ETV Bharat / state

জলঙ্গি সীমান্তে উদ্ধার গাঁজা ও ফেনসিডিল

author img

By

Published : Jul 8, 2020, 6:09 PM IST

Updated : Jul 8, 2020, 6:32 PM IST

সাড়ে 10 কেজি গাঁজা ও 78 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হল ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৷

BSF seized weed and phensedyl
জলঙ্গি সীমান্তে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

জলঙ্গি, 8 জুলাই : পাচারের আগেই গাঁজা ও নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হল ভারত-বাংলাদেশ সীমান্তে ৷ উদ্ধার করলেন BSF-এর বহরমপুর সেক্টরের 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷

জলঙ্গি সংলগ্ন সীমান্ত দিয়ে গাঁজা, ফেনসিডিলের মতো মাদক নিয়মিত পাচার হচ্ছে । মঙ্গলবার রাতে নার্সারিপাড়া BOP থেকে উদ্ধার হয় সাড়ে 10 কেজি গাঁজা ও 78 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । তবে BSF জওয়ানরা তাড়া করলে পাচারকারীরা পালিয়ে যায় । বাজেয়াপ্ত গাঁজা ও কাফ সিরাপ জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেন জওয়ানরা ।

এর আগে 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তিনটি BOP থেকে কয়েক লাখ টাকার মাদক সহ দু'জনকে গ্রেপ্তার করে ।

জলঙ্গি, 8 জুলাই : পাচারের আগেই গাঁজা ও নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হল ভারত-বাংলাদেশ সীমান্তে ৷ উদ্ধার করলেন BSF-এর বহরমপুর সেক্টরের 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷

জলঙ্গি সংলগ্ন সীমান্ত দিয়ে গাঁজা, ফেনসিডিলের মতো মাদক নিয়মিত পাচার হচ্ছে । মঙ্গলবার রাতে নার্সারিপাড়া BOP থেকে উদ্ধার হয় সাড়ে 10 কেজি গাঁজা ও 78 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । তবে BSF জওয়ানরা তাড়া করলে পাচারকারীরা পালিয়ে যায় । বাজেয়াপ্ত গাঁজা ও কাফ সিরাপ জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেন জওয়ানরা ।

এর আগে 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তিনটি BOP থেকে কয়েক লাখ টাকার মাদক সহ দু'জনকে গ্রেপ্তার করে ।

Last Updated : Jul 8, 2020, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.