বহরমপুর, 24 মে : বহরমপুরে কলেজ ছাত্রী সুতপা চৌধুরী খুনের ঘটনায় একমাসের মধ্যেই চার্জশিট জমা দিচ্ছে বহরমপুর থানার পুলিশ । ইতিমধ্যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট রিপোর্ট চলে এসেছে (Baharampur College Student Murder) । খুনে ব্যবহৃত ছুরি, প্লাস্টিক ও বন্দুকের ওপর সুশান্ত চৌধুরীর পাওয়া ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা ।
এদিকে খুনের ঘটনায় একাধিক ডিজিটাল এভিডেন্স ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । সেই রিপোর্টও দু-একদিনের মধ্যে চলে আসবে । অন্যদিকে প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ । সমস্ত তথ্য প্রমাণ-সহ এক মাসের মধ্যেই চার্জশিট জমা দেবে বহরমপুর থানার পুলিশ । জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, "চার্জশিট জমা হলেই কাস্টাডিয়ান ট্রায়াল (Custodial Trial) শুরু হবে ।"
আরও পড়ুন : Baharampur College Student Murder : অবশেষে বহরমপুরে কলেজ ছাত্রীর খুনের ঘটনার অভিযুক্তের স্বীকারোক্তি
সুতপা খুন মামলায় প্রথম থেকেই আঁটোসাঁটো হয়ে তদন্তে নেমেছিল বহরমপুর থানা । তদন্তকারী সংস্থাকে 90 দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ থাকে । কিন্তু এক্ষেত্রে পুলিশ তার অনেক আগেই খুনের মামলার প্রাথমিক তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে যাচ্ছে । এমনকী 2017 সালে সুতপার বাবা মালদা মহিলা থানায় সুশান্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । সেই রিপোর্ট সংগ্রহ করে জুড়ে দেওয়া হচ্ছে চার্জশিটে । বহরমপুর থানার পুলিশ জানিয়েছে, তদন্তের জাল গুটিয়ে আনা হয়েছে । প্রতিটি ক্ষেত্রেই সুশান্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে । আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন অনেকে ।