ETV Bharat / state

মুর্শিদাবাদে পৌঁছাল কোরোনা ভ্যাকসিন - CORONA VACCINE

প্রথম দফায় জেলার সরকারি ও বেসরকারি 35 হাজার স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে কোরোনা টিকা ।

aaaa
AAA
author img

By

Published : Jan 13, 2021, 5:32 PM IST

বহরমপুর, 13 জানুয়ারি : প্রতীক্ষার অবসান । বুধবার বিকেলে স্বস্তির হাওয়া নিয়ে মুর্শিদাবাদে পৌঁছাল কোরোনা টিকা । প্রথম দফায় জেলায় পাঠানো হয়েছে 37 হাজার 500 ডোজ় ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, "আগামী শনিবার থেকেই জেলার 26টি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে। ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে । ভ্যাকসিন এসেছে মানেই স্বাস্থ্য বিধি না মানার প্রবণতা যেন না বাড়ে ।

প্রথম দফায় জেলার সরকারি ও বেসরকারি 35 হাজার স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে কোরোনার টিকা । জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 100 জনকে টিকা দেওয়ার জন্য 111টি ভ্যাকসিন মজুত রাখা উচিত । সেই আনুপাতিক হারে 37 হাজার 500 ভ্যাকসিনের ডোজ় পাঠানো হয়েছে ।

ভ্যাকসিন সংরক্ষণে পাঠানো হয়েছে ছটি কুলিং রেফ্রিজারেটর । জেলা মুখ্য স্বাস্থ অধিকর্তা জানিয়েছেন," নিয়ম মেনে ভ্যাকসিন সংরক্ষণে আমাদের পরিকাঠামোর ঘাটতি নেই । অটো পাওয়ার সিস্টেমেরও ব্যবস্থা রয়েছে । ভ্যাকসিন দিতে স্বাস্থ্য কর্মীদের উচ্চ পর্যায়ের প্রশিক্ষণও দেওয়া হয়েছে । "

বহরমপুর, 13 জানুয়ারি : প্রতীক্ষার অবসান । বুধবার বিকেলে স্বস্তির হাওয়া নিয়ে মুর্শিদাবাদে পৌঁছাল কোরোনা টিকা । প্রথম দফায় জেলায় পাঠানো হয়েছে 37 হাজার 500 ডোজ় ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, "আগামী শনিবার থেকেই জেলার 26টি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে। ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে । ভ্যাকসিন এসেছে মানেই স্বাস্থ্য বিধি না মানার প্রবণতা যেন না বাড়ে ।

প্রথম দফায় জেলার সরকারি ও বেসরকারি 35 হাজার স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে কোরোনার টিকা । জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 100 জনকে টিকা দেওয়ার জন্য 111টি ভ্যাকসিন মজুত রাখা উচিত । সেই আনুপাতিক হারে 37 হাজার 500 ভ্যাকসিনের ডোজ় পাঠানো হয়েছে ।

ভ্যাকসিন সংরক্ষণে পাঠানো হয়েছে ছটি কুলিং রেফ্রিজারেটর । জেলা মুখ্য স্বাস্থ অধিকর্তা জানিয়েছেন," নিয়ম মেনে ভ্যাকসিন সংরক্ষণে আমাদের পরিকাঠামোর ঘাটতি নেই । অটো পাওয়ার সিস্টেমেরও ব্যবস্থা রয়েছে । ভ্যাকসিন দিতে স্বাস্থ্য কর্মীদের উচ্চ পর্যায়ের প্রশিক্ষণও দেওয়া হয়েছে । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.