বহরমপুর, 23 এপ্রিল : অধীর গড়ে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে কার্যত তুলোধুনো করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রধান আব্বাস সিদ্দিকী । ইসলামপুরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে আইএসএফ প্রধান অধীর চৌধুরীর সঙ্গে বিজেপি ও তৃণমূলের আঁতাতের অভিযোগ তুলেছেন ।
প্রচারে এসে আব্বাস সিদ্দিকী জানান, কংগ্রেসের বহু নেতৃত্ব চাইলেও অধীর চৌধুরী চাননি আইএসএফের সঙ্গে বিধানসভা নির্বাচনে জোট হোক । তাই জোটের শর্ত ভেঙেও মুর্শিদাবাদের রানিনগর ও মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী দিয়েছে আব্বাসের দল ।
রানিনগর বিধানসভার আইএসএফ প্রার্থী গোলাম মাসুম রেজার সমর্থনে নির্বাচনী সভায় দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন আইএসএফ সুপ্রিমো আব্বাস সিদ্দিকী । ইসলামপুর নেতাজি পার্কের ওই সভায় জেলার অন্যান্য কেন্দ্রের মোর্চার শরিক সিপিআইএমের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালেও কংগ্রেস প্রার্থীদের নামোচ্চারণ করেননি তিনি ।
আরও পড়ুন : আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়
প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরীর নাম করে তীব্র সমালোচনাও করেন আব্বাস । তিনি বলেন, ‘‘কংগ্রেসের সকল শীর্ষ নেতৃত্ব চাইলেও অধীর চৌধুরী চাননি জোট হোক । তাই মুর্শিদাবাদে আমরা জোট মানিনি ।’’ একই সঙ্গে অধীরের সঙ্গে বিজেপি ও তৃণমূলের গোপন আঁতাত আছে বলে দাবি করেছেন পীরজাদা ।