জঙ্গিপুর, 6 ফেব্রুয়ারি : পৌরনির্বাচনের আগে উত্তপ্ত জঙ্গিপুর । প্রাক্তন মন্ত্রী ও জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নিরাপত্তারক্ষীর উপর হামলা (attack on jakir hosens securities guard) । শনিবার মধ্যরাতে নিরাপত্তারক্ষী রিঙ্কু ওরফে আরিফ শেখের উপর হামলা চালায় দুষ্কৃতীরা । অভিযোগের তির তৃণমূলের দিকে । গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই হামলা বলে মনে করছেন স্থানীয়রা ।
আরও পড়ুন: Wall Writing in Murshidabad : পৌরভোটের দিন ঘোষণা হওয়ার আগেই দেওয়াল লিখন মুর্শিদাবাদে
সূত্রের খবর, শনিবার জাকির হোসেনের জনতার দরবার বাড়িতে কর্তব্যরত ছিলেন ওই নিরাপত্তারক্ষী ( attack on security guard) । অভিযোগ, সেইসময়েই তিনজন দুষ্কৃতী নিজেদের তৃণমূলের শীর্ষ নেতা পরিচয় দিয়ে তাঁকে দরজা খুলতে বলেন । দরজা খুলতেই অতর্কিতে তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা । আহত ওই নিরাপত্তারক্ষীর অভিযোগ, চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা । গুরুতর জখম অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই নিরাপত্তারক্ষী ।
আরও পড়ুন: Murshidabad Trinamool Congress : মন্ত্রী-বিধায়ককে হেনস্থা, তদন্ত কমিটি গড়ল তৃণমূল
প্রসঙ্গত, নির্বাচনের আগেই জঙ্গিপুরে জাকির হোসেনের নিরাপত্তরক্ষীর উপর হামলার ঘটনায় ইতিমধ্য়েই এলকায় চাঞ্চল্য ছড়িয়েছে । শনিবার হামলার সময় স্থানীয় বিধায়ক জাকির হোসেন তাঁর বাড়িতে ছিলেন না । সেখানেই প্রশ্ন হামলার কারণ নিয়ে ? হামলার কারণ জানতে ইতিমধ্যেই ঘটনর তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শাসকদেলর গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হামলা । 2021 সালে বিধানসভা নির্বাচনের আগেও জাকির হোসেনের উপর হামলা চালিয়ে ছিল দুষ্কৃতীরা । গুরুতর জখম অবস্থায় বেশ কিছুদিন হাসাপাতালে চিকিৎসার পর সুস্থ হন তিনি । বারবার নির্বাচনের আগে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ।