসি সহ জলবন্টন নিয়ে নানান বিষয়ে আলোচনা হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই মুর্শিদাবাদে ক্লাস শুরু হচ্ছে বিশ্ব বিদ্যালয়ের। বিশ্ব বিদ্যালয়ের নিজস্ব বিল্ডিং তৈরি না হওয়া পির্যন্ত কৃষ্ণনাথ কলেজের কটা ঘর নিয়েই ক্লাস শুরু হবে।Conclusion:আমরা বিলগ্নিকরনের বিরুদ্ধে। স্পষ্ট জানিয়ে দেন তিনি।
Last Updated : Nov 21, 2019, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.