ETV Bharat / state

'অধীর-গড়' বহরমপুরে BJP-র বাইক মিছিল - বহরমপুরে BJP-র বাইক মিছিল

অধীর-গড়ে গেরুয়া শিবিরের উত্থান ক্রমশ মাথা ব্যাথার কারণ হচ্ছে কংগ্রেস ও তৃণমূল উভয় শিবিরেরই ।

Bike rally of BJP in Baharampur
বহরমপুরে BJP-র বাইক মিছিল
author img

By

Published : Oct 14, 2020, 7:25 PM IST

বহরমপুর, 14 অক্টোবর : বহরমপুরে অধীর-গড়ে BJP-র OBC মোর্চার বাইক র‍্যালি । আজ দুপুরে ফরাসডাঙা থেকে বাইক মিছিল শুরু হয় । BJP কর্মীদের উপর হামলা ও OBC-দের জন্য 27 শতাংশ সংরক্ষণের দাবিতে বাইক নিয়ে মিছিল করা হয় । আজকের বাইক র‍্যালির নেতৃত্ব দেন OBC মোর্চার রাজ্য সভাপতি সুভাষ মণ্ডল । বহরমপুর শহরে BJP-র OBC মোর্চা এই মিছিল কংগ্রেস ও তৃণমূল শিবিরে কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।

তৃণমূল রাজ্যে ক্ষমতায় থাকলেও বহরমপুর শহর বরাবরই অধীর চৌধুরির গড় বলেই পরিচিত রাজনৈতিক মহলে । লোকসভা নির্বাচনের দিন তৃণমূলের ভোট লুটের বিরুদ্ধে রাস্তায় নেমে তার প্রমাণ দিয়েছেন বহরমপুরের সাংসদ । কিন্তু অধীর-গড়ে গেরুয়া শিবিরের উত্থান ক্রমশ মাথা ব্যাথার কারণ হচ্ছে যুযুধান দুই শিবিরেই ।

BJP কর্মীদের উপর হামলা, হত্যা ও তৃণমূলের গুন্ডারাজের অভিযোগ তুলে বাইক নিয়ে মিছিল করেন BJP-র OBC মোর্চার নেতা ও কর্মীরা । পাশাপাশি OBC-দের জন্য চাকরি-সহ বিভিন্ন ক্ষেত্রে 27 শতাংশ সংরক্ষণের দাবিও জানান তাঁরা ।

বহরমপুর, 14 অক্টোবর : বহরমপুরে অধীর-গড়ে BJP-র OBC মোর্চার বাইক র‍্যালি । আজ দুপুরে ফরাসডাঙা থেকে বাইক মিছিল শুরু হয় । BJP কর্মীদের উপর হামলা ও OBC-দের জন্য 27 শতাংশ সংরক্ষণের দাবিতে বাইক নিয়ে মিছিল করা হয় । আজকের বাইক র‍্যালির নেতৃত্ব দেন OBC মোর্চার রাজ্য সভাপতি সুভাষ মণ্ডল । বহরমপুর শহরে BJP-র OBC মোর্চা এই মিছিল কংগ্রেস ও তৃণমূল শিবিরে কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।

তৃণমূল রাজ্যে ক্ষমতায় থাকলেও বহরমপুর শহর বরাবরই অধীর চৌধুরির গড় বলেই পরিচিত রাজনৈতিক মহলে । লোকসভা নির্বাচনের দিন তৃণমূলের ভোট লুটের বিরুদ্ধে রাস্তায় নেমে তার প্রমাণ দিয়েছেন বহরমপুরের সাংসদ । কিন্তু অধীর-গড়ে গেরুয়া শিবিরের উত্থান ক্রমশ মাথা ব্যাথার কারণ হচ্ছে যুযুধান দুই শিবিরেই ।

BJP কর্মীদের উপর হামলা, হত্যা ও তৃণমূলের গুন্ডারাজের অভিযোগ তুলে বাইক নিয়ে মিছিল করেন BJP-র OBC মোর্চার নেতা ও কর্মীরা । পাশাপাশি OBC-দের জন্য চাকরি-সহ বিভিন্ন ক্ষেত্রে 27 শতাংশ সংরক্ষণের দাবিও জানান তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.