ETV Bharat / state

বিদ্যুৎ বিল মুকুবের দাবি, বহরমপুরে অবস্থান বিক্ষোভ BJP যুব মোর্চার - বিদ্যুৎ বিল মকুবের দাবিতে বিক্ষোভ

আজ বহরমপুরের চুঁয়াপুর 34 নম্বর জাতীয় সড়কের পাশে বিক্ষোভে শামিল হন BJP যুব মোর্চার কর্মীরা। তাঁদের দাবি, সর্বস্তরে তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করতে হবে।

ছবি
ছবি
author img

By

Published : May 13, 2020, 7:47 PM IST

বহরমপুর, 13 মে : তিন মাসের বিদ্যুৎ বিল মকুব ও রেশনে দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়ে বহরমপুরে অবস্থান বিক্ষোভ জেলা BJP-র যুব মোর্চার । আজ বহরমপুরের বিদ্যুৎ দপ্তর থেকে ঢিল ছোড়া দূরত্বে চুঁয়াপুর 34 নম্বর জাতীয় সড়কের পাশে বিক্ষোভে শামিল হন BJP যুব মোর্চার কর্মীরা।

কোরোনা উদ্ভূত পরিস্থিতি ও লকডাউনের জেরে বিপর্যস্ত অর্থনীতি । দেশের অধিকাংশ ব্যবসা,কাজ-কারবার সব বন্ধ । কাজ হারিয়েছেন বহু খেটে খাওয়া মানুষ । সবচেয়ে বেশি সমস্য়ায় রয়েছেন সমাজের নিম্নবিত্ত স্তরের দিন আনা দিন খাওয়া মানুষজন । বর্তমান পরিস্থিতিতে খাবার জোগাড় করা প্রায় মুশকিল হয়ে দাঁড়িয়েছে তাঁদের পক্ষে । রেশন বণ্টন শুরু হয়েছে । কিন্তু এর মাঝেই রাজ্যের একাধিক জায়গায় রেশন বণ্টন নিয়ে দুর্নীতির খবরও সামনে এসেছে । আজ এইসব ইশুতেই সরব হয় জেলা BJP-র যুব মোর্চা । যুব মোর্চার কর্মীদের কথায়, এই অবস্থায় বিদ্যুতের বিল বাড়তি বোঝা দাঁড়িয়েছে মানুষজনের কাছে ।

BJP যুব মোর্চার কর্মীদের , এই বিপর্যয়ে কেন্দ্র সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্র খাদ্য সুরক্ষা আইনে রেশন সামগ্রী দেওয়ার পাশাপাশি উজ্বলা গ্যাসে ছাড়, জনধন আ্যাকাউন্টে মাসিক 500 টাকা করে দেওয়া হচ্ছে । কিন্তু রাজ্য সরকারের তরফে পর্যাপ্ত সাহায্য পাওয়া যাচ্ছে না । দাবি, সর্বস্তরে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে। যাতে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পায়।

আজ বহরমপুর ছাড়া জেলার নানা ব্লকেও এই একই ইশুতে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের যুব মোর্চা । লকডাউনের বিধি নিষেধ মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখেই বিক্ষোভে শামিল হন তাঁরা।

বহরমপুর, 13 মে : তিন মাসের বিদ্যুৎ বিল মকুব ও রেশনে দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়ে বহরমপুরে অবস্থান বিক্ষোভ জেলা BJP-র যুব মোর্চার । আজ বহরমপুরের বিদ্যুৎ দপ্তর থেকে ঢিল ছোড়া দূরত্বে চুঁয়াপুর 34 নম্বর জাতীয় সড়কের পাশে বিক্ষোভে শামিল হন BJP যুব মোর্চার কর্মীরা।

কোরোনা উদ্ভূত পরিস্থিতি ও লকডাউনের জেরে বিপর্যস্ত অর্থনীতি । দেশের অধিকাংশ ব্যবসা,কাজ-কারবার সব বন্ধ । কাজ হারিয়েছেন বহু খেটে খাওয়া মানুষ । সবচেয়ে বেশি সমস্য়ায় রয়েছেন সমাজের নিম্নবিত্ত স্তরের দিন আনা দিন খাওয়া মানুষজন । বর্তমান পরিস্থিতিতে খাবার জোগাড় করা প্রায় মুশকিল হয়ে দাঁড়িয়েছে তাঁদের পক্ষে । রেশন বণ্টন শুরু হয়েছে । কিন্তু এর মাঝেই রাজ্যের একাধিক জায়গায় রেশন বণ্টন নিয়ে দুর্নীতির খবরও সামনে এসেছে । আজ এইসব ইশুতেই সরব হয় জেলা BJP-র যুব মোর্চা । যুব মোর্চার কর্মীদের কথায়, এই অবস্থায় বিদ্যুতের বিল বাড়তি বোঝা দাঁড়িয়েছে মানুষজনের কাছে ।

BJP যুব মোর্চার কর্মীদের , এই বিপর্যয়ে কেন্দ্র সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্র খাদ্য সুরক্ষা আইনে রেশন সামগ্রী দেওয়ার পাশাপাশি উজ্বলা গ্যাসে ছাড়, জনধন আ্যাকাউন্টে মাসিক 500 টাকা করে দেওয়া হচ্ছে । কিন্তু রাজ্য সরকারের তরফে পর্যাপ্ত সাহায্য পাওয়া যাচ্ছে না । দাবি, সর্বস্তরে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে। যাতে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পায়।

আজ বহরমপুর ছাড়া জেলার নানা ব্লকেও এই একই ইশুতে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের যুব মোর্চা । লকডাউনের বিধি নিষেধ মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখেই বিক্ষোভে শামিল হন তাঁরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.