জলঙ্গি , 1 মে : এবার রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের জলঙ্গিতে ৷ আজ সকালে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রাহকরা ৷
রাজ্যের একাধিক জেলায় রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে । বিক্ষোভের ঘটনা প্রায় ঘটেই চলেছে ৷ আজ এই একই অভিযোগে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন 300 গ্রাহক । সাইদুল ইসলাম নামে ওই রেশন ডিলার আজ সকাল থেকে সামগ্রী দেওয়া শুরু করেন ৷ কিন্তু যে পরিমাণ দ্রব্য দেওয়ার কথা , সেই পরিমাণ দ্রব্য দিচ্ছিলেন না বলে অভিযোগ ওঠে ৷ সেই অভিযোগ নিয়েই স্থানীয়রা রেশন দোকান ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ বিক্ষোভের জেরে ডিলার দোকান বন্ধ করে দেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে জলঙ্গি থানার পুলিশ ও জলঙ্গি ব্লকের BDO ও প্রশাসনিক কর্তারা । তাঁরাও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন ৷ এমনকী BDO-কে ঘেরাও করে ওই ডিলারকে সরানোর দাবিতে বিক্ষোভও দেখান তাঁরা ৷
পরে জলঙ্গি থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । শেষে ঘটনাস্থানে আসেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য রাফিকা সুলতানা । তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷