জঙ্গিপুর, 17 এপ্রিল : করোনা আক্রান্ত হয়ে আরএসপি প্রার্থীর মৃত্যুর জেরে স্থগিত হল জঙ্গিপুর বিধানসভার ভোট ৷ পরে ওই বিধানসভার ভোটের দিনক্ষণ ঘোষণা হবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন ৷
শুক্রবার করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর ৷ বুধবার তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর মেলে ৷ বৃহস্পতিবার সকালে প্রদীপ নন্দীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মাতৃসদন কোভিড হাসপাতালে ভরতি করা হয় ৷ কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে ৷ এরপর হাসপাতালেই মৃত্যু হয় আরএসপি প্রার্থীর ৷ এদিকে জঙ্গিপুর বিধানসভায় ভোট হওয়ার কথা সপ্তম দফায় ৷ সপ্তম দফায় ভোট হওয়ার কথা রয়েছে আগামী 26 এপ্রিল ৷ কিন্তু আরএসপি প্রার্থীর মৃত্যুর জেরে ওই বিধানসভায় ভোট স্থগিত করল কমিশন ৷ কমিশন সূত্রে জানানো হয়েছে, ওই কেন্দ্রে কবে ভোট হবে, তা পরে জানানো হবে ৷
আরও পড়ুন: সল্টলেকের নয়াপট্টিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ
এর আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজ়াউল হকের ৷ ওই কেন্দ্রেও নির্ধারিত দিনের ভোট স্থগিত করেছে কমিশন ৷