লালগোলা,30 জুন : লালগোলায় হদিশ মিলল ভেজাল তেলের কারখানা। কারখানায় হানা দিয়ে লালগোলা থানার পুলিশ গ্রেপ্তার করল ওই কারখানার ম্যানেজারকে। বাজেয়াপ্ত করা হয়েছে 16 হাজার লিটার ভেজাল তেল। ধৃতের নাম মহিদুল ইসলাম। সিল করে দেওয়া হল কারখানা ও গোডাউনটি। ঘটনার পর থেকে পলাতক কারখানার মালিক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে লালগোলা থানার কৃষ্ণপুরে।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে লালগোলা থানার পুলিশ কৃষ্ণপুরে একটি ভেজাল তেল তৈরির কারখানায় হানা দেয়। কারখানার পাশের এক গোডাউন তল্লাশি করে মেলে প্রায় 16 হাজার লিটার ভেজাল তেল। উদ্ধার হয়েছে ভেজাল তেল তৈরির প্রচুর রাসায়নিক ও সরঞ্জাম। ঘটনাস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে কারখানার ম্যানাজারকে। তবে কারখানার মালিক পলাতক বলে জানিয়েছে পুলিশ। ঘটনার জেরে প্রতিবাদের ঝড় উঠেছে এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা এখান থেকে তেল কিনে নিয়ে যাচ্ছে। তাদেরকে দেওয়া হচ্ছে ভেজাল তেল। অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি করেন তারা।