ETV Bharat / state

সামশেরগঞ্জে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, জখম 4

আমিরুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ । সমশেরগঞ্জের তিনপাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের দেবীদাসপুর এলাকার ঘটনা । জখম চার ৷

author img

By

Published : Aug 4, 2020, 6:06 PM IST

গোষ্ঠী সংঘর্ষ
গোষ্ঠী সংঘর্ষ

সামশেরগঞ্জ, 4 অগাস্ট : যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ । উত্তপ্ত সামসেরগঞ্জ । জখম হয়েছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ চারজন ।

সামশেরগঞ্জের তিনপাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের দেবীদাসপুর এলাকায় আজ বেলা 12টা নাগাদ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ও তাঁর অনুগামীরা ৷ অভিযোগ, তখনই তৃণমূলের আর এক গোষ্ঠী আনারুল হক ও তাঁর অনুগামীরা তাঁদের উপর চড়াও হন ৷ এই ঘটনায় সুতি 2-এর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ মোট চারজন জখম হন ৷ তাঁদের ইতিমধ্যেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূলেরই জেলা পরিষদ সদস্য তথা মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য ও পরিবেশ বিভাগের কর্মাধ্যক্ষ আনারুল হক ও তাঁর অনুগামীদেরা । যদিও অভিযোগ অস্বীকার করেছেন আনারুল হক ।

স্থানীয় সূত্রে খবর, এর আগেও বেশ কয়েকবার দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ও সংঘর্ষের ঘটনা সামনে এসেছে ৷ আর আজ তা চরমে ওঠে ।

সামশেরগঞ্জ, 4 অগাস্ট : যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ । উত্তপ্ত সামসেরগঞ্জ । জখম হয়েছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ চারজন ।

সামশেরগঞ্জের তিনপাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের দেবীদাসপুর এলাকায় আজ বেলা 12টা নাগাদ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ও তাঁর অনুগামীরা ৷ অভিযোগ, তখনই তৃণমূলের আর এক গোষ্ঠী আনারুল হক ও তাঁর অনুগামীরা তাঁদের উপর চড়াও হন ৷ এই ঘটনায় সুতি 2-এর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ মোট চারজন জখম হন ৷ তাঁদের ইতিমধ্যেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূলেরই জেলা পরিষদ সদস্য তথা মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য ও পরিবেশ বিভাগের কর্মাধ্যক্ষ আনারুল হক ও তাঁর অনুগামীদেরা । যদিও অভিযোগ অস্বীকার করেছেন আনারুল হক ।

স্থানীয় সূত্রে খবর, এর আগেও বেশ কয়েকবার দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ও সংঘর্ষের ঘটনা সামনে এসেছে ৷ আর আজ তা চরমে ওঠে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.