ETV Bharat / state

Berhampore College Student Murder : বহরমপুরে ছাত্রী খুনে অভিযুক্তের আরও 2 দিনের পুলিশ হেফাজত - Accused in police custody for two more days

বহরমপুরে কলেজ ছাত্রী খুনে সুশান্ত চৌধুরীকে আরও দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক (Accused in police custody for two more days)। তবে এদিন সুশান্তের পক্ষে সওয়াল করেছেন লিগ্যাল সেলের আইনজীবী । পরিবারের পক্ষ থেকে কোনও আইনজীবী দাঁড় করানো হয়নি ।

Berhampore College Student Murder news
বহরমপুরে ছাত্রী খুন
author img

By

Published : May 12, 2022, 8:57 PM IST

বহরমপুর, 12 মে : বহরমপুরে কলেজ ছাত্রী খুনে মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে আরও দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক (Accused in police custody for two more days) । তদন্তের স্বার্থে অভিযুক্তকে মালদা নিতে যাওয়ার জন্য ফের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল বলেই পুলিশ সূত্রে খবর । তবে এদিন সুশান্তের পক্ষে সওয়াল করেছেন লিগ্যাল সেলের আইনজীবী । পরিবারের পক্ষ থেকে কোনও আইনজীবী দাঁড় করানো হয়নি ।

আরও পড়ুন : মেয়েটাই সুশান্তর জীবনটা নষ্ট করে দিয়েছিল, সুতপা-খুনে সাফাই ধৃতের কাকিমার

2 মে সন্ধ্যায় মেসের দরজায় কলেজ ছাত্রী সুতপাকে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে । ঘটনার তিন ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । পরদিন 3 মে তাকে আদালতে হাজির করা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন । 10 দিনের মেয়াদ শেষে আজ ফের চারদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর সিজেএম আদালতে হাজির করা হয়েছিল । বিচারক দু'দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন । সুশান্তের পক্ষে লিগ্যাল সেলের আইনজীবী পুলিশি হেফাজতের আবেদনে তীব্র আপত্তি জানিয়েছিলেন । কিন্তু বিচারক তাতে গুরুত্ব দেননি । আগামিকাল সুশান্তকে মালদা নিয়ে যাওয়া হতে পারে বলেও পুলিশ সূত্রে খবর ।

বহরমপুর, 12 মে : বহরমপুরে কলেজ ছাত্রী খুনে মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে আরও দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক (Accused in police custody for two more days) । তদন্তের স্বার্থে অভিযুক্তকে মালদা নিতে যাওয়ার জন্য ফের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল বলেই পুলিশ সূত্রে খবর । তবে এদিন সুশান্তের পক্ষে সওয়াল করেছেন লিগ্যাল সেলের আইনজীবী । পরিবারের পক্ষ থেকে কোনও আইনজীবী দাঁড় করানো হয়নি ।

আরও পড়ুন : মেয়েটাই সুশান্তর জীবনটা নষ্ট করে দিয়েছিল, সুতপা-খুনে সাফাই ধৃতের কাকিমার

2 মে সন্ধ্যায় মেসের দরজায় কলেজ ছাত্রী সুতপাকে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে । ঘটনার তিন ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । পরদিন 3 মে তাকে আদালতে হাজির করা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন । 10 দিনের মেয়াদ শেষে আজ ফের চারদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর সিজেএম আদালতে হাজির করা হয়েছিল । বিচারক দু'দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন । সুশান্তের পক্ষে লিগ্যাল সেলের আইনজীবী পুলিশি হেফাজতের আবেদনে তীব্র আপত্তি জানিয়েছিলেন । কিন্তু বিচারক তাতে গুরুত্ব দেননি । আগামিকাল সুশান্তকে মালদা নিয়ে যাওয়া হতে পারে বলেও পুলিশ সূত্রে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.