ETV Bharat / state

WBCS Officer: টিউশনি পড়িয়ে নিজের খরচ চালাতেন, আর্থিক অনটনে বড় হওয়া ইউসুফ আজ ডব্লুবিসিএস অফিসার

author img

By

Published : Jul 27, 2023, 2:17 PM IST

Despite of financial crisis youth become WBCS officer: বাবা-মা নেই ৷ চার ভাই ও চার বোনের সংসারে আর্থিক অনটন চরম ৷ তার মধ্যেও টিউশন করে নিজের খরচ চালাতেন ইউসুফ ৷ কঠোর পরিশ্রম ও একাগ্রতার জেরে আজ তিনি ডব্লুবিসিএস অফিসার ৷

Etv Bharat
দাদার সঙ্গে ইউসুফ
আর্থিক অনটনে বড় ইউসুফ আজ বিসিএস অফিসার

সামশেরগঞ্জ, 27 জুলাই: বাবা-মা প্রয়াত । বাড়ি বাড়ি টিউশন পড়িয়েই নিজের পড়াশোনা চালিয়েছেন ইউসুফ ৷ অবশেষে ফল পেলেন পরিশ্রমের ৷ নিজের এলাকায় প্রথম ডব্লিউবিসিএস অফিসার হলেন তিনি ৷

পুরো নাম মহম্মদ ইউসুফ হোসেন ৷ বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার ভাসাইপাইকর গ্রাম পঞ্চায়েতের এলিজাবাদ চিল্যাইমারী গ্রামে ৷ প্রতিকূলতা আর আর্থিক অস্বচ্ছলতার সঙ্গে লড়ে ডব্লুবিসিএসে উত্তীর্ণ হয়েছেন এই ছাত্র ৷ সদ্য প্রকাশিত হয়েছে পরীক্ষার ফলাফল ৷ সেখানেই দেখা গিয়েছে গ্রুপ সি পদে সফল হয়ে ভূমি সংস্কার দফতরের এলআরও হতে চলেছেন পিছিয়ে পড়া গ্রামীণ এলাকার কৃতি ছাত্র ইউসুফ ।

গ্রামের ছেলের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই খুশির জোয়ার এলাকায় । স্বাভাবিকভাবেই খুশি পরিবারের সদস্যরাও । বাবা-মা নেই, আর্থিক অনটনের মধ্যেও ইচ্ছাশক্তি আর মনের জোরে পড়াশোনা চালিয়ে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে নজির গড়েছেন ইউসুফ ।

ইউসুফের বাবার নাম হুমায়ুন আলি ও মা রোকেয়া বিবি । ইউসুফরা চার ভাই ও চার বোন ৷ বাবা না থাকলেও মা সাহস জোগাতেন ৷ তবে স্নাতকস্তরে পড়ার সময় মাও চলে যাওয়ায় সকলের ছোট মহম্মদ ইউসুফ হোসেনর মাথায় কার্যত দুশ্চিন্তার পাহাড় নেমে আসে । এরপর 2008 সালে ভাসাইপাইকর হাইস্কুল থেকে মাধ্যমিক এবং আল আমিন মিশন থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন ইউসুফ ৷ তারপর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকস্তরের পড়াশোনা সম্পন্ন করেন ।

ভাইয়ের সফলতায় চোখের জল বাঁধ মানছে না ৷ কষ্ট করে ভাইয়ের এই সাফল্যের কথা বলতে গিয়ে তাঁর গলাও ধরে এল ৷ ইউসুফ জানিয়েছেন, তিনি নিজে টিউশন পড়ানোর পাশাপাশি শুরু করেন ডব্লুবিসিএসের প্রস্তুতি । একদিকে হোম টিউশনি অন্যদিকে নিজের পরীক্ষার প্রস্তুতি । পারিবারিক অনটন তো ছিলই ৷ দাদারা খুব জরুরি অবস্থায় সাহায্য করলেও সবসময় পারতেন না ৷ তাই নিজের পড়াশোনা ও যাবতীয় খরচ নিজেই চালাতেন ৷

এর মধ্যেই 2020 সালের ডব্লু বিসিএস পরীক্ষায় সফলতা লাভ করেন মহম্মদ ইউসুফ । জেনারেল ক্যাটাগরিতে তাঁর র‍্যাঙ্ক হয় 148 । ভাসাইপাইকরের মতো গ্রামীণ এলাকায় প্রথম কেউ ডব্লুবিসিএস অফিসার হওয়ার খবরে স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ার এলাকায় ।

আরও পড়ুন : বিড়ি বেঁধে জীবন শুরু, কঠোর অনুশীলনে বিসিএসে বাজিমাৎ

আর্থিক অনটনে বড় ইউসুফ আজ বিসিএস অফিসার

সামশেরগঞ্জ, 27 জুলাই: বাবা-মা প্রয়াত । বাড়ি বাড়ি টিউশন পড়িয়েই নিজের পড়াশোনা চালিয়েছেন ইউসুফ ৷ অবশেষে ফল পেলেন পরিশ্রমের ৷ নিজের এলাকায় প্রথম ডব্লিউবিসিএস অফিসার হলেন তিনি ৷

পুরো নাম মহম্মদ ইউসুফ হোসেন ৷ বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার ভাসাইপাইকর গ্রাম পঞ্চায়েতের এলিজাবাদ চিল্যাইমারী গ্রামে ৷ প্রতিকূলতা আর আর্থিক অস্বচ্ছলতার সঙ্গে লড়ে ডব্লুবিসিএসে উত্তীর্ণ হয়েছেন এই ছাত্র ৷ সদ্য প্রকাশিত হয়েছে পরীক্ষার ফলাফল ৷ সেখানেই দেখা গিয়েছে গ্রুপ সি পদে সফল হয়ে ভূমি সংস্কার দফতরের এলআরও হতে চলেছেন পিছিয়ে পড়া গ্রামীণ এলাকার কৃতি ছাত্র ইউসুফ ।

গ্রামের ছেলের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই খুশির জোয়ার এলাকায় । স্বাভাবিকভাবেই খুশি পরিবারের সদস্যরাও । বাবা-মা নেই, আর্থিক অনটনের মধ্যেও ইচ্ছাশক্তি আর মনের জোরে পড়াশোনা চালিয়ে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে নজির গড়েছেন ইউসুফ ।

ইউসুফের বাবার নাম হুমায়ুন আলি ও মা রোকেয়া বিবি । ইউসুফরা চার ভাই ও চার বোন ৷ বাবা না থাকলেও মা সাহস জোগাতেন ৷ তবে স্নাতকস্তরে পড়ার সময় মাও চলে যাওয়ায় সকলের ছোট মহম্মদ ইউসুফ হোসেনর মাথায় কার্যত দুশ্চিন্তার পাহাড় নেমে আসে । এরপর 2008 সালে ভাসাইপাইকর হাইস্কুল থেকে মাধ্যমিক এবং আল আমিন মিশন থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন ইউসুফ ৷ তারপর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকস্তরের পড়াশোনা সম্পন্ন করেন ।

ভাইয়ের সফলতায় চোখের জল বাঁধ মানছে না ৷ কষ্ট করে ভাইয়ের এই সাফল্যের কথা বলতে গিয়ে তাঁর গলাও ধরে এল ৷ ইউসুফ জানিয়েছেন, তিনি নিজে টিউশন পড়ানোর পাশাপাশি শুরু করেন ডব্লুবিসিএসের প্রস্তুতি । একদিকে হোম টিউশনি অন্যদিকে নিজের পরীক্ষার প্রস্তুতি । পারিবারিক অনটন তো ছিলই ৷ দাদারা খুব জরুরি অবস্থায় সাহায্য করলেও সবসময় পারতেন না ৷ তাই নিজের পড়াশোনা ও যাবতীয় খরচ নিজেই চালাতেন ৷

এর মধ্যেই 2020 সালের ডব্লু বিসিএস পরীক্ষায় সফলতা লাভ করেন মহম্মদ ইউসুফ । জেনারেল ক্যাটাগরিতে তাঁর র‍্যাঙ্ক হয় 148 । ভাসাইপাইকরের মতো গ্রামীণ এলাকায় প্রথম কেউ ডব্লুবিসিএস অফিসার হওয়ার খবরে স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ার এলাকায় ।

আরও পড়ুন : বিড়ি বেঁধে জীবন শুরু, কঠোর অনুশীলনে বিসিএসে বাজিমাৎ

For All Latest Updates

TAGGED:

WBCS Officer
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.