ETV Bharat / state

Adhir Chowdhury: আয়কর হানার ঘটনায় জাকিরের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী - Adhir Chowdhury extends his support to Jakir

জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতরের হানায় 11 কোটি টাকা উদ্ধার হয়েছে ৷ এ নিয়ে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ এই দুঃসময়ে জাকিরের পাশে দাঁড়ালেন অধীর চৌধুরী (Adhir Chowdhury over Jakir Hossain Incom Tax raid) ৷

Jakir Hossain
জাকির হোসেন
author img

By

Published : Jan 14, 2023, 2:29 PM IST

জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতরের হানা, কী বললেন অধীর চৌধুরী ?

বহরমপুর, 14 জানুয়ারি: আয়কর হানার ঘটনায় জাকিরের পাশে দাঁড়ালেন অধীর ৷ জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতরের হানার ঘটনায় তাঁর পাশে দাঁড়িয়ে অধীর চৌধুরী বলেন, "জাকিরের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই ৷ টাকা উদ্ধার হলেও আয়কর দফতর এখনও জাকিরের বিরুদ্ধে অভিযোগ এনে মুখ খোলেনি ৷ তাই আমরা বলতে পারিনা জাকির অপরাধী ৷" ভারত জোড়ো পদযাত্রায় সুতি পৌঁছে জাকিরকে কার্যত ক্লিনচিট দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

গত বুধবার জাকির হোসেনের চারটি ব্যবসা প্রতিষ্ঠান-সহ তার বাড়িতে আয়কর দফতর ম্যারাথন তল্লাশি অভিযান চালায় ৷ 11 কোটি টাকা বাজেয়াপ্ত করে আয়কর দফতর ৷ প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জাকির হোসেনের বাড়িতে আয়কর হানার ঘটনায় কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন রাজ্য ও জেলা নেতৃত্ব ৷ তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান বলেন, "এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷ জাকিরকে নিজেকেই এই সমস্যা মেটাতে হবে ৷ দল দায়বদ্ধ নয় ৷ দল যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে তৃণমূল বিধায়কের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷"

আরও পড়ুন: রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আয়কর তল্লাশি প্রসঙ্গে দাবি জাকির হোসেনের

অধীরবাবু বলেন, "জাকিরের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার কোনও অভিযোগ আমরা শুনিনি ৷ জাকিরের বিরুদ্ধে আবাস যোজনার দুর্নীতির অভিযোগও ওঠেনি ৷ এমন কয়লাপাচার, গরুপাচারেও কোনও দিন জাকিরের নাম জড়ায়নি ৷ ফলে অসৎ পথে এই টাকা উপার্জন করেনি জাকির ৷ মুর্শিদাবাদে প্রতিষ্ঠিত শিল্পপতির নাম জাকির হোসেন ৷" পাশাপাশি অধীরবাবু আরও বলেন, "তৃণমূল বিধায়কের উপর ভয়াবহ বিস্ফোরণের হামলা হয়েছিল ৷ জাকির আজও অসুস্থ ৷ ওই ঘটনায় বহুজন পঙ্গু হয়ে রয়েছে ৷ কিন্তু ঘটনার প্রকৃত তদন্ত হয়নি ৷ দল কোনও ব্যবস্থা নেয়নি ৷"

প্রসঙ্গত, জাকির হোসেনের সঙ্গে অধীর চৌধুরীর সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা রয়েছে ৷ 2016 সালে জাকির হোসেনের প্রত্যক্ষ রাজনীতিতে আসার আগে অধীর চৌধুরী জাকিরকে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ৷ কিন্তু জাকির হোসেন তা প্রত্যাখ্যান করেন ৷ তবে জাকির হোসেন তৃণমূলে আসার পরও অধীর-জাকির সম্পর্কের কোনওদিন অবনতি হয়নি ৷ এদিন তৃণমূল বিধায়কের পাশে দাঁড়িয়ে তার প্রমাণ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

আরও পড়ুন: 'জাকির হোসেন এবার ফকির হোসেন হয়ে যাবেন !' কটাক্ষ সুকান্তর

জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতরের হানা, কী বললেন অধীর চৌধুরী ?

বহরমপুর, 14 জানুয়ারি: আয়কর হানার ঘটনায় জাকিরের পাশে দাঁড়ালেন অধীর ৷ জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতরের হানার ঘটনায় তাঁর পাশে দাঁড়িয়ে অধীর চৌধুরী বলেন, "জাকিরের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই ৷ টাকা উদ্ধার হলেও আয়কর দফতর এখনও জাকিরের বিরুদ্ধে অভিযোগ এনে মুখ খোলেনি ৷ তাই আমরা বলতে পারিনা জাকির অপরাধী ৷" ভারত জোড়ো পদযাত্রায় সুতি পৌঁছে জাকিরকে কার্যত ক্লিনচিট দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

গত বুধবার জাকির হোসেনের চারটি ব্যবসা প্রতিষ্ঠান-সহ তার বাড়িতে আয়কর দফতর ম্যারাথন তল্লাশি অভিযান চালায় ৷ 11 কোটি টাকা বাজেয়াপ্ত করে আয়কর দফতর ৷ প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জাকির হোসেনের বাড়িতে আয়কর হানার ঘটনায় কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন রাজ্য ও জেলা নেতৃত্ব ৷ তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান বলেন, "এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷ জাকিরকে নিজেকেই এই সমস্যা মেটাতে হবে ৷ দল দায়বদ্ধ নয় ৷ দল যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে তৃণমূল বিধায়কের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷"

আরও পড়ুন: রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আয়কর তল্লাশি প্রসঙ্গে দাবি জাকির হোসেনের

অধীরবাবু বলেন, "জাকিরের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার কোনও অভিযোগ আমরা শুনিনি ৷ জাকিরের বিরুদ্ধে আবাস যোজনার দুর্নীতির অভিযোগও ওঠেনি ৷ এমন কয়লাপাচার, গরুপাচারেও কোনও দিন জাকিরের নাম জড়ায়নি ৷ ফলে অসৎ পথে এই টাকা উপার্জন করেনি জাকির ৷ মুর্শিদাবাদে প্রতিষ্ঠিত শিল্পপতির নাম জাকির হোসেন ৷" পাশাপাশি অধীরবাবু আরও বলেন, "তৃণমূল বিধায়কের উপর ভয়াবহ বিস্ফোরণের হামলা হয়েছিল ৷ জাকির আজও অসুস্থ ৷ ওই ঘটনায় বহুজন পঙ্গু হয়ে রয়েছে ৷ কিন্তু ঘটনার প্রকৃত তদন্ত হয়নি ৷ দল কোনও ব্যবস্থা নেয়নি ৷"

প্রসঙ্গত, জাকির হোসেনের সঙ্গে অধীর চৌধুরীর সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা রয়েছে ৷ 2016 সালে জাকির হোসেনের প্রত্যক্ষ রাজনীতিতে আসার আগে অধীর চৌধুরী জাকিরকে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ৷ কিন্তু জাকির হোসেন তা প্রত্যাখ্যান করেন ৷ তবে জাকির হোসেন তৃণমূলে আসার পরও অধীর-জাকির সম্পর্কের কোনওদিন অবনতি হয়নি ৷ এদিন তৃণমূল বিধায়কের পাশে দাঁড়িয়ে তার প্রমাণ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

আরও পড়ুন: 'জাকির হোসেন এবার ফকির হোসেন হয়ে যাবেন !' কটাক্ষ সুকান্তর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.