বহরমপুর, 12 মে : বহরমপুরে কলেজ ছাত্রী খুনে মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে আরও দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক (Accused in police custody for two more days) । তদন্তের স্বার্থে অভিযুক্তকে মালদা নিতে যাওয়ার জন্য ফের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল বলেই পুলিশ সূত্রে খবর । তবে এদিন সুশান্তের পক্ষে সওয়াল করেছেন লিগ্যাল সেলের আইনজীবী । পরিবারের পক্ষ থেকে কোনও আইনজীবী দাঁড় করানো হয়নি ।
আরও পড়ুন : মেয়েটাই সুশান্তর জীবনটা নষ্ট করে দিয়েছিল, সুতপা-খুনে সাফাই ধৃতের কাকিমার
2 মে সন্ধ্যায় মেসের দরজায় কলেজ ছাত্রী সুতপাকে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে । ঘটনার তিন ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । পরদিন 3 মে তাকে আদালতে হাজির করা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন । 10 দিনের মেয়াদ শেষে আজ ফের চারদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর সিজেএম আদালতে হাজির করা হয়েছিল । বিচারক দু'দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন । সুশান্তের পক্ষে লিগ্যাল সেলের আইনজীবী পুলিশি হেফাজতের আবেদনে তীব্র আপত্তি জানিয়েছিলেন । কিন্তু বিচারক তাতে গুরুত্ব দেননি । আগামিকাল সুশান্তকে মালদা নিয়ে যাওয়া হতে পারে বলেও পুলিশ সূত্রে খবর ।