ETV Bharat / state

Sagardighi Lakhsmir Bhandar Controversy: সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধের অভিযোগে আন্দোলনে অধীর

সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা আসনে উপ নির্বাচন হয় ৷ সেই ভোটে কংগ্রেসের কাছে হেরে যায় তৃণমূল কংগ্রেস ৷ অভিযোগ, তার পরই ওই এলাকায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার এই নিয়ে আন্দোলন শুরু করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷

Sagardighi Lakhsmir Bhandar Controversy
Sagardighi Lakhsmir Bhandar Controversy
author img

By

Published : Apr 13, 2023, 2:55 PM IST

Updated : Apr 13, 2023, 3:27 PM IST

সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধের অভিযোগে আন্দোলনে অধীর

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 13 এপ্রিল: সাগরদিঘির পরাজয়ের কোপ এবার লক্ষ্মীর ভাণ্ডারে !

মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভায় ভরাডুবি হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের । সাম্প্রতিক উপ নির্বাচনে কংগ্রেসের কাছে হারতে হয়েছে তাদের ৷ উপভোক্তাদের অভিযোগ, তার প্রভাব পড়েছে লক্ষ্মীর ভাণ্ডারে । সাগরদিঘিতে বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ।

এই অভিযোগ সামনে আসতেই ময়দানে নেমেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া নিয়ে বৃহস্পতিবার তিনি সাগরদিঘি বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন ৷ তাঁর সঙ্গে ছিলেন সাগরদিঘির বিধায়ক কংগ্রেসের বাইরন বিশ্বাস-সহ কংগ্রেসের একাধিক নেতা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মুর্শিদাবাদ বরাবর কংগ্রেসের শক্তঘাঁটি হিসেবে পরিচিত ৷ 2011 সালের বিধানসভা নির্বাচনে সেই মুর্শিদাবাদে একটিমাত্র আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস ৷ আর সেই আসনটি ছিল সাগরদিঘি ৷ যদিও সেই সময় কংগ্রেস ও তৃণমূল জোট করে লড়াই করেছিল ৷ তবে 2016 ও 2021 সালে একা লড়েই ওই আসনে জিতেছিল তৃণমূল ৷ 2011 সাল থেকেই ওই কেন্দ্রে বিধায়ক ছিলেন সুব্রত সাহা ৷ তিনি মন্ত্রীও হন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে ৷

মাস কয়েক আগে তিনি মারা যান ৷ তার পর চলতি বছরের ফেব্রুয়ারির শেষে ওই কেন্দ্রে উপ নির্বাচন হয় ৷ সেই ভোটে বাম-কংগ্রেসের জোট প্রার্থী বাইরন বিশ্বাসের কাছে হেরে যান তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ তার পর থেকেই এই নিয়ে নানা আলোচনা চলছে রাজ্য রাজনীতিতে ৷ সংখ্যালঘুরা তৃণমূলের থেকে ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে ৷

কিন্তু তার মধ্যেই সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের উপভোক্তাদের টাকা দেওয়া বন্ধের অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হল ৷ এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও অধীর চৌধুরী তোপ দেগেছেন বাংলার শাসক দলের বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগ, সাগরদিঘির মানুষ কংগ্রেসকে ভোট দেওয়ায় প্রতিহিংসার রাজনীতি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই টাকা আদায় করেই ছাড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অধীর চৌধুরী ৷

আরও পড়ুন: সাগরদিঘি অতীত, 'পঞ্চায়েত জয়ে'র জন্য ঝাঁপানোর নির্দেশ মমতার

সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধের অভিযোগে আন্দোলনে অধীর

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 13 এপ্রিল: সাগরদিঘির পরাজয়ের কোপ এবার লক্ষ্মীর ভাণ্ডারে !

মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভায় ভরাডুবি হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের । সাম্প্রতিক উপ নির্বাচনে কংগ্রেসের কাছে হারতে হয়েছে তাদের ৷ উপভোক্তাদের অভিযোগ, তার প্রভাব পড়েছে লক্ষ্মীর ভাণ্ডারে । সাগরদিঘিতে বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ।

এই অভিযোগ সামনে আসতেই ময়দানে নেমেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া নিয়ে বৃহস্পতিবার তিনি সাগরদিঘি বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন ৷ তাঁর সঙ্গে ছিলেন সাগরদিঘির বিধায়ক কংগ্রেসের বাইরন বিশ্বাস-সহ কংগ্রেসের একাধিক নেতা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মুর্শিদাবাদ বরাবর কংগ্রেসের শক্তঘাঁটি হিসেবে পরিচিত ৷ 2011 সালের বিধানসভা নির্বাচনে সেই মুর্শিদাবাদে একটিমাত্র আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস ৷ আর সেই আসনটি ছিল সাগরদিঘি ৷ যদিও সেই সময় কংগ্রেস ও তৃণমূল জোট করে লড়াই করেছিল ৷ তবে 2016 ও 2021 সালে একা লড়েই ওই আসনে জিতেছিল তৃণমূল ৷ 2011 সাল থেকেই ওই কেন্দ্রে বিধায়ক ছিলেন সুব্রত সাহা ৷ তিনি মন্ত্রীও হন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে ৷

মাস কয়েক আগে তিনি মারা যান ৷ তার পর চলতি বছরের ফেব্রুয়ারির শেষে ওই কেন্দ্রে উপ নির্বাচন হয় ৷ সেই ভোটে বাম-কংগ্রেসের জোট প্রার্থী বাইরন বিশ্বাসের কাছে হেরে যান তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ তার পর থেকেই এই নিয়ে নানা আলোচনা চলছে রাজ্য রাজনীতিতে ৷ সংখ্যালঘুরা তৃণমূলের থেকে ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে ৷

কিন্তু তার মধ্যেই সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের উপভোক্তাদের টাকা দেওয়া বন্ধের অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হল ৷ এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও অধীর চৌধুরী তোপ দেগেছেন বাংলার শাসক দলের বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগ, সাগরদিঘির মানুষ কংগ্রেসকে ভোট দেওয়ায় প্রতিহিংসার রাজনীতি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই টাকা আদায় করেই ছাড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অধীর চৌধুরী ৷

আরও পড়ুন: সাগরদিঘি অতীত, 'পঞ্চায়েত জয়ে'র জন্য ঝাঁপানোর নির্দেশ মমতার

Last Updated : Apr 13, 2023, 3:27 PM IST

For All Latest Updates

TAGGED:

Sagardighi
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.