ETV Bharat / state

নওদা ও কান্দি বিধানসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা কংগ্রেসের

তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই কান্দি ও নওদা বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস তাদের দুই প্রর্থীর নাম ঘোষণা করল। আজ বিকেলে সাংবাদিক বৈঠকে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন অধীর চোধুরি।

মুর্শিদাবাদের জেলা কংগ্রেস কমিটি
author img

By

Published : May 1, 2019, 7:38 PM IST

Updated : May 1, 2019, 9:46 PM IST

বহরমপুর ও কলকাতা, 1 মে : নওদা ও কান্দি বিধানসভার উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস । কংগ্রেসের তরফে নওদায় লড়বেন সুনীল মণ্ডল ও কান্দিতে সফিউল আলম খান (বনু খান) । অন্যদিকে, তৃণমূল আগেই ওই দুই কেন্দ্রে তাদের প্রার্থী ঘোষণা করেছে । নওদায় সাহিনা মমতাজ ও কান্দিতে গৌতম রায়কে তৃণমূল প্রার্থী করেছে ।

ভিডিয়োয় শুনুন অধীর চৌধুরির বক্তব্য

কান্দি ও নওদার দুই কংগ্রেস বিধায়ক লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন । এরপর তাঁরা বহরমপুর ও মুর্শিদাবাদ থেকে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়ান । তাই ওই দু'টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে । গতকাল সন্ধেয় হলদিয়া থেকে তৃণমূলের দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মুর্শিদাবাদের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ।

অন্যদিকে, আজ বিকেলে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে কংগ্রেসের দুই প্রার্থীর নাম ঘোষণা করেন অধীর চোধুরি । আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন । দুই কেন্দ্রে নির্বাচন ২০ মে । ফলে লোকসভা নির্বাচন শেষ হতেই মুর্শিদাবাদের দুই বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দামামা বেজে গেল ।

বহরমপুর ও কলকাতা, 1 মে : নওদা ও কান্দি বিধানসভার উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস । কংগ্রেসের তরফে নওদায় লড়বেন সুনীল মণ্ডল ও কান্দিতে সফিউল আলম খান (বনু খান) । অন্যদিকে, তৃণমূল আগেই ওই দুই কেন্দ্রে তাদের প্রার্থী ঘোষণা করেছে । নওদায় সাহিনা মমতাজ ও কান্দিতে গৌতম রায়কে তৃণমূল প্রার্থী করেছে ।

ভিডিয়োয় শুনুন অধীর চৌধুরির বক্তব্য

কান্দি ও নওদার দুই কংগ্রেস বিধায়ক লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন । এরপর তাঁরা বহরমপুর ও মুর্শিদাবাদ থেকে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়ান । তাই ওই দু'টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে । গতকাল সন্ধেয় হলদিয়া থেকে তৃণমূলের দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মুর্শিদাবাদের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ।

অন্যদিকে, আজ বিকেলে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে কংগ্রেসের দুই প্রার্থীর নাম ঘোষণা করেন অধীর চোধুরি । আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন । দুই কেন্দ্রে নির্বাচন ২০ মে । ফলে লোকসভা নির্বাচন শেষ হতেই মুর্শিদাবাদের দুই বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দামামা বেজে গেল ।

sample description
Last Updated : May 1, 2019, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.