ETV Bharat / state

গ্রামীণ ক্লাবের সদস্যদের দেওয়া হবে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ : সুজিত বসু - সুজিত বসু

মুর্শিদাবাদের ডোমকলে অগ্নিনির্বাপণ কেন্দ্রের উদ্বোধন করলেন অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু। গ্রামীণ ক্লাবের সদস্যদের দেওয়া হবে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ। বেলডাঙা, জঙ্গিপুর ও আজিমগঞ্জে অগ্নিনির্বাপণ কেন্দ্র হবে।

সুজিত বসু
author img

By

Published : Mar 3, 2019, 2:58 AM IST

ডোমকল, ৩ মার্চ : গ্রামীণ এলাকায় ক্লাবগুলিকে চিহ্নিত করে ক্লাব সদস্যদের অগ্নিনির্বাপণ ব্যবস্থার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে ক্লাবগুলিকে দেওয়া হবে অগ্নিনির্বাপণ সরঞ্জামও। গতকাল মুর্শিদাবাদের ডোমকলে অগ্নিনির্বাপণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে একথা ঘোষণা করেন অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে মুর্শিদাবাদে আরও তিনটি অগ্নিনির্বাপণ কেন্দ্র তৈরি করা হবে বলেও ঘোষণা করেন তিনি। ইতিমধ্যে বেলডাঙায় অগ্নিনির্বাপণ কেন্দ্রের ভবন নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান। বাকি দুটি অগ্নিনির্বাপণ কেন্দ্র হবে জঙ্গিপুর ও আজিমগঞ্জে।

সুজিতবাবু বলেন, "রাজ্যের অগ্নিনির্বাপণ দপ্তর অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে। আধুনিক মানের কন্ট্রোল রুমের পাশাপাশি আধুনিক সরঞ্জাম কেনারও বরাত দেওয়া হয়েছে। আমাদের দপ্তরে সর্বোচ্চ ৬৮ মিটার উচ্চতার ল্যাডার ছিল। আমরা ১০২ মিটার উচ্চতার ল্যাডারের বরাত দিয়েছি। ২০০০টি ফায়ার ফাইটার বল, আরও ১০০টি মোটরবাইকও কেনা হচ্ছে। মোটরবাইকগুলিতে ১৫ লিটারের ফোম ও ১৫ লিটারের জলের সিলিন্ডার থাকবে। গলিতে যেখানে দমকলের গাড়ি প্রবেশ করতে পারবে না সেখানে মোটরবাইক গিয়ে আগুনের মোকাবিলা করবে। ফায়ার ফাইটার বলে এক ধরনের রাসায়নিক থাকবে যাতে বল ফাটলেই রাসায়নিক ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে আসবে। আমাদের লক্ষ্য রাজ্যে ২০০টি অগ্নিনির্বাপণ কেন্দ্র গড়ে তোলার। ১৪১টি পরিষেবা চালু হয়ে গেছে। ১৯টির কাজ চলছে। এছাড়া আরও ৪০টির প্রস্তাব জমা পড়েছে। এক বছরের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছাতে পারব।"

গতকাল ডোমকলের অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রমমন্ত্রী জাকির হোসেন জঙ্গিপুরে একটি ও মুর্শিদাবাদ কেন্দ্রের বিধায়ক শাওনি সিংহ রায় আজিমগঞ্জে অপর একটি দমকল কেন্দ্রের প্রস্তাব দেন। দুটি প্রস্তাব গ্রহণ করে সুজিত বসু বলেন, "বেলডাঙায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি দমকল কেন্দ্র তৈরি হচ্ছে। ভবন নির্মাণের জন্য পূর্ত দপ্তরকে ইতিমধ্যে এক কোটি টাকা দেওয়া হয়েছে। জঙ্গিপুর ও আজিমগঞ্জে প্রয়োজনের ভিত্তিতে দুটি দমকল কেন্দ্র তৈরি করা হবে।"

অনুষ্ঠানে সুজিত বসুর সঙ্গে ছিলেন ডিজি ফায়ার জগমোহন, জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন, ডোমকল পৌরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন, SDO দিব্যা লোগানাথন প্রমুখ।

undefined

ডোমকল, ৩ মার্চ : গ্রামীণ এলাকায় ক্লাবগুলিকে চিহ্নিত করে ক্লাব সদস্যদের অগ্নিনির্বাপণ ব্যবস্থার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে ক্লাবগুলিকে দেওয়া হবে অগ্নিনির্বাপণ সরঞ্জামও। গতকাল মুর্শিদাবাদের ডোমকলে অগ্নিনির্বাপণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে একথা ঘোষণা করেন অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে মুর্শিদাবাদে আরও তিনটি অগ্নিনির্বাপণ কেন্দ্র তৈরি করা হবে বলেও ঘোষণা করেন তিনি। ইতিমধ্যে বেলডাঙায় অগ্নিনির্বাপণ কেন্দ্রের ভবন নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান। বাকি দুটি অগ্নিনির্বাপণ কেন্দ্র হবে জঙ্গিপুর ও আজিমগঞ্জে।

সুজিতবাবু বলেন, "রাজ্যের অগ্নিনির্বাপণ দপ্তর অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে। আধুনিক মানের কন্ট্রোল রুমের পাশাপাশি আধুনিক সরঞ্জাম কেনারও বরাত দেওয়া হয়েছে। আমাদের দপ্তরে সর্বোচ্চ ৬৮ মিটার উচ্চতার ল্যাডার ছিল। আমরা ১০২ মিটার উচ্চতার ল্যাডারের বরাত দিয়েছি। ২০০০টি ফায়ার ফাইটার বল, আরও ১০০টি মোটরবাইকও কেনা হচ্ছে। মোটরবাইকগুলিতে ১৫ লিটারের ফোম ও ১৫ লিটারের জলের সিলিন্ডার থাকবে। গলিতে যেখানে দমকলের গাড়ি প্রবেশ করতে পারবে না সেখানে মোটরবাইক গিয়ে আগুনের মোকাবিলা করবে। ফায়ার ফাইটার বলে এক ধরনের রাসায়নিক থাকবে যাতে বল ফাটলেই রাসায়নিক ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে আসবে। আমাদের লক্ষ্য রাজ্যে ২০০টি অগ্নিনির্বাপণ কেন্দ্র গড়ে তোলার। ১৪১টি পরিষেবা চালু হয়ে গেছে। ১৯টির কাজ চলছে। এছাড়া আরও ৪০টির প্রস্তাব জমা পড়েছে। এক বছরের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছাতে পারব।"

গতকাল ডোমকলের অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রমমন্ত্রী জাকির হোসেন জঙ্গিপুরে একটি ও মুর্শিদাবাদ কেন্দ্রের বিধায়ক শাওনি সিংহ রায় আজিমগঞ্জে অপর একটি দমকল কেন্দ্রের প্রস্তাব দেন। দুটি প্রস্তাব গ্রহণ করে সুজিত বসু বলেন, "বেলডাঙায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি দমকল কেন্দ্র তৈরি হচ্ছে। ভবন নির্মাণের জন্য পূর্ত দপ্তরকে ইতিমধ্যে এক কোটি টাকা দেওয়া হয়েছে। জঙ্গিপুর ও আজিমগঞ্জে প্রয়োজনের ভিত্তিতে দুটি দমকল কেন্দ্র তৈরি করা হবে।"

অনুষ্ঠানে সুজিত বসুর সঙ্গে ছিলেন ডিজি ফায়ার জগমোহন, জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন, ডোমকল পৌরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন, SDO দিব্যা লোগানাথন প্রমুখ।

undefined
Special Advisory
Saturday 2nd March 2019
Clients, please note - the following prospected story can no longer be delivered by SNTV:
CRICKET: Highlights from the 1st ODI between India and Australia in Hyderabad, India.
There has been a difficulty receiving the footage from the distributor. We are seeking further information on future ODIs in the series.
Apologies for any inconvenience.
Regards,
SNTV
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.