ETV Bharat / state

মুর্শিদাবাদের তেতুলিয়ায় বোমাবাজির অভিযোগ, অভিযুক্ত তৃণমূল

তেতুলিয়ার বর্ডারপাড়া এলাকায় 248 ও 64 নম্বর বুথের কাছে বোমাবাজি হয় বলে অভিযোগ ৷

tmc-accused-of-bombing-tetulia-murshidabad
tmc-accused-of-bombing-tetulia-murshidabad
author img

By

Published : Apr 26, 2021, 10:11 AM IST

মুর্শিদাবাদ, 26 এপ্রিল : মুর্শিদাবাদে বোমাবাজির অভিযোগ ৷ অভিযুক্ত তৃণমূল ৷ মুর্শিদাবাদ বিধানসভার তেতুলিয়ায় বর্ডারপাড়া এলাকার ঘটনা ৷

তেতুলিয়ায় বোমাবাজির অভিযোগ

বিজেপি সমর্থকদের অভিযোগ, মুর্শিদাবাদ বিধানসভার তেতুলিয়ায় বর্ডারপাড়া এলাকায় 248 ও 64 নম্বর বুথের কাছে বোমাবাজি করে তৃণমূলের দুষ্কৃতীরা । বিজেপির কার্যালয়েও ভাঙচুরও করা হয় । ছিঁড়ে ফেলা হয় বিজেপির ফেস্টুন, ব্যানার । স্থানীয় বিজেপ সমর্থক নির্মক মণ্ডলের দাবি, তারা হারবে জেনে এলাকায় সন্ত্রাস করে ভোট বানচাল করতে চাইছে তৃণমূল ৷

উত্তেজনা থাকায় মুর্শিদাবাদ বিধানসভার তেতুলিয়ায় বর্ডারপাড়া এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল দিচ্ছে ।

মুর্শিদাবাদ, 26 এপ্রিল : মুর্শিদাবাদে বোমাবাজির অভিযোগ ৷ অভিযুক্ত তৃণমূল ৷ মুর্শিদাবাদ বিধানসভার তেতুলিয়ায় বর্ডারপাড়া এলাকার ঘটনা ৷

তেতুলিয়ায় বোমাবাজির অভিযোগ

বিজেপি সমর্থকদের অভিযোগ, মুর্শিদাবাদ বিধানসভার তেতুলিয়ায় বর্ডারপাড়া এলাকায় 248 ও 64 নম্বর বুথের কাছে বোমাবাজি করে তৃণমূলের দুষ্কৃতীরা । বিজেপির কার্যালয়েও ভাঙচুরও করা হয় । ছিঁড়ে ফেলা হয় বিজেপির ফেস্টুন, ব্যানার । স্থানীয় বিজেপ সমর্থক নির্মক মণ্ডলের দাবি, তারা হারবে জেনে এলাকায় সন্ত্রাস করে ভোট বানচাল করতে চাইছে তৃণমূল ৷

উত্তেজনা থাকায় মুর্শিদাবাদ বিধানসভার তেতুলিয়ায় বর্ডারপাড়া এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল দিচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.