বহরমপুর, 6 মার্চ: সকাল সকাল বহরমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ বাইক ও স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে ৷ ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর (Bike rider dies in road accident in Murshidabad)। ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দিল ঘাতক গাড়িটিতে । সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে কান্দি বহরমপুর রাজ্য সড়কের ভবানীপুর মাঠপাড়া মোড়ে । ঘটনাস্থলে আসে কান্দি থানার পুলিশ ৷ পৌঁছয় দমকল আধিকারিকরা । আগুনে ভষ্মীভূত হয়ে গিয়েছে ঘাতক গাড়িটি । মৃত ব্যক্তির নাম নাসাই শেখ ৷ তিনি গোকর্ণের চাটরা গ্রামের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানা গিয়েছে ।
নাসাই শেখের দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বাইক আরোহী চাটরা থেকে কান্দি যাচ্ছিল । আর গাড়িটি কান্দি থেকে বহরমপুরের দিকে আসছিল । সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির চালক সরাসরি ধাক্কা মারে উলটো দিক থেকে আসা বাইক আরোহীকে । খবর জানাজানি হতে চাটরার এলাকাবাসীরা ছুটে আসে ৷ তারা এসে উদ্ধার করে বাইক আরোহীকে ৷ তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি ৷ জনতা আগুন ধরিয়ে দেয় ঘাতক গাড়িটিতে । ঘাতক গাড়ির চালক ঘুমিয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । দমকল বিভাগ থেকে এসে আগুন নেভালেও গাড়িটি ভস্মীভূত হয়ে যায় ।
পুলিশ সূত্রে খবর, গাড়িটি সরকারি কোম্পানির ছিল । যদিও ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি । গাড়ির চালক পলাতক । কান্দি থানার পুলিশ মুড়ে ফেলে পুরো এলাকা । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য । চালকের পরিচয় জানা যায়নি ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ঘটনার তদন্ত করছে কান্দি থানা ৷
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকে উঠল গাড়ি, ট্রেন-মারুতির সংঘর্ষে আহত একাধিক