বহরমপুর, 13 মে : তিন মাসের বিদ্যুৎ বিল মকুব ও রেশনে দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়ে বহরমপুরে অবস্থান বিক্ষোভ জেলা BJP-র যুব মোর্চার । আজ বহরমপুরের বিদ্যুৎ দপ্তর থেকে ঢিল ছোড়া দূরত্বে চুঁয়াপুর 34 নম্বর জাতীয় সড়কের পাশে বিক্ষোভে শামিল হন BJP যুব মোর্চার কর্মীরা।
কোরোনা উদ্ভূত পরিস্থিতি ও লকডাউনের জেরে বিপর্যস্ত অর্থনীতি । দেশের অধিকাংশ ব্যবসা,কাজ-কারবার সব বন্ধ । কাজ হারিয়েছেন বহু খেটে খাওয়া মানুষ । সবচেয়ে বেশি সমস্য়ায় রয়েছেন সমাজের নিম্নবিত্ত স্তরের দিন আনা দিন খাওয়া মানুষজন । বর্তমান পরিস্থিতিতে খাবার জোগাড় করা প্রায় মুশকিল হয়ে দাঁড়িয়েছে তাঁদের পক্ষে । রেশন বণ্টন শুরু হয়েছে । কিন্তু এর মাঝেই রাজ্যের একাধিক জায়গায় রেশন বণ্টন নিয়ে দুর্নীতির খবরও সামনে এসেছে । আজ এইসব ইশুতেই সরব হয় জেলা BJP-র যুব মোর্চা । যুব মোর্চার কর্মীদের কথায়, এই অবস্থায় বিদ্যুতের বিল বাড়তি বোঝা দাঁড়িয়েছে মানুষজনের কাছে ।
BJP যুব মোর্চার কর্মীদের , এই বিপর্যয়ে কেন্দ্র সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্র খাদ্য সুরক্ষা আইনে রেশন সামগ্রী দেওয়ার পাশাপাশি উজ্বলা গ্যাসে ছাড়, জনধন আ্যাকাউন্টে মাসিক 500 টাকা করে দেওয়া হচ্ছে । কিন্তু রাজ্য সরকারের তরফে পর্যাপ্ত সাহায্য পাওয়া যাচ্ছে না । দাবি, সর্বস্তরে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে। যাতে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পায়।
আজ বহরমপুর ছাড়া জেলার নানা ব্লকেও এই একই ইশুতে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের যুব মোর্চা । লকডাউনের বিধি নিষেধ মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখেই বিক্ষোভে শামিল হন তাঁরা।