ETV Bharat / state

নির্মীয়মাণ বাড়ির বালিতে যুবতির পচাগলা দেহ - মৃতদেহ উদ্ধার

নির্মীয়মাঁ বাড়ির বালির ভিতর থেকে যুবতির পচাগলা মৃতদেহ উদ্ধার । ঘটনাটি সামশেরগঞ্জের ভাসাইপাইকর গ্রাম পঞ্চায়েতের সাহেবনগর গ্রামের । ধর্ষণ করে খুন বলে অনুমান স্থানীয়দের ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 12, 2020, 4:31 PM IST

সামশেরগঞ্জ , 12 এপ্রিল : নির্মীয়মাণ বাড়ির বালির ভিতর থেকে যুবতির পচাগলা মৃতদেহ উদ্ধার । ঘটনাটি সামশেরগঞ্জের ভাসাইপাইকর গ্রাম পঞ্চায়েতের সাহেবনগর গ্রামের । ধর্ষণ করে খুন করা হয়েছে যুবতিকে, প্রাথমিকভাবে অনুমান স্থানীয়দের । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠিয়েছে । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, যুবতির স্বামী অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার কারণে সে বর্তমানে জেলে । এরপর শ্বশুরবাড়ি থেকে যুবতি তাঁর মায়ের কাছে চলে আসেন । বাপের বাড়ির সঙ্গেও যুবতির সম্পর্ক ভালো ছিল না । যুবতির মায়ের দাবি, একদিন তিনি দেখতে পান তাঁর মেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে । কোথায় যাচ্ছে তাঁকে নাকি কিছু জানাননি । তিনি ভাবেন হয়তো শ্বশুরবাড়ি যাচ্ছেন। এরপর তিনি তাঁর ছেলে অর্থাৎ যুবতির ভাইকে ফোনে ঘটনার কথা জানান ।

যুবতির চলে যাওয়ার 14 দিন পর তাঁর ভাই যুবতিকে ফোন করেন, দাবি করা হয়েছে এমনই । কিন্তু ফোনের ওপার থেকে অন্য একজনের গলার আওয়াজ আসে এবং জানায় জায়গাটি সাহেবনগর । এই ঘটনার পরও যুবতির পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেননি কেন । এই বয়ান ঘিরেই উঠছে প্রশ্ন ।

এরপর লকডাউনের জন্য বসির আলি নামে এক ব্যক্তির নির্মীয়মাণ বাড়ির কাজ বন্ধ ছিল । আজ সকালে বাড়ি প্লাস্টারের জন্য মিস্ত্রিরা কাজে লাগে । বালি সরাতে গেলেই পচা দুর্গন্ধ উঠতে শুরু করে। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হলে দেহ উদ্ধার করে । যুবতির মা মেয়ের দেহ শনাক্ত করেন । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

সামশেরগঞ্জ , 12 এপ্রিল : নির্মীয়মাণ বাড়ির বালির ভিতর থেকে যুবতির পচাগলা মৃতদেহ উদ্ধার । ঘটনাটি সামশেরগঞ্জের ভাসাইপাইকর গ্রাম পঞ্চায়েতের সাহেবনগর গ্রামের । ধর্ষণ করে খুন করা হয়েছে যুবতিকে, প্রাথমিকভাবে অনুমান স্থানীয়দের । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠিয়েছে । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, যুবতির স্বামী অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার কারণে সে বর্তমানে জেলে । এরপর শ্বশুরবাড়ি থেকে যুবতি তাঁর মায়ের কাছে চলে আসেন । বাপের বাড়ির সঙ্গেও যুবতির সম্পর্ক ভালো ছিল না । যুবতির মায়ের দাবি, একদিন তিনি দেখতে পান তাঁর মেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে । কোথায় যাচ্ছে তাঁকে নাকি কিছু জানাননি । তিনি ভাবেন হয়তো শ্বশুরবাড়ি যাচ্ছেন। এরপর তিনি তাঁর ছেলে অর্থাৎ যুবতির ভাইকে ফোনে ঘটনার কথা জানান ।

যুবতির চলে যাওয়ার 14 দিন পর তাঁর ভাই যুবতিকে ফোন করেন, দাবি করা হয়েছে এমনই । কিন্তু ফোনের ওপার থেকে অন্য একজনের গলার আওয়াজ আসে এবং জানায় জায়গাটি সাহেবনগর । এই ঘটনার পরও যুবতির পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেননি কেন । এই বয়ান ঘিরেই উঠছে প্রশ্ন ।

এরপর লকডাউনের জন্য বসির আলি নামে এক ব্যক্তির নির্মীয়মাণ বাড়ির কাজ বন্ধ ছিল । আজ সকালে বাড়ি প্লাস্টারের জন্য মিস্ত্রিরা কাজে লাগে । বালি সরাতে গেলেই পচা দুর্গন্ধ উঠতে শুরু করে। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হলে দেহ উদ্ধার করে । যুবতির মা মেয়ের দেহ শনাক্ত করেন । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.