ETV Bharat / state

বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

অষ্টম দফা ভোটের আগে বিজেপির পতাকা ছেঁড়া ও এলাকায় বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
author img

By

Published : Apr 28, 2021, 3:22 PM IST

বহরমপুর, 28 এপ্রিল : রাত পোহালেই অষ্টম দফার ভোট । তার আগে বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর বিধানসভার মনীন্দ্রনগর এলাকায় । যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷

ভোটের আগে বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি সূত্রে অভিযোগ, ভোটের জন্য বিজেপির পতাকা দিয়ে 11 টা কৃত্রিম গাছ তৈরি করা হয়েছিল । কিন্তু গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে সব তছনছ করে দেয় ৷ পাশাপাশি মণীন্দ্রনগরের 199 ও 200 নম্বর বুথ সংলগ্ন সমস্ত পতাকা ছিঁড়ে ফেলে ৷ পরে পতাকাগুলিতে আগুন লাগিয়ে পুড়িয়েও দেয় ৷ অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি তোলে বিজেপি শিবির ৷

এদিন সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকার বিজেপি সমর্থকরা প্রতিবাদ করতে পথে নামে । দোষীদের গ্রেফতারের দাবি তুলে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা । বিজেপি ওবিসি মোর্চার জেলা সভাপতি সৌরভ পাল জানিয়েছেন , নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছে দ্রুত এই ঘটনায় জড়িত অভিযুক্তদের শাস্তির জন্য ৷

আরও পড়ুন : সকালে তীব্র ভূমিকম্পে ঘুম ভাঙল অসমবাসীর; কেঁপে উঠল উত্তরবঙ্গ, ভুটানও

অন্যদিকে এলাকার তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও উত্তর মেলেনি ৷ যদিও তৃণমূল সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয় ৷

বহরমপুর, 28 এপ্রিল : রাত পোহালেই অষ্টম দফার ভোট । তার আগে বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর বিধানসভার মনীন্দ্রনগর এলাকায় । যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷

ভোটের আগে বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি সূত্রে অভিযোগ, ভোটের জন্য বিজেপির পতাকা দিয়ে 11 টা কৃত্রিম গাছ তৈরি করা হয়েছিল । কিন্তু গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে সব তছনছ করে দেয় ৷ পাশাপাশি মণীন্দ্রনগরের 199 ও 200 নম্বর বুথ সংলগ্ন সমস্ত পতাকা ছিঁড়ে ফেলে ৷ পরে পতাকাগুলিতে আগুন লাগিয়ে পুড়িয়েও দেয় ৷ অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি তোলে বিজেপি শিবির ৷

এদিন সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকার বিজেপি সমর্থকরা প্রতিবাদ করতে পথে নামে । দোষীদের গ্রেফতারের দাবি তুলে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা । বিজেপি ওবিসি মোর্চার জেলা সভাপতি সৌরভ পাল জানিয়েছেন , নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছে দ্রুত এই ঘটনায় জড়িত অভিযুক্তদের শাস্তির জন্য ৷

আরও পড়ুন : সকালে তীব্র ভূমিকম্পে ঘুম ভাঙল অসমবাসীর; কেঁপে উঠল উত্তরবঙ্গ, ভুটানও

অন্যদিকে এলাকার তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও উত্তর মেলেনি ৷ যদিও তৃণমূল সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.