ETV Bharat / state

গোরুপাচার কাণ্ডে এনামুলের 3 ভাইকে নোটিস সিবিআইয়ের - CBI

সূত্রের খবর, দুবাই অথবা বাংলাদেশে পালিয়ে গিয়েছে এনামুলের ওই তিন ভাই। সিবিআই নোটিস গ্রহণ করেছে এনামুলের ম্যানেজার। আগামী সপ্তাহে তাদের হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

CBI notice to enamul's brothers
গোরুপাচারকাণ্ডে সিবিআইয়ের নোটিস
author img

By

Published : Jan 10, 2021, 3:28 PM IST

কলকাতা, 10 জানুয়ারি : গোরুপাচারকাণ্ডে এনামুলের দূর সম্পর্কের তিন ভাইকে নোটিস পাঠালো সিবিআই। যদিও যাদের নামে নোটিস দেওয়া হয়েছে তারা এদেশে নেই বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দুবাই অথবা বাংলাদেশে পালিয়ে গিয়েছে এনামুলের ওই তিন ভাই। সিবিআইয়ে নোটিস গ্রহণ করেছে এনামুলের ম্যানেজার। আগামী সপ্তাহে তাদের হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কয়েকদিন আগেই নিজাম প্যালেসে নিয়ে আসা হয় গোরুপাচারকারী এনামুল হককে। সেখানে জেরায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এনামুল। যদিও এনামুলের দাবি, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। মাস কয়েক আগেই দিল্লিতে এনামুলকে গ্রেপ্তার করে সিবিআই। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার সময় সে অসুস্থ হয়ে পড়ে। কোরোনায় আক্রান্ত হয়েছে বলে দাবি করে সে। সেই সময় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।

সুস্থ হলে এনামুলকে তদন্তকারী অফিসারেরা জিজ্ঞাসাবাদ করেন। এনামুলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা জানতে পারে গোরুপাচারকাণ্ডে জাল কতদূর ছড়িয়েছিল সে। রাজ্যের কোন কোন প্রভাবশালী মানুষ এই কারবারের সঙ্গে যুক্ত ছিলেন তাও জানতে পারেন সিবিআই আধিকারিকরা।

কলকাতা, 10 জানুয়ারি : গোরুপাচারকাণ্ডে এনামুলের দূর সম্পর্কের তিন ভাইকে নোটিস পাঠালো সিবিআই। যদিও যাদের নামে নোটিস দেওয়া হয়েছে তারা এদেশে নেই বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দুবাই অথবা বাংলাদেশে পালিয়ে গিয়েছে এনামুলের ওই তিন ভাই। সিবিআইয়ে নোটিস গ্রহণ করেছে এনামুলের ম্যানেজার। আগামী সপ্তাহে তাদের হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কয়েকদিন আগেই নিজাম প্যালেসে নিয়ে আসা হয় গোরুপাচারকারী এনামুল হককে। সেখানে জেরায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এনামুল। যদিও এনামুলের দাবি, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। মাস কয়েক আগেই দিল্লিতে এনামুলকে গ্রেপ্তার করে সিবিআই। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার সময় সে অসুস্থ হয়ে পড়ে। কোরোনায় আক্রান্ত হয়েছে বলে দাবি করে সে। সেই সময় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।

সুস্থ হলে এনামুলকে তদন্তকারী অফিসারেরা জিজ্ঞাসাবাদ করেন। এনামুলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা জানতে পারে গোরুপাচারকাণ্ডে জাল কতদূর ছড়িয়েছিল সে। রাজ্যের কোন কোন প্রভাবশালী মানুষ এই কারবারের সঙ্গে যুক্ত ছিলেন তাও জানতে পারেন সিবিআই আধিকারিকরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.