ETV Bharat / state

মত্ত হাতিকে রাস্তায় আনার দায়িত্ব আমাদের, রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের - dilip ghosh

বিজেপির রাজ্য সভাপতির মতে, রাজ্য সরকারের আত্মবিশ্বাসের অভাবেই পৌরসভা নির্বাচন থমকে ৷ গণতন্ত্রকে পদদলিত করে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে ।

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 19, 2021, 2:10 PM IST

বহরমপুর, 19 জুন : "বিধানসভায় মুখ্য বিরোধী শক্তি আমাদের বেছে নিয়েছে মানুষ ৷ মত্ত হাতিকে রাস্তায় আনার বড় দায়িত্ব হবে আমাদের ।" সরকারকে মত্ত হাতি বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

শনিবার সকালে বহরমপুরে প্রাতঃভ্রমণের পর চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ । জেলার দুই বিধায়ক ও বিজেপি নেতৃত্বদের সঙ্গে ব্যারাক স্কোয়ারে প্রাতঃভ্রমণ সারেন বিজেপির রাজ্য সভাপতি । এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিজেপি তার ইতিহাসে নিঃসন্দেহে ভাল ফল করেছে । কর্মীদের প্রচেষ্টা, সাধারণ মানুষের আর্শীবাদেই সম্ভব হয়েছে । আমরা সরকারে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মুখ্য বিরোধী হিসাবে মানুষ আমাদের চয়ন করেছে ।" এরপর সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মানুষের সমস্যাকে তুলে ধরবেন তাঁরা ৷

রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ বলেন, "এই সরকার স্বৈরাচারী সরকার । নিয়মকানুন, গণতন্ত্র কিছুই মানতে চায়না । সেই মত্ত হাতিকে রাস্তায় আনার বড় দায়িত্ব হবে আমাদের ।"

রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের

আরও পডুন : Dilip-Mukul : নৈতিকতা থাকলে পদত্যাগ করা উচিত মুকুলের, মন্তব্য দিলীপ ঘোষের

একই সঙ্গে পৌরসভা নির্বাচন নিয়েও রাজ্য সরকারকে বেঁধেন দিলীপবাবু । বলেন, রাজ্য সরকারের আত্মবিশ্বাসের অভাব । ভোট করলে হেরে যাবে ৷ জিততে পারার সম্ভাবনা কম বলেই পিছনের দরজা দিয়ে ভোগ করা, লুটপাট করা, দলের লোকদের স্বার্থ সিদ্ধির জন্যই নির্বাচন হচ্ছে না । গণতন্ত্রকে পদদলিত করে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে । বিজেপির রাজ্য সভাপতির মতে, রাজ্য সরকারের আত্মবিশ্বাসের অভাবেই পৌরসভা নির্বাচন থমকে ৷

বহরমপুর, 19 জুন : "বিধানসভায় মুখ্য বিরোধী শক্তি আমাদের বেছে নিয়েছে মানুষ ৷ মত্ত হাতিকে রাস্তায় আনার বড় দায়িত্ব হবে আমাদের ।" সরকারকে মত্ত হাতি বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

শনিবার সকালে বহরমপুরে প্রাতঃভ্রমণের পর চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ । জেলার দুই বিধায়ক ও বিজেপি নেতৃত্বদের সঙ্গে ব্যারাক স্কোয়ারে প্রাতঃভ্রমণ সারেন বিজেপির রাজ্য সভাপতি । এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিজেপি তার ইতিহাসে নিঃসন্দেহে ভাল ফল করেছে । কর্মীদের প্রচেষ্টা, সাধারণ মানুষের আর্শীবাদেই সম্ভব হয়েছে । আমরা সরকারে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মুখ্য বিরোধী হিসাবে মানুষ আমাদের চয়ন করেছে ।" এরপর সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মানুষের সমস্যাকে তুলে ধরবেন তাঁরা ৷

রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ বলেন, "এই সরকার স্বৈরাচারী সরকার । নিয়মকানুন, গণতন্ত্র কিছুই মানতে চায়না । সেই মত্ত হাতিকে রাস্তায় আনার বড় দায়িত্ব হবে আমাদের ।"

রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের

আরও পডুন : Dilip-Mukul : নৈতিকতা থাকলে পদত্যাগ করা উচিত মুকুলের, মন্তব্য দিলীপ ঘোষের

একই সঙ্গে পৌরসভা নির্বাচন নিয়েও রাজ্য সরকারকে বেঁধেন দিলীপবাবু । বলেন, রাজ্য সরকারের আত্মবিশ্বাসের অভাব । ভোট করলে হেরে যাবে ৷ জিততে পারার সম্ভাবনা কম বলেই পিছনের দরজা দিয়ে ভোগ করা, লুটপাট করা, দলের লোকদের স্বার্থ সিদ্ধির জন্যই নির্বাচন হচ্ছে না । গণতন্ত্রকে পদদলিত করে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে । বিজেপির রাজ্য সভাপতির মতে, রাজ্য সরকারের আত্মবিশ্বাসের অভাবেই পৌরসভা নির্বাচন থমকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.