ETV Bharat / state

হাওড়া স্টেশনের বাথরুমে আগ্নেয়াস্ত্রের হাতবদল, উদ্ধার মুর্শিদাবাদে

মুর্শিদাবাদ জেলা পুলিশের SOG (স্পেশাল অপারেশন গ্রুপ) ও বড়ঞা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে হাওড়া থেকে মালদাগামী NBSTC-র বাস থেকে অস্ত্রগুলি উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে ২৪টি আগ্নেয়াস্ত্র, ৮টি ম্যাগজিনসহ ১০ রাউন্ড গুলি।

মুর্শিদাবাদে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Feb 24, 2019, 1:54 PM IST

Updated : Feb 24, 2019, 2:01 PM IST

বহরমপুর, ২৪ ফেব্রুয়ারি : মুর্শিদাবাদে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার অস্ত্র পাচারকারী। নাম হুমায়ুন শেখ। মুর্শিদাবাদ জেলা পুলিশের SOG (স্পেশাল অপারেশন গ্রুপ) ও বড়ঞা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে হাওড়া থেকে মালদাগামী NBSTC-র বাস থেকে অস্ত্রগুলি উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে ২৪টি আগ্নেয়াস্ত্র, ৮টি ম্যাগজিনসহ ১০ রাউন্ড গুলি।

ভিডিয়োয় দেখুন

জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, "আপনারা জানেন ৩০ জানুয়ারি আমরা দু'জনকে অ্যারেস্ট করেছিলাম। জুমরাতি শেখ ও টোফেল শেখ। তারাই খবরটা আমাদের দিয়েছিল। অস্ত্রগুলি মুঙ্গের থেকে প্রথমে হাওড়া স্টেশনে নিয়ে আসা হয়েছিল। তারপর হাওড়া স্টেশন চত্বরে বাথরুমে সেগুলো হাতবদল হয়। হাওড়া থেকেই পুলিশ হুমায়ুন শেখের উপর নজর রেখে আসছিল। হাওড়া থেকে মালদা যাওয়ার পথে বড়ঞা থানার করালিতলা মোড়ের কাছে বাস থামিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। বাসে তল্লাশি চালিয়ে চালকের সিটের পিছন থেকে একটি ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগেই অস্ত্রগুলি রাখা ছিল। ধৃতকে কান্দি আদালতে তোলা হবে। দশদিনের পুলিশ হেপাজতে নেওয়া হবে।"

বহরমপুর, ২৪ ফেব্রুয়ারি : মুর্শিদাবাদে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার অস্ত্র পাচারকারী। নাম হুমায়ুন শেখ। মুর্শিদাবাদ জেলা পুলিশের SOG (স্পেশাল অপারেশন গ্রুপ) ও বড়ঞা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে হাওড়া থেকে মালদাগামী NBSTC-র বাস থেকে অস্ত্রগুলি উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে ২৪টি আগ্নেয়াস্ত্র, ৮টি ম্যাগজিনসহ ১০ রাউন্ড গুলি।

ভিডিয়োয় দেখুন

জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, "আপনারা জানেন ৩০ জানুয়ারি আমরা দু'জনকে অ্যারেস্ট করেছিলাম। জুমরাতি শেখ ও টোফেল শেখ। তারাই খবরটা আমাদের দিয়েছিল। অস্ত্রগুলি মুঙ্গের থেকে প্রথমে হাওড়া স্টেশনে নিয়ে আসা হয়েছিল। তারপর হাওড়া স্টেশন চত্বরে বাথরুমে সেগুলো হাতবদল হয়। হাওড়া থেকেই পুলিশ হুমায়ুন শেখের উপর নজর রেখে আসছিল। হাওড়া থেকে মালদা যাওয়ার পথে বড়ঞা থানার করালিতলা মোড়ের কাছে বাস থামিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। বাসে তল্লাশি চালিয়ে চালকের সিটের পিছন থেকে একটি ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগেই অস্ত্রগুলি রাখা ছিল। ধৃতকে কান্দি আদালতে তোলা হবে। দশদিনের পুলিশ হেপাজতে নেওয়া হবে।"

Intro:tsstibf


Body:testing


Conclusion:gewerkt
Last Updated : Feb 24, 2019, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.