জলঙ্গি, 23 অগাস্ট : বাংলাদেশ থেকে পাচার হয়ে আসা ইলিশ বাজেয়াপ্ত করল BSF ৷ রবিবার দুপুর দু'টো নাগাদ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের চরভদ্র এলাকা থেকে 6 কুইন্টাল ইলিশ বাজেয়াপ্ত করে BSF-এর 141 নম্বর ব্যাটেলিয়ন।
সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিতে বিপুল পরিমাণ ইলিশ বস্তায় ভরে পাটের বান্ডিলের ভিতরে ঢুকিয়ে পাচার করা হচ্ছিল। BSF-এর স্পিডবোট দেখেই চোরা কারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালায়। উদ্ধার হওয়া ইলিশ আবগারি দপ্তরের হাতে তুলে দিয়েছে BSF।
জানা গিয়েছে, BSF-এর কাছে পাচারের আগাম খবর ছিল। সেইমতো চর ফরাজিপাড়ার BOP (বর্ডার আউট পোস্ট)-কে সতর্ক করা হয়েছিল। নজর রাখছিলেন জওয়ানরাও। দুপুর নাগাদ পদ্মায় পাটের বান্ডিল ভেসে আসতে দেখে সন্দেহ হয় জওয়ানদের। পাটের বান্ডিল লক্ষ্য করে স্পিডবোট নিয়ে এগোন জওয়ানরা। BSF-এর বোট দেখেই নদীতে ঝাঁপ দিয়ে পালায় চার-পাঁচজন পাচারকারী। এরপর পাটের বান্ডিল পাড়ে তুলতেই তার ভিতর থেকে ইলিশ ভরতি বস্তা উদ্ধার হয়৷
মোট 600 কেজি ইলিশ বাজেয়াপ্ত করে BSF। যার আনুমানিক বাজারমূল্য 9 লাখ 60 হাজার টাকা ।