কান্দি, 3 জুলাই: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এবার কি জোট বদ্ধ হয়ে ভোটে লড়ছে কংগ্রেস ও বিজেপি ! একই দেওয়ালের উপরে এবং নীচে লেখা প্রার্থী ও দলের নাম। আর মাথায় লেখা রয়েছে জোট প্রার্থী। ঘটনা সামনে আসতেই অবশ্য দায় ঝেড়ে ফেলেছে বিজেপি এবং কংগ্রেস উভয় দলই ৷
মুর্শিদাবাদের কান্দিতে গ্রাম পঞ্চায়েতের আসনে বিজেপির প্রার্থী বাচ্চু রাজবংশী এবং কংগ্রেসের প্রার্থী জ্যোতি হাজরা বাগদির নাম লেখা রয়েছে একই দেওয়ালে ৷ দেওয়ালের আর এক প্রান্তে লেখা জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস মনোনিত প্রার্থীর নাম মৌসুমী হালদার। যার জেরে রীতিমতো শোরগোল পড়েছে যশোহরি আনুখা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। প্রশ্ন তুলছে সাধারন মানুষও। যেখানে দুই দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব একে অপরের বিরুদ্ধে গলা ফাটাচ্ছে, সেখানে কান্দি মহকুমার ঘোষবাটি গ্রামে ভোট প্রচারে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি প্রার্থীদের নির্বাচিত করার পাশাপাশি জেলা পরিষদের আসনে কংগ্রেসের হাত শক্ত করার আবেদন করা হচ্ছে সাধারণ মানুষের কাছে।
ভোট প্রচারের এই দেওয়াল লিখনে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এ বিষয়ে কংগ্রেসের কান্দি টাউন সংখ্যালঘু সভাপতি হাবিব এই বিষয়টিকে সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত বলেই দেগে দিয়েছেন ৷ তাঁর দাবি, এমন কোনও কিছুই হয়নি। তাঁর পালটা অভিযোগ, তৃণমূলের লোকরা কংগ্রেস দলকে বদনাম করার চেষ্টা করছে এসব করে। ষড়যন্ত্রের তত্ত্বও খাড়া করেছেন কংগ্রেস জেলা নেতৃত্ব ৷ তিনি বলেন, "প্রয়োজনে দলের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে ৷ তখনই জানা যাবে এর জন্য কে বা কারা দায়ী ৷"
অন্যদিকে, এই ঘটনায় বিজেপির মণ্ডল সভাপতি পলাশ দাস জানান, তাদের পক্ষ থেকে এমন দেওয়াল লিখন করা হয়নি। এটা তৃণমূলের পক্ষ থেকেই করা হয়েছে বলেও দাবি তাঁর। তিনি বলেন, "বিজেপি এত ভোট পাচ্ছে তাতে তৃণমূল ভয় পেয়ে এরকম চক্রান্ত করছে। কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনও জোট হয়নি। তারা যৌথভাবে কোনও প্রচারও করছে না। বিজেপি একাই লড়বে এবং জিতে দেখাবে যশোহরি আনুখা এক গ্রাম পঞ্চায়েতে।"
আরও পড়ুন: 'ঘরের ছেলে' কেষ্টকে আটকে রেখেছে, বীরভূমে 'ভার্চুয়াল' সভা থেকে তোপ দাগলেন মমতা
এমনিতেই রাজ্যের শাসকদল উঠতে-বসতে বিজেপির বি-টিম হয়ে কংগ্রেস কাজ করছে বলে অভিযোগ করে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা দেওয়াল লিখনে সাধারণ মানুষের মধ্যেও সাড়া ফেলে দিয়েছে। ঘটনার সত্যতা যাচাই যদিও এখনও করা হয়নি দু'দলের পক্ষ থেকেই। তবে আদপে এটা নিজ নিজ দলের পক্ষ থেকে দেওয়াল লিখন করা হয়েছে নাকি, এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, আপাতত তাই দেকছে দুই দলই ৷