ETV Bharat / state

অহিংস প্রতিবাদ, প্রকাশ্যে মালা পরিয়ে-টাকা দিয়ে অভিযুক্ত চিকিৎসককে সংবর্ধনা! - pregnant women dead

অভিনব প্রতিবাদ ৷ মারধর বা হেনস্থা নয়, গলায় মালা পরিয়ে ডাক্তারকে সংবর্ধনা দিলেন মৃতার আত্মীয়রা ৷

lalbagh hospital murshidabad
লালবাগ মহকুমা হাসপাতাল
author img

By

Published : Feb 9, 2020, 7:30 AM IST

Updated : Feb 9, 2020, 7:36 AM IST

লালবাগ, 9 ফেব্রুয়ারি : চিকিৎসার গাফিলতিতে কেউ মারা গেলে হাসপাতালগুলিতে ভাঙচুর চালায় মৃতের আত্মীয়রা ৷ কোনও কোনও ক্ষেত্রে ডাক্তারকে মারধরও করা হয় ৷ এতদিন এই দৃশ্যই দেখে এসেছে রাজ্যবাসী ৷ এবারও প্রতিবাদ হল ৷ তবে অন্যভাবে ৷ বলা ভালো চেনা ছক থেকে বেরিয়ে নতুন পন্থায় প্রতিবাদ দেখালেন রোগীর আত্মীয়রা ৷ তাঁরা ডাক্তারবাবুকে মারধর করার বদলে গলায় পরিয়ে দিলেন মালা, হাতে তুলে দিলেন নগদ টাকা ৷ ঘটনাস্থান মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতাল ৷

শুক্রবার রাত তিনটে 45 নাগাদ লালবাগ মহকুমা হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভরতি হন জিয়াগঞ্জের শতাব্দী দত্ত ৷ তাঁর অবস্থা দেখে তখনই কল দেওয়া হয় ডাক্তার বাসব সাহাকে ৷ হাসপাতাল সূত্রে খবর, সেই সময় বাসববাবুর ডিউটি ছিল৷ অভিযোগ, তাঁকে কল দেওয়া হলেও তিনি আসেননি ৷ ফলে হাসপাতালের বেডে শুয়ে প্রসব যন্ত্রণায় কাতরাতে থাকেন শতাব্দী ৷ সকাল নয়টা নাগাদ হাসপাতালে আসেন বাসব সাহা ৷ শতাব্দীকে দেখে তিনি মৃত বলে ঘোষণা করেন ৷

এরপরই হাসপাতাল উত্তপ্ত হয়ে ওঠে ৷ তবে সেখানে ভাঙচুর বা ডাক্তারকে মারধরের মতো ঘটনা ঘটেনি ৷ বরং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ দেখানোর সিদ্ধান্ত নেন মৃতার পরিবারের সদস্যরা ৷ তাঁরা সেখানে চাঁদা তোলেন ৷ সেই টাকা দিয়ে কেনেন মালা ৷ এরই মধ্যে দু'একজন বাসব সাহাকে হাসপাতাল থেকে বাইরে এনে মৃতদেহের সামনে দাঁড় করিয়ে দেন ৷ ততক্ষণে তাঁকে গোল করে ঘিরে ফেলেছেন আরও কয়েকজন ৷ এবার শুরু হয় ডাক্তারবাবুকে সংবর্ধনা জ্ঞাপনের পালা ৷ প্রথমে তাঁর গলায় পরানো হয় মালা ৷ এরপর এক এক করে সেখানে উপস্থিত লোকজন চাঁদা থেকে সংগৃহীত অর্থ ডাক্তারের হাতে তুলে দেন ৷

লালবাগ মহকুমা হাসপাতালে অভিনব প্রতিবাদ...

এরপর হাসপাতাল সুপার অভিজিৎ দেওঘরিয়াকেও ঘেরাও করেন মৃতার আত্মীয়রা ৷ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয় ৷ এদিকে খবর পেয়ে হাসপাতালে আসে মুর্শিদাবাদ থানার পুলিশ ৷ তারা সেখান থেকে মৃতদেহ পাঠিয়ে দেয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ পুলিশের তরফে জানা গেছে, ঘটনায় মৃতার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে ৷

মৃতার এক আত্মীয় বলেন, "ডাক্তারদের মারধর করা বা হাসপাতালে তাণ্ডব চালানোর ঘটনা আমাদের রাজ্যে নিয়মিত হয়ে থাকে ৷ তাতেও ডাক্তারদের শিক্ষা হয় না ৷ তাই আমরা অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত নিই ৷ ডাক্তারবাবুদের লজ্জা থাকলে এরপর থেকে আর কর্তব্যে গাফিলতি করবেন না ৷"

লালবাগ, 9 ফেব্রুয়ারি : চিকিৎসার গাফিলতিতে কেউ মারা গেলে হাসপাতালগুলিতে ভাঙচুর চালায় মৃতের আত্মীয়রা ৷ কোনও কোনও ক্ষেত্রে ডাক্তারকে মারধরও করা হয় ৷ এতদিন এই দৃশ্যই দেখে এসেছে রাজ্যবাসী ৷ এবারও প্রতিবাদ হল ৷ তবে অন্যভাবে ৷ বলা ভালো চেনা ছক থেকে বেরিয়ে নতুন পন্থায় প্রতিবাদ দেখালেন রোগীর আত্মীয়রা ৷ তাঁরা ডাক্তারবাবুকে মারধর করার বদলে গলায় পরিয়ে দিলেন মালা, হাতে তুলে দিলেন নগদ টাকা ৷ ঘটনাস্থান মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতাল ৷

শুক্রবার রাত তিনটে 45 নাগাদ লালবাগ মহকুমা হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভরতি হন জিয়াগঞ্জের শতাব্দী দত্ত ৷ তাঁর অবস্থা দেখে তখনই কল দেওয়া হয় ডাক্তার বাসব সাহাকে ৷ হাসপাতাল সূত্রে খবর, সেই সময় বাসববাবুর ডিউটি ছিল৷ অভিযোগ, তাঁকে কল দেওয়া হলেও তিনি আসেননি ৷ ফলে হাসপাতালের বেডে শুয়ে প্রসব যন্ত্রণায় কাতরাতে থাকেন শতাব্দী ৷ সকাল নয়টা নাগাদ হাসপাতালে আসেন বাসব সাহা ৷ শতাব্দীকে দেখে তিনি মৃত বলে ঘোষণা করেন ৷

এরপরই হাসপাতাল উত্তপ্ত হয়ে ওঠে ৷ তবে সেখানে ভাঙচুর বা ডাক্তারকে মারধরের মতো ঘটনা ঘটেনি ৷ বরং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ দেখানোর সিদ্ধান্ত নেন মৃতার পরিবারের সদস্যরা ৷ তাঁরা সেখানে চাঁদা তোলেন ৷ সেই টাকা দিয়ে কেনেন মালা ৷ এরই মধ্যে দু'একজন বাসব সাহাকে হাসপাতাল থেকে বাইরে এনে মৃতদেহের সামনে দাঁড় করিয়ে দেন ৷ ততক্ষণে তাঁকে গোল করে ঘিরে ফেলেছেন আরও কয়েকজন ৷ এবার শুরু হয় ডাক্তারবাবুকে সংবর্ধনা জ্ঞাপনের পালা ৷ প্রথমে তাঁর গলায় পরানো হয় মালা ৷ এরপর এক এক করে সেখানে উপস্থিত লোকজন চাঁদা থেকে সংগৃহীত অর্থ ডাক্তারের হাতে তুলে দেন ৷

লালবাগ মহকুমা হাসপাতালে অভিনব প্রতিবাদ...

এরপর হাসপাতাল সুপার অভিজিৎ দেওঘরিয়াকেও ঘেরাও করেন মৃতার আত্মীয়রা ৷ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয় ৷ এদিকে খবর পেয়ে হাসপাতালে আসে মুর্শিদাবাদ থানার পুলিশ ৷ তারা সেখান থেকে মৃতদেহ পাঠিয়ে দেয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ পুলিশের তরফে জানা গেছে, ঘটনায় মৃতার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে ৷

মৃতার এক আত্মীয় বলেন, "ডাক্তারদের মারধর করা বা হাসপাতালে তাণ্ডব চালানোর ঘটনা আমাদের রাজ্যে নিয়মিত হয়ে থাকে ৷ তাতেও ডাক্তারদের শিক্ষা হয় না ৷ তাই আমরা অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত নিই ৷ ডাক্তারবাবুদের লজ্জা থাকলে এরপর থেকে আর কর্তব্যে গাফিলতি করবেন না ৷"

Intro:চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু প্রসূতির, ডাক্তারকে পড়ানো হল মালা।Body:চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু প্রসূতির, ডাক্তারকে পড়ানো হল মালা।

মুর্শিদাবাদ:- শনিবার দিনভর এক প্রসূতির মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো লালবাগ মহকুমা হাসপাতালে। বিরল প্রতিবাদের সাক্ষী হল মুর্শিদাবাদ। মৃতের নাম নাম শতাব্দী দত্ত হালদার (২৮)। জিয়াগঞ্জ নিবাসী শতাব্দি দত্ত হালদার। প্রসব যন্ত্রণা ওঠায় রাত্রী ৩ঃ৫০ নাগাদ ওনাকে বাড়ি থেকে নিয়ে আসা হয় এবং ডাক্তারকে কল দেওয়া সত্ত্বেও তিনি সময়ের মধ্যে আসেননি। যখন আসেন তখন সকাল ৯ঃ১০। এসে ওনাকে দেখে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। এরপরই চরম চাঞ্চল্য এবং উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতালে। তবে মৃতের পরিবারের লোকেরা ঘটনায় লালবাগ মহকুমা হাসপাতালে কোন ভাঙচুর বা অগ্নিসংযোগ করা হয়নি । রীতিমতো অভিযুক্ত চিকিৎসক ডাঃ বাসব সাহাকে মৃতদেহের সামনে এনে গলায় মালা পরিয়ে সাথে উপস্থিত স্থানীয় ব্যক্তি থেকে শুরু করে মৃতার পরিবারের লোকেরা চাঁদা তুলে টাকা তুলে দেন ওই চিকিৎসকের হাতে। পাশাপাশি দিন ভর হাসপাতাল সুপার অভিজিৎ দেওঘরিয়াকেও আটকে রেখে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোক জন। পরবর্তীতে সন্ধ্যা নাগাদ মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।Conclusion:মুর্শিদাবাদ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
Last Updated : Feb 9, 2020, 7:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.