রঘুনাথগঞ্জ, 31 জুলাই: এক লক্ষ টাকার জালনোট-সহ পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ । শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে রঘুনাথগঞ্জের কাঁটাখালি থেকে ওই দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ (Raghunathganj Fake Notes) । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নাসিম শেখ ও মইদুল শেখ । তাদের বাড়ি রঘুনাথগঞ্জ থানার খড়কাটি কাঁটাখালিতে । টাকা হাত বদলের উদ্দেশ্যেই তারা জমায়েত হয়েছিল বলে অনুমান পুলিশের । শনিবার ধৃতদের জঙ্গিপুর মহুকুমা আদালতে তোলা হয়েছে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ।
জঙ্গিপুর পুলিশ জেলার এসপির নেতৃত্বে বিশেষ দল গঠন করার পর প্রথম দিনেই এল সাফল্য । কাঁটাখালি এলাকা থেকে এক লক্ষ টাকার ভারতীয় জালনোট-সহ দু'জনকে গ্রেফতার করল এই বিশেষ দল । প্রাথমিক জেরায় ধৃতরা দাবি করেছে, তারা নোট পাচার চক্রে ক্যারিয়ার হিসাবে কাজ করে । নোট পাচারে সফল হলে দু'জনে দশ হাজার টাকা করে পেত । তদন্তকারীদের দাবি, ডি কোম্পানির তৈরি এই জালনোট ভারতে ঢোকে বাংলাদেশ থেকে । মালদা-মুর্শিদাবাদ থেকে ছড়ায় গোটা দেশে । ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে মূল চক্রিদের নাগাল পেতে মরিয়া পুলিশ ।
আরও পড়ুন : ধুলিয়ানে 74 হাজার টাকার জালনোট, গ্রেফতার দুই ঝাড়খণ্ডবাসী