ETV Bharat / state

Shamsherganj: আজ দিনভর সরগরম সামশেরগঞ্জ, প্রচারে নামছেন অধীর চৌধুরী ; জনসভা দিলীপ-সুজন-দেবাংশুর

তিন দিন হাতে থাকতে প্রচারে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ৷ কেন প্রচারে নামতে দেরি তাঁর ? নিজের গড়ে কি জয়ের ব্যাপারে একটু বেশিই আত্মবিশ্বাসী অধীর চৌধুরী ?

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury
author img

By

Published : Sep 24, 2021, 11:22 AM IST

Updated : Sep 24, 2021, 11:34 AM IST

সামশেরগঞ্জ, 24 সেপ্টেম্বর : হাতে আর মাত্র ছ'দিন ৷ তারপরেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচন ৷ আজ সামশেরগঞ্জে প্রথম নির্বাচনী প্রচার শুরু করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । আজ বিকেল চারটের সময় সামশেরগঞ্জ বিধানসভার বড়দাদনগর মাঠে দলীয় প্রার্থী জইদুর রহমানের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন তিনি । অধীর চৌধুরী প্রচারে নামায় উচ্ছ্বসিত কংগ্রেস কর্মী-সমর্থকরা । নিজের গড়ে অধীর চৌধুরী প্রচার শুরু করায় বাম-তৃণমূল-বিজেপি কার্যত চাপের মুখে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

তবে নিজের গড়ে প্রচারে নামতে এত দেরি কেন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ? শুধুই কি আত্মবিশ্বাস নাকি এর পিছনে অন্য কোনও কারণ ?

আরও পড়ুন : Adhir Ranjan Chowdhury : সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীকে ভয় দেখানো হচ্ছে, অভিযোগ অধীরের

জানা যাচ্ছে, নির্বাচনী প্রচার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । হাইকম্যান্ডের নির্দেশে ভবানীপুরে প্রার্থী দেয়নি কংগ্রেস । অন্যদিকে জঙ্গিপুর আসনে সংযুক্ত মোর্চার সমর্থনে লড়ছে বাম প্রার্থী । রাজ্যে একমাত্র সামশেরগঞ্জ আসনে সংযুক্ত মোর্চার জোট হয়নি । কিন্তু এই আসনেও কংগ্রেস প্রার্থীর নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত দলীয় কর্মীদের মনমরা করে দিয়েছিল । হতাশ হয়ে পড়েছিলেন অধীর চৌধুরী নিজেও ।

অধীরের অনুরোধেই শেষমেশ সিদ্ধান্ত বদলে ভোটে লড়বেন বলে বাড়ি বাড়ি প্রচারও শুরু করেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমান । প্রার্থী জইদুর তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানের যমজ ভাই । ফলে এই কেন্দ্রের ভোট যুদ্ধ আলাদা মাত্রা পেয়েছে । এদিকে সব কিছু ঝেড়ে ফেলে শুক্রবার কোমর বেঁধে প্রচারে নামছেন অধীর চৌধুরী । এই কেন্দ্র শাসকদলের কাছে যেমন চ্যালেঞ্জ, ঠিক তেমনি নিজের গড়ে একটি আসন পাওয়াও সমান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অধীর চৌধুরীর কাছে ।

আরও পড়ুন : Mainul Haque : কংগ্রেস ছেড়ে তৃণমূলে ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক মইনুল হক

বড়দাদনগর মাঠের জনসভা থেকেই আজ প্রচার শুরু করবেন অধীর চৌধুরী । প্রচারের জন্য আর মাত্র তিনদিন বাকি রয়েছে । এর মধ্যে কংগ্রেস প্রার্থীর সমর্থনে তিনি আরও দুটি জনসভা করবেন বলে কংগ্রেস সূত্রে খবর । পাশাপাশি এই কেন্দ্রে আজ প্রচারে থাকছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বামনেতা সুজন চক্রবর্তী ও তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য । ফলে নির্বাচনী প্রচারে আজ দিনভর সরগরম সামশেরগঞ্জ । তবে কে শেষ হাসি হাসবে তা জানতে অপেক্ষা 3 অক্টোবরের ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : কংগ্রেসকে দিয়ে হবে না, মোদির বিকল্প মমতা; বললেন অভিষেক

সামশেরগঞ্জ, 24 সেপ্টেম্বর : হাতে আর মাত্র ছ'দিন ৷ তারপরেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচন ৷ আজ সামশেরগঞ্জে প্রথম নির্বাচনী প্রচার শুরু করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । আজ বিকেল চারটের সময় সামশেরগঞ্জ বিধানসভার বড়দাদনগর মাঠে দলীয় প্রার্থী জইদুর রহমানের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন তিনি । অধীর চৌধুরী প্রচারে নামায় উচ্ছ্বসিত কংগ্রেস কর্মী-সমর্থকরা । নিজের গড়ে অধীর চৌধুরী প্রচার শুরু করায় বাম-তৃণমূল-বিজেপি কার্যত চাপের মুখে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

তবে নিজের গড়ে প্রচারে নামতে এত দেরি কেন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ? শুধুই কি আত্মবিশ্বাস নাকি এর পিছনে অন্য কোনও কারণ ?

আরও পড়ুন : Adhir Ranjan Chowdhury : সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীকে ভয় দেখানো হচ্ছে, অভিযোগ অধীরের

জানা যাচ্ছে, নির্বাচনী প্রচার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । হাইকম্যান্ডের নির্দেশে ভবানীপুরে প্রার্থী দেয়নি কংগ্রেস । অন্যদিকে জঙ্গিপুর আসনে সংযুক্ত মোর্চার সমর্থনে লড়ছে বাম প্রার্থী । রাজ্যে একমাত্র সামশেরগঞ্জ আসনে সংযুক্ত মোর্চার জোট হয়নি । কিন্তু এই আসনেও কংগ্রেস প্রার্থীর নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত দলীয় কর্মীদের মনমরা করে দিয়েছিল । হতাশ হয়ে পড়েছিলেন অধীর চৌধুরী নিজেও ।

অধীরের অনুরোধেই শেষমেশ সিদ্ধান্ত বদলে ভোটে লড়বেন বলে বাড়ি বাড়ি প্রচারও শুরু করেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমান । প্রার্থী জইদুর তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানের যমজ ভাই । ফলে এই কেন্দ্রের ভোট যুদ্ধ আলাদা মাত্রা পেয়েছে । এদিকে সব কিছু ঝেড়ে ফেলে শুক্রবার কোমর বেঁধে প্রচারে নামছেন অধীর চৌধুরী । এই কেন্দ্র শাসকদলের কাছে যেমন চ্যালেঞ্জ, ঠিক তেমনি নিজের গড়ে একটি আসন পাওয়াও সমান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অধীর চৌধুরীর কাছে ।

আরও পড়ুন : Mainul Haque : কংগ্রেস ছেড়ে তৃণমূলে ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক মইনুল হক

বড়দাদনগর মাঠের জনসভা থেকেই আজ প্রচার শুরু করবেন অধীর চৌধুরী । প্রচারের জন্য আর মাত্র তিনদিন বাকি রয়েছে । এর মধ্যে কংগ্রেস প্রার্থীর সমর্থনে তিনি আরও দুটি জনসভা করবেন বলে কংগ্রেস সূত্রে খবর । পাশাপাশি এই কেন্দ্রে আজ প্রচারে থাকছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বামনেতা সুজন চক্রবর্তী ও তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য । ফলে নির্বাচনী প্রচারে আজ দিনভর সরগরম সামশেরগঞ্জ । তবে কে শেষ হাসি হাসবে তা জানতে অপেক্ষা 3 অক্টোবরের ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : কংগ্রেসকে দিয়ে হবে না, মোদির বিকল্প মমতা; বললেন অভিষেক

Last Updated : Sep 24, 2021, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.