ETV Bharat / state

ছাত্রীকে অপহরণ করে পাচারের অভিযোগে গ্রেপ্তার CISF জওয়ান - farakka

ছাত্রীকে অপহরণ করে পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হল এক CISF জওয়ানকে।

ধৃত CISF জওয়ান চন্দ্রপল গিরি
author img

By

Published : Mar 25, 2019, 9:43 PM IST

ফারাক্কা, 25 মার্চ : ক্লাস নাইনের ছাত্রীকে অপহরণ করে পাচারের অভিযোগ উঠল CISF জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্তের নাম চন্দ্রপল গিরি। বাড়ি উত্তরপ্রদেশের বলদেবনগর এলাকায়। গতরাতে মুর্শিদাবাদের ফারাক্কা থানার পুলিশ চন্দ্রপলকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফারাক্কার তিলডাঙা হাইস্কুলের ক্লাস নাইনের এক ছাত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলেন চন্দ্রপল। গত বছরের ২৯ ডিসেম্বর স্কুল যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান চন্দ্রপল। ছাত্রীর পরিবার চন্দ্রপলের বিরুদ্ধে ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। গতরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফারাক্কা, 25 মার্চ : ক্লাস নাইনের ছাত্রীকে অপহরণ করে পাচারের অভিযোগ উঠল CISF জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্তের নাম চন্দ্রপল গিরি। বাড়ি উত্তরপ্রদেশের বলদেবনগর এলাকায়। গতরাতে মুর্শিদাবাদের ফারাক্কা থানার পুলিশ চন্দ্রপলকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফারাক্কার তিলডাঙা হাইস্কুলের ক্লাস নাইনের এক ছাত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলেন চন্দ্রপল। গত বছরের ২৯ ডিসেম্বর স্কুল যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান চন্দ্রপল। ছাত্রীর পরিবার চন্দ্রপলের বিরুদ্ধে ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। গতরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।


New Delhi, Mar 25 (ANI): Airports Authority of India jointly organised a "Dance and Music " in the Park event with Spic Macay in Capital New Delhi for all its Delhi based official. Renowned Classical Flutist Hariprasad Chaurasia, Sangeet Natak Akademi Award winning classical dancer Malavika Sarukkai, classical vocalist Pandit Jasraj and Kutiyattam practitioner Kapila Venu enthralled the audience with their mesmerising classical music and dance.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.